For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ম্যানকাডিং': বেআইনি নয়, অশোভন কি - কী জানালো ক্রিকেট আইনের তত্ত্বাবধায়ক

আইপিএল ২০১৯-এর 'ম্যানকাডিং' বিতর্কে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)-এর সমর্থন পেলেন কিংস ইলেভেন পঞ্জাব অধিনায়ক আর অশ্বিন।
 

Google Oneindia Bengali News

বুধবার আইপিএল-২০১৯ মরসুমের কিংস ইলেভেন পঞ্জাব তাদের দ্বিতীয় ম্য়াচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। কিন্তু, জয়পুরে রাজস্থান রয়্যালস ম্য়াচ জেতার দুদিন পরেও তাদের তাড়া করে বেড়াচ্ছে 'ম্য়ানকাডিং' বিতর্ক। এই বিষয়ে তীব্র বিরোধিতার মুখে আর অশ্বিন সমর্থন পেলেন, ক্রিকেট আইনের তত্ত্বাবধায়ক মেরিলিবোন ক্রিকেট ক্লাবের। এমসিসি জানিয়েছে বাটলারকে সতর্ক করতে বাধ্য ছিলেন না অশ্বিন, এতে ক্রিকেট স্পিরিটেরও ক্ষতি হয়নি।

ম্যানকাডিং: বেআইনি নয়, অশোভন কি -

জয়পুরে কিংস ইলেভেনের বড় রান তাড়া করতে নেমে জস বাটলারের দুরন্ত ইনিংস ভর দিয়ে দারুণভাবে এগোচ্ছিল রাজস্থান রয়্যালস। কিন্তু, ১৩তম ওভারে বোলিং করার সময়, নন স্ট্রাইকার প্রান্তে বাটলারকে রান আউট করেন কিংস ইলেভেন পঞ্জাব অধিনায়ক আর অশ্বিন। এরপরই ক্রিকেট বিশ্বে রীতিমতো ধিকৃত হন অশ্বিন। বলা হয়, নিয়ম মেনে আউট হলেও এতে ক্রিকেটের স্পিরিট নষ্ট হয়েছে।

এই বিষয়ে কিন্তু এমসিসি-র সাফ মতামত, ক্রিকেট আইনে কোথাও বলা নেই ননস্ট্রাইকার প্রান্তে ব্য়াটসম্য়ান ক্রিজ ছেড়ে বেরিয়ে গেলে তাঁকে আউট করার আগে বোলারের সতর্ক করতে হবে। কাজেই এই আউট অবশ্যই আইন সঙ্গত। সেই সঙ্গে এতে ক্রিকেটের স্পিরিটও ক্ষুন্ন হয়নি বলেই তাদের দাবি।

এমসিসি-র যুক্তি, বোলিং-এর সময় ক্রিজ ছেড়ে আগে এগিয়ে গিয়ে ননস্টাইকার প্রান্তের ব্য়াটসম্য়ান সুবিধা নেওয়ার চেষ্টা করেন। তাই এই ক্ষেত্রে তাঁকে আউট করলে তা অখেলোয়াড়োচিত বলে গন্য হওয়ার প্রশ্ন নেই। এমসিসি আরও জানিয়েছে, এই আইন অত্যন্ত জরুরি। না হলে ননস্ট্রাইকার প্রান্তের ব্য়াটসম্য়ান ইচ্ছে মতো কয়েক কদম এগিয়ে যেতে পারে।

তাঁদের মতে মূল বিতর্কটা হল, ব্য়াটসম্য়ান কখন ক্রিজ ছাড়তে পারে তাই নিয়ে। তাঁদের মতে এটা নির্ভর করে সংশ্লিষ্ট ব্যাটসম্যানের উপরই। অর্থাত সে যখন মনে করবে বোলার তাঁকে আউট করতে পারবে না, তখনই তাঁর ক্রিজ ছাড়া উটিত। তার আগে নয়। কাজেই অশ্বিনের দিক থেকে কোনও ভুল বা অসৌজন্য ছিল বলে মনে করছে না এমসিসি।

English summary
KXIP captain R Ashwin has got Marylebone Cricket Club (MCC)'s backing in 'Mankading' row in IPl 2019. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X