For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোহলির কথা রাখলেন মায়াঙ্ক, তবে বাকি রইল আরও এক, বিস্তারিত জেনে নিন

অধিনায়ক বিরাট কোহলির কথা রাখলেন টিম ইন্ডিয়ার ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। ইন্দোরে বাংলাদেশের বিরুদ্ধে নিজের টেস্ট কেরিয়ারের দ্বিতীয় শতরান করলেন এই কর্নাটকী ব্যাটসম্যান। তাও আবার ছক্কা হাঁকিয়ে। তাতে কী!

  • |
Google Oneindia Bengali News

অধিনায়ক বিরাট কোহলির কথা রাখলেন টিম ইন্ডিয়ার ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। ইন্দোরে বাংলাদেশের বিরুদ্ধে নিজের টেস্ট কেরিয়ারের দ্বিতীয় শতরান করলেন এই কর্নাটকী ব্যাটসম্যান। তাও আবার ছক্কা হাঁকিয়ে। তাতে কী! মায়াঙ্কের কাছে আরও একশো রান আব্দার করেছেন অধিনায়ক বিরাট। তা কী সম্ভব!

উত্তপ্ত উড়ি

উত্তপ্ত উড়ি

জম্মু ও কাশ্মীরের উড়িতে সেনাবাহিনীর প্রশাসনিক শিবিরে কমপক্ষে চার সন্ত্রাসবাদী হামলা চালায়। এই প্রশাসনিক শিবির বারামুল্লায় শ্রীনগর-মুজাফ্ফরাবাদে অবস্থিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং নিজের রাশিয়া এবং মার্কিন সফর পিছিয়ে দিয়েছেন।

মাত্র ১২টি ইনিংস

মাত্র ১২টি ইনিংস

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সবেমাত্র ১২টি ইনিংস খেলেছেন মায়াঙ্ক আগরওয়াল। এই অল্প সময়েই লাল বলের ক্রিকেটে দুটি দ্বিশতরানের মালিক হলেন এই কর্নাটকী ব্যাটসম্যান।

নৌকাডুবি

নৌকাডুবি

মুম্বই থেকে নৌপথে ৩০ মাইল দুরে খারাপ আবহাওয়ার জন্য দত্ত সাউ নামে মাঝ ধরার বোট উল্টে যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা হলেও ৫ জন এখনও নিখাঁজ।

প্রথম দ্বিশতরান

প্রথম দ্বিশতরান

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দ্বিশতরান করেন মায়াঙ্ক আগরওয়াল। ওই ম্যাচে ২১৫ রান করে তিনি আউট হন। ইন্দোরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ছক্কা হাঁকিয়ে কেরিয়ারের দ্বিতীয় দ্বিশতরান করেন মায়াঙ্ক।

মেমারিতে বিস্ফোরণ

মেমারিতে বিস্ফোরণ

বর্ধমানের মেমারিতে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। কীভাবে বিস্ফোরণ হয়েছে তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানতে পারেনি পুলিশ। তবে এলাকাবাসীর সন্দেহ কেউ বোমা রেখে দিয়েছিল।

বিরাটের আব্দার

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে কেরিয়ারের দ্বিতীয় অর্ধশতরান করার পর মায়াঙ্ক আগরওয়ালকে, ড্রেসিং রুমে বসে থাকা টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি হাত নেড়ে কিছু ইশারা করেন। তা দেখে বোঝা যায় মায়াঙ্ককে দ্বিশতরান করতে বলছেন বিরাট। অধিনায়ককে থাম্বস আপ দেখান ভারতীয় ওপেনার।

মন্দারমণিতে বাঙালি পর্যটকের মৃত্যু

মন্দারমণিতে বাঙালি পর্যটকের মৃত্যু

মন্দারমণিতে মদ্যপ অবস্থায় সমুদ্রে চান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয় ৩ জনের। এরা হলেন নিউটাউনের বাসিন্দা সুমন্ত্র বন্দ্যোপাধ্যায়ের। সল্টলেকের বাসিন্দা লোকেশ মলহোত্রা ও তেঘড়িয়ার বাসিন্দা বিনয় চৌধুরি।

মায়াঙ্কের জবাব

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান করার পর অধিনায়ক বিরাট কোহলির দিকে পাল্টা ইশারা করেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। অধিনায়ককে বোঝান যে তিনি তাঁর কথা রেখেছেন। পরক্ষণেই মায়াঙ্কের কাছে ত্রিশতরান আব্দার করেন বিরাট কোহলি। যদিও ২৪৩ রান করে আউট হয়ে যান কর্নাটকী ব্যাটসম্যান।

পন্ডিতিয়া রোডের আবাসনে ভাঙচুর

পন্ডিতিয়া রোডের আবাসনে ভাঙচুর

হাজরা রোডে দুর্ঘটনা, পন্ডিতিয়া রোডে তাণ্ডব। গাড়ির ধাক্কায় স্কুটার চালকের মৃত্যুতে তাণ্ডব। পণ্ডিতিয়া রোডের আবাসনে মৃতের পরিজনদের তাণ্ডব। আবাসনের একাধিক গাড়ি ভাঙচুর। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।

বহরমপুর পুরসভা তৃণমূলের

বহরমপুর পুরসভা তৃণমূলের

অধীর গড়ে ফের বড়সড় ধাক্কা। তিরিশ বছর পর কংগ্রেস ক্ষমতাচ্যুত পুরসভা থেকেও। তৃণমূল কংগ্রেস দখল নিল বহরমপুর পুরসভার। ১৭ কংগ্রেস কাউন্সিলর যোগ দিলেন তৃণমূলে। ফলে তৃণমূলের কাউন্সিলরের সংখ্যা ১ থেকে বেড়ে ১৮।

English summary
Mayank Agarwal reaches double hundred by hitting six
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X