For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জারি 'মানকাডিং' বিতর্ক, ১৮০ ডিগ্রি ঘুরে গেল এমসিসি! কী বলছে তাদের পর্যবেক্ষণ

ইউ টার্ন নিয়ে এমসিসি জানালো আর অশ্বিনের মানকাড়িয় পদ্ধতিতে জস বাটলার-কে আউট করা খেলোয়াড়োচিত ছিল না।

  • |
Google Oneindia Bengali News

জয়পুরে রাজস্থান রয়্যালস বনাম কিংস ইলেভেন পঞ্জাব আইপিএল-২০১৯-এর ম্য়াচের 'ম্য়ানকাডিং' বিতর্ক এখনও চলছে। বুধবার এই বিষয়ে অশ্বিনকে সমর্থন জানিয়েছিল ক্রিকেট আইনের তত্ত্বাবধায়ক মেরিলিবোন ক্রিকেট ক্লাব। কিন্তু পরই ১৮০ ঘুরে তারা জানালো অশ্বিনের আচরণ খেলোড়োচিত ছিল না। তাদের মনে হয়েছে ওই ম্যাচে ইচ্ছা করেই বল করার সময় থেমে গিয়েছিলেন অশ্বিন।

জারি মানকাডিং বিতর্ক, ১৮০ ডিগ্রি ঘুরে গেল এমসিসি

এমসিসি-র আইন বিষয়ক ম্যানেজার ফ্রেজার স্ট্রুয়ার্ট জানিয়েছেন তাঁদের থিঙ্কট্যাঙ্ক পুরো ঘটনাটির পর্যালোচনা করেছে। আর তাই করতে গিয়েই তাদের মনে হয়েছে অশ্বিন বাটলারকে আউট করার লক্ষেই বল করতে গিয়ে একটু বেশি সময় অপেক্ষা করেছিলেন। তাঁরা মনে করছেন বাটলার কখন ক্রিজ ছাড়বেন তার জন্য অপেক্ষা করছিলেন অশ্বিন। এই কাজ সম্পূর্ণই অখেলোয়াড়োচিত।

তবে বোলারের হাত থেকে বল বের হওয়ার আগেই ননস্ট্রাইকারের ক্রিজ ছেড়ে এগিয়ে যাওয়াটাও অখেলোয়াড়োচিত বলে জানিয়েছে এমসিসি। তারা বলেছে যদি ব্য়াটসম্য়ানরা এই নিয়মটা মেনে চলতেন তাহলে ম্যানকাডিং বিতর্কের অবকাশই আসত না। অশ্বিন-বাটলার ঘটনার ক্ষেত্রে, অশ্বিন বল ছাড়তে দেরি করছেন বোঝার পরও ক্রিজে ফেরার খুব একটা জোরালো চেষ্টা করেননি বলেই মনে করছে তারা।

English summary
MCC took a U-turn and said that Ravichandran Ashwin's act of Mankading Jos Buttler was against the 'spirit of the game'. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X