For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লর্ডসের বিশ্বকাপ ফাইনালে বিতর্কিত ওভার থ্রোর পর, নিয়ম পাল্টানোর ভাবনা

বিশ্বকাপ ফাইনালে ওভার থ্রো নিয়ে বিতর্কের পর নিয়ম পরিবর্তনের ভাবনায় আলোচনায় বসতে চলেছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। 'দ্য সানডে টাইমস' এমসিসি-র ওভারথ্রো-র নিয়মটি খতিয়ে দেখার খবর প্রকাশ করেছে।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপ ফাইনালে ওভার থ্রো নিয়ে বিতর্কের পর নিয়ম পরিবর্তনের ভাবনায় আলোচনায় বসতে চলেছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। 'দ্য সানডে টাইমস' এমসিসি-র ওভার থ্রো-র নিয়মটি খতিয়ে দেখার খবর প্রকাশ করেছে।

লর্ডসের বিশ্বকাপ ফাইনালে বিতর্কিত ওভার থ্রোর পর, নিয়ম পাল্টোনোর ভাবনা

১৪ জুলাই লর্ডসে বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে কিউয়ি ক্রিকেটার মার্টিন গাপ্টিলের থ্রো স্টোকসের হাতে লেগে বাউন্ডারিতে পৌঁছয়। ওভার থ্রোয়ে ৬ রান পেয়েছিল ইংল্যান্ড। মাঠের আম্পায়ারদের ভুল ধরিয়ে দিয়ে প্রাক্তন আম্পায়ার সাইমন টাফেল যদিও জানিয়েছেন, আইসিসি'র নিয়ম মেনে দৌড়ের একরান, সঙ্গে ওভার থ্রোয়ে ৪ রান, মোট ৫ রান হওয়া উচিত ছিল।

থ্রিলার ম্যাচে সেই ওভার থ্রো থেকে পাওয়া রানের সুবিধে পেয়ে নির্ধারিত সময়ে ২৪১ রানের গণ্ডিতে পৌঁছে লড়াই ড্র করে ইংল্যান্ড। পরে সুপার ওভারেও ম্যাচ ড্র হওয়ায় শেষ পর্যন্ত বাউন্ডারি কাউন্টে বিশ্বকাপ জিতেছিল ব্রিটিশরা।

এরপর ম্যাচের ঐ ওভার থ্রো নিয়ে প্রচুর বিতর্ক হয়। সেই সঙ্গে বাউন্ডারি মারার বিচারে বিশ্বকাপের ফাইনাল ফয়সলা হওয়ার বিষয়টিও ক্রিকেটসমর্থকরা মন থেকে মেনে নিতে পারেনি।

সানডে টাইমসের খবর অনুযায়ী, এমন ওভার থ্রো থেকে কোনও দল বিশেষ সুবিধে পাচ্ছে কিনা, পরের বৈঠকে সেটাই খতিয়ে দেখতে চলেছে এমসিসি। নিয়মের বদল আনতে গেলে এমসিসি'র সাব কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

English summary
MCC likely to review overthrow rules aftermath controversy in New Zealand vs England wc final
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X