For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়ান ডে-তেও নেই গব্বর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলে মায়াঙ্ক

ওয়ান ডে-তেও নেই গব্বর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জাতীয় দলে মায়াঙ্ক

  • |
Google Oneindia Bengali News

আজ সন্ধ্যায় মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় তথা সিরিজ নির্ণায়ক টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে ভারত। তার আগে সবচেয়ে বড় খবর, চোটের কারণে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও খেলা হচ্ছে না টিম ইন্ডিয়ার ওপেনার শিখর ধাওয়ানের। তাঁর পরিবর্তে ভারতীয় ক্রিকেট দলে ডাক পেলেন দেশের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে কামাল দেখানো মায়াঙ্ক আগরওয়াল।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের সূচি

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের সূচি

১৫ ডিসেম্বর চেন্নাই-র চিপক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হবে ভারত। ১৮ ও ২২ ডিসেম্বর দুই দলের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় ওয়ান ডে হবে যথাক্রমে বিশাখাপত্তনম ও কটকে।

ধাওয়ানের চোট

ধাওয়ানের চোট

দিল্লির হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার সময় বাঁ-পায়ে চোট পান শিখর ধাওয়ান। রান আউট থেকে বাঁচতে পপিং ক্রিজে ঝাঁপিয়ে পড়ার সময় তাঁর হাঁটুতে গভীর ক্ষত তৈরি হয়। চোট গুরুতর হওয়ায় দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান ধাওয়ান। তাঁর পরিবর্তে দেশের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্য়ামসনকে জাতীয় দলে ডাকা হয়।

ঝুঁকি নয়

ঝুঁকি নয়

চিকিৎসকরা জানিয়েছেন, আগের থেকে অনেকটাই সুস্থ শিখর ধাওয়ান। তবে পুরোপুরি ফিট হতে তাঁর এখনও কিছুটা সময় লাগবে বলেও জানানো হয়েছে। এই পরিস্থিতিতে ধাওয়ানকে ঝুঁকি নিতে রাজি হয়নি বিসিসিআই।

ধাওয়ানের পরিবর্তে মায়াঙ্ক

ধাওয়ানের পরিবর্তে মায়াঙ্ক

দেশের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ব্যাট হাতে কামাল দেখানো মায়াঙ্ক আগরওয়ালকে, শিখর ধাওয়ানের পরিবর্তে ভারতীয় ক্রিকেট দলে ডাকা হল। কর্নাটকের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ভালো পারফরম্যান্স করেছেন তিনি। এই মুহূর্তে তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জি খেলতে ব্যস্ত মায়াঙ্ক।

তালিকায় ছিলেন কারা

তালিকায় ছিলেন কারা

শিখর ধাওয়ানের পরিবর্ত হিসেবে ভারতের ওয়ান ডে দলে জায়গা করার ক্ষেত্রে মায়াঙ্ক আগরওয়ালকে কড়া টক্কর দিচ্ছিলেন তরুণ পৃথ্বী শ ও শুভমন গিল। যদিও প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে যান ২৮ বছরের কর্নাটকী ব্যাটসম্যান।

এই প্রথম নয়

এই প্রথম নয়

ইংল্যান্ডে বিশ্বকাপ চলাকালীন চোট পেয়ে ভারতীয় দলের বাইরে চলে যান ওপেনার শিখর ধাওয়ান। সেবারও তাঁর পরিবর্তে মায়াঙ্কের ডাক পড়েছিল জাতীয় দলে। যদিও টুর্নামেন্টে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি এই কর্নাটকী।

English summary
Mayank Agarwal replaces injured Shikhar Dhawan for ODI agaist West Indies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X