For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল-এ টিকে থাকার লড়াইয়ে আজ মুখোমুখি মুম্বই-ব্য়াঙ্গালোর

মঙ্গলবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্য়াচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং মুম্বই ইন্ডিয়ান্স। দু'টি দলই রয়েছে লিগ টেবিলের নিচের দিকে।

  • By Koushik Chakraborty
  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্য়াচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং মুম্বই ইন্ডিয়ান্স। লিগ টেবিলের তলানিতে থাকা এই দু'টি দলের কাছেই এটি মাস্ট উইন ম্যাচ। অতীতের রেকর্ডের দিকে চোখ রাখলে দেখা যাবে এই দু'টি দল আইপিএলের ধারাবাহিক দলগুলির মধ্যে অন্যতম। মুম্বই তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন এবং ব্যাঙ্গালোর কখনও আইপিএল জিততে না পারলেও তাদের পারফরম্যান্স মনে রাখার মতো।

আইপিএল-এ টিকে থাকার লড়াইয়ে আজ মুখোমুখি মুম্বই-ব্য়াঙ্গালোর

এই দু'টি দলের একটিও ২০১৮ আইপিএলে এখনও নিজেদের ভীত দৃঢ় করতে পারেনি। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৭ ম্যাচ খেলে মাত্র দু'টি জিতেছে মুম্বই, হার পাঁচটিতে। ৭ ম্যাচ থেকে চার পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে রোহিত শর্মার দল। ব্যাঙ্গালোরের ভাগ্যের লেখা ঝোকাটাও প্রায় একই। মুম্বইয়ের সম সংখ্যাক ম্যাচ খেলে তারাও জিতেছি মাত্র দু'টি ম্যাচ। হার পাঁচ ম্যাচে। এমআই এর মতো আরসিবির পয়েন্টও সমান। কিন্তু রান রেটে পিছিয়ে থাকায় মুম্বই ইন্ডিয়ান্সের থেকে এক ধাপ নিচে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে আছে বিরাট কোহলির দল।

এই পরিস্থিতিতে আজকের ম্যাচে যে দল জিতবে সেই কিছুটা এগিয়ে যাবে এবং বলাই বাহুল্য যে দল হারবে সেই দলই টুর্নামেন্ট থেকে এক পা বাইরে রাখবে। কারণ প্লে অফের পৌছনোর লড়াইয়ে টিকে থাকতে হলে আর একটি ম্যাচও হারা চলবে না এই দুই দলের। তবে, এই ম্যাচের আগে একটু হলেও অ্যাডভান্টেজে রয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের প্রথম পর্বের ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরকে ৪৬ রানে হারায় মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে ৯৪ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন হিট-ম্যান রোহিত। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছিলেন তিনি। সেই ম্যাচে পাওয়া আত্মবিশ্বাসকেই কাজে লাগাতে চায় রোহিত শর্মার দল।

আইপিএল-এ টিকে থাকার লড়াইয়ে আজ মুখোমুখি মুম্বই-ব্য়াঙ্গালোর

মুম্বই টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, উইনিং কম্বিনেশনে একটি বদল আনতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। গত ম্যাচে মুম্বইয়ের প্রথম এগারোয় সুযোগ পাওয়া বেন কার্টিংয়ের পরিবর্তে এই ম্যাচে দলে ফিরতে পারেন বাংলাদেশের তারকা মুস্তাফিজুর রহমান। তাঁর বোলিং বিবিধতাকে কাজে লাগিয়ে বিরাট কোহলি, ব্র্যান্ডান ম্য়াকালাম, এবি ডিভিলিয়ার্সদের তৈরি ব্যাটিং লাইনআপকে চাপে ফেলতে চাইছে মুম্বই।

অন্য দিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টিম ম্যানেজমেন্ট আশা করছে এই ম্যাচে দলের ম্যাচ উইনার এবি ডিভিলিয়ার্সকে পাবে দল। টিম সূত্রে খবর, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন 'মিস্টার ৩৬০'। ম্যাচের আগে সম্পূর্ণ ফিট হয়ে গেলে কলিন ডি গ্র্যান্ডহোমের পরিবর্তে দলে জায়গা করে নেবেন এবি। পাশাপাশি মনন ভোরার পরিবর্তে ব্যাঙ্গালোর দলে ফিরতে পারেন ওয়াশিংটন সুন্দর। এখন দেখার যুযুধান দুই অধিনায়কের লড়াইয়ে শেষ হাসি হাসে কার দল।

English summary
Today Royal Challengers Bangalore and Mumbai Indians will face each other in a most crucial encounter at M.Chinnaswamy Stadium. The match is must win game for both of these teams
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X