For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে হকি বিশ্বকাপ, টার্ফে নামলেন অস্কারজয়ী রহমান-গুলজার জুটি

ভুবনেশ্বরে আয়োজিত ২০১৮ সালের পুরুষদের হকি বিশ্বকাপের থিম সং তৈরি করার জন্য জুটি বেঁধেছেন এআর রহমান এবং গুলজার।
 

  • |
Google Oneindia Bengali News

ভূবনেশ্বরে আয়োজিত হবে ২০১৮ সালের পুরুষদের হকি বিশ্বকাপ। আর তার থিম সং তৈরির জন্য ফের জুটি বাঁধছেন অস্কার জয়ী এ আর রহমান ও গুলজার। গুলজারের লিরিক ও রহমানের হৃদয়স্পর্শী সূরে তৈরি হচ্ছে 'জয় হিন্দ হিন্দি, জয় ভারত'। এর আগে হলিউডি ছবি 'স্লামডগ মিলিওনেয়ার' -এর জন্য এই জুটি অস্কার পেয়েছিলেন।

রহমান জানিয়েছেন, 'হকির মতো করে ভারতকে আর কোনও খেলা তুলে ধরতে পারে না। আর সেই হকির সবচেয়ে বড় টুর্নামেন্ট আমাদের দেশের মাটিতেই হচ্ছে, তারচেয়ে উত্তেজক আর কী হতে পারে।' এর আগে বহু জাতীয়তাবাদী থিম মিউজিকে সুর দিয়েছএন রহমান। সবচেয়ে জনপ্রিয় সম্ভবত ৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে করা 'বন্দে মাতরম'।

বাড়বে উত্তেজনা, নেচে উঠবে পা

বাড়বে উত্তেজনা, নেচে উঠবে পা

রহমান বলেছেন, 'সারা দেশের মানুষের হৃদয় হকির জন্য স্পন্দিত হয়। আর সেই হৃৎস্পন্দন আরও বাড়িয়ে তুলতে গুলজার সাহেব ও আমি বিশ্বকাপের থিমসঙ বানিয়েছি। এই গান যেমন আপনাদের উত্তেজনা বাড়িয়ে তুলবে, অনুপ্রেরণা দেবে, তেমনই এই গানের তালে নেচে উঠবে সকলের পা। হকির এই উদযাপনে আমার সঙ্গে সামিল হোন। শুধু মেন ইন ব্লুয়ের জন্যই নয়, খেলার স্পিরিটের জন্য, যা সারা বিশ্ব-একতার কথা বলে।'

গুলজারের প্রতিভা, রহমানের জাদু

গুলজারের প্রতিভা, রহমানের জাদু

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এই গানটি তৈরির করতে সম্মত হওয়ার জন্য গুলজার ও রহমানকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, 'গুলজার সাহেবের প্রতিভার সঙ্গে মিশেছে রহমানের জাদু। রহমান বর্তমানে গানটির সুর দিচ্ছেন। বিশ্বকাপের উদ্বোধনের জন্য তিনি একটি মিউজিক ভিডিও-ও বানাচ্ছেন। ভারতের হকির জন্য সম্বৃদ্ধ বিভিন্ন জায়গায় তার ভিডিও শুট করা হবে।'

গানটির বিষয়

গানটির বিষয়

গানটির থিম নিয়ে পট্টনায়েক বলেন, 'থিম ভারত, ওড়িশা এবং খেলার উদ্দেশ্য, যা কিনা জয় বা পরাজয়ের চেয়ে বেশি কিছু।' তিনি আরও জানিয়েছেন, অক্টোবরের শুরুতে কলিঙ্গ স্টেডিয়ামের উদ্বোধন হওয়ার কথা। সেখানেই গানটি মুক্তি পাবে। ২৭ নভেম্বর বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান গানটি রহমান লাইভ পারফর্ম করবেন। এটিই হবে ওড়িশাতে রহমানের প্রথম অনুষ্ঠান।

ভারতে তৃতীয়বার

ভারতে তৃতীয়বার

ভূবনেশ্বরে ২০১৮ সালের পুরুষদের হকি বিশ্বকাপ শুরু হচ্ছে ২৮ নভেম্বর থেকে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। মোট ১৬টি দেশ অংশ নিচ্ছে ১৪তম হকি বিশ্বকাপে। এই নিয়ে তৃতীয়বার ভারতে এই টুর্নামেন্টের আয়োজন হচ্ছে। এর আগে ১৯৮২ সালে মুম্বইতে এবং ২০১০ সালে নয়া দিল্লিতে হয়েছিল পুরুষদের হকি বিশ্বকাপ।

English summary
AR Rahman and Gulzar are collaborating for the theme song of the Hockey Men's World Cup, Bhubaneswar 2018.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X