For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিয়ের আগের রাতে দলকে চ্যাম্পিয়ন করে দায়বদ্ধতার নতুন উদাহরণ লিখেছে মনীশ, বললেন সতীর্থ

রাত পার করলেই বিয়ে। তবে সেই নিয়ে কোনও উন্মাদনা নেই, নেই কোনও জাঁকজমক। তিনি যে অধিনায়ক! দলকে ফাইনালে তুলে চ্যাম্পিয়নের তাজ উপহার দিয়ে তারপরই নিজের বিয়ে নিয়ে ভাবতে বসেন!

  • |
Google Oneindia Bengali News

রাত পার করলেই বিয়ে। তবে সেই নিয়ে কোনও উন্মাদনা নেই, নেই কোনও জাঁকজমক। তিনি যে অধিনায়ক! দলকে ফাইনালে তুলে চ্যাম্পিয়নের তাজ উপহার দিয়ে তারপরই নিজের বিয়ে নিয়ে ভাবতে বসেন! যারপর দলের প্রতি তাঁর এই দায়বদ্ধতা থেকে শিক্ষা নিতে চাইছেন সতীর্থ ক্রিকেটাররা।

বিয়ে আগের রাতে দলকে চ্যাম্পিয়ন করে ক্রিকেটার হিসেবে দায়বদ্ধতার নতুন উদাহরণ মনীশ, বললেন সতীর্থ

আগের রাতে দলকে সৈয়দ মুস্তাক আলিতে চ্যাম্পিয়ন করে পরের দিন বিমান সফরে সুরাট থেকে মুম্বই উড়ে গিয়ে বিয়ের পিঁড়িতে বসেন মণীশ পান্ডে। জীবনের অন্য়তম বড় খুশির মুহূর্তের আগের রাতে অবশ্য দলকে চ্যাম্পিয়ন করার বড় দায়িত্ব ছিল।

তামিলনাড়ুর বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টু্র্নামেন্টে সেখানেই থ্রিলার ম্যাচে কর্ণাটককে ১ রান জয়ী করান মনীশ। ব্যাটে ৬০রানের ইনিংস খেলার পাশাপাশি দারুণ অধিনায়কত্ব করে তামিলনাড়ুর বিরুদ্ধে শেষ বলের থ্রিলারে কর্ণাটককে চ্যাম্পিয়ন করেন মনীশ। ক্রিকেটের প্রতি এই ভালোবাসা ও দলের প্রতি তাঁর এই দায়বদ্ধতা দেখে প্রশংসায় সতীর্থ কৃষ্ণাপ্পা গৌতম।

গৌতম এক সাক্ষাৎকারে বলেছেন 'মনীশকে দেখে শেখা উচিত। বিয়ের কয়েক ঘন্টা আগেও ও স্নায়ুর চাপ ধরে রেখে দলকে ফাইনাল জিতিয়েছে। ক্রিকেটার হিসেবে দায়বদ্ধতার নজির তৈরি করল। আমাদের এই ঘটনা থেকে ক্রিকেটার হিসেবে দায়বদ্ধতার পাঠ শেখা উচিত।'

English summary
Manish Pandey set example of dedication as win cup for team before few hours of marriage
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X