For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

#MeToo আন্দোলন: ঢুকল ভারতীয় ক্রিকেটেও! সাংবাদিককে বাড়িতে এনে প্যান্ট খুলে দাঁড়ালেন রাহুল

বিসিসিআই-এর সিইও রাহুল জোহরির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুললেন এক মহিলা সাংবাদিক।
 

  • |
Google Oneindia Bengali News

MeToo আন্দোলনের ঝড় এবার আছড়ে পড়ল ভারতীয় ক্রিকেট মহলেও। বিসিসিআইয়ের সিইও রাহুল জোহরির নামে যৌন হেনস্থার অভিযোগ আনলেন এক মহিলা সাংবাদিক।

তিনি অবশ্য নিজের পরিচয় গোপন রেখেছেন। তাঁর অভিযোগ এক ফেসবুক পোস্টের মাধ্যমে প্রকাশ্যে এনেছেন লেখিকা হারিন্ধ কাউর। কাউর জানিয়েছেন ঘটনার সময়ে রাহুলের স্ত্রী সীমা বাড়িতে ছিলেন না। সেই সুযোগেই ওই কাণ্ড ঘটান ২০১৬ সালে বিসিসিআইয়ের সিইও পদে বসা রাহুল জোহরি।

কাজের সূত্রে পরিচয়

কাজের সূত্রে পরিচয়

সেই সময় রাহুল একটি মিডিয়া হাউস তৈরি করছিলেন। সেই সূত্রেই ওই মহিলা সাংবাদিকের তাঁর সঙ্গে পরিচয় হয়েছিল। প্রায়শই বিভিন্ন পার্টিতে তাঁদের দেখা হত। এমনকী রাহুলের স্ত্রী ও সন্তানের সঙ্গেও ওই সাংবাদিকের ভাল আলাপ পরিচয় ছিল। নিজের বাড়িতে নৈশাহারেও তাঁদের নিমন্ত্রণ করেছিলেন।

একদিন, এক রেস্তোরাঁয় রাহুল বিভিন্ন কাজের অছিলায় ওই মহিলাকে ডাকেন। আলোচনা চলাকালীনই রাহুল সাংবাদিককে প্রস্তাব দেন তাঁর বাড়িতে যাওয়ার।

বাড়িতে এসেই প্যান্ট খুলে দাঁড়িয়ে পড়েন

বাড়িতে এসেই প্যান্ট খুলে দাঁড়িয়ে পড়েন

মহিলা সাংবাদিক ভেবেছিলেন রাহুলের স্ত্রী সীমা বাড়িতে থাকবেন। তাই আর কিছু না ভেবেই তিনি রাহুলের সঙ্গে তাঁর বাড়িতে আসেন। কিন্তু সেখানে সীমা ছিলেন না।

ওই মহিলা জল খেতে চেয়েছিলেন। রাহুল জল আনেন বেশ দেরি করে। মহিলা যখন জল খাচ্ছেন, তখনই হঠাত রাহুল তাঁর সামনে প্যান্ট খুলে উদোম হয়ে যান বলে অভিযোগ। ঘটনার আকস্মিকতায় মহিলা সাংবাদিক সেইসময় কোনও প্রতিক্রিয়াও জানাতে পারেননি বলে জানিয়েছেন।

তারপর যা হল শিউরে ওঠার মতো

তারপর যা হল শিউরে ওঠার মতো

এরপর ঘটনার বিস্তৃত যে বিবরণ ওই সাংবাদিক দিয়েছেন তা পড়লে শিউরে উঠতে হয়। ওই সাংবাদিক বলেছেন রাহুল জোর করে তাঁকে ওরাল সেক্সে বাধ্য করেন। তাঁর স্তন স্পর্শ করেন।

মহিলা সাংবাদিক জানিয়েছেন ঘটনায় তিনি এতটাই বিহ্বল হয়ে পড়েছিলেন যে গোটা সময়টায় তাঁর মাথায় কিছুই ঢুকছিল না যে কী ঘটছে।

#MeToo'ই জোগালো সাহস

#MeToo'ই জোগালো সাহস

শুধু তাই নয় ঘটনার পর তিনি এতদিন নিজেকেই দোষারোপ করে এসেছেন। যেরকমটা আমাদের দেশের লক্ষ লক্ষ নির্যাতিতাকে ভাবানো হয় সেভাবেই তাঁর মনে হয়েছিল তিনি নিজেই দোষী। তাঁরই কিছু খুঁত আছে। কিন্তু এখন যখন একের পর সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের মুখোশ খুলে যাচ্ছে তখনই তিনি এই ঘটনা ফাঁস করার সাহস পেয়েছেন।

রাহুলের প্রতিক্রিয়া

রাহুলের প্রতিক্রিয়া

রাহুল এই বিষয়ে এখনও পর্যন্ত মুখে রা'টি কাড়েনননি। কোনও প্রতিবাদ, মানহানির মামলার হুমকি - কিচ্ছু না। বোর্ডের কর্মকাণ্ড পিরচালনা থেকে স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট, দেশে ক্রিকেটের প্রসার ঘটানোর মতো দায়িত্ব রয়েছে তাঁর হাতে।

#MeToo আন্দোলন ভারতে সফল হবে না বলে অনেকেই প্রথমে মনে করেছিলেন। কিন্তু তনুশ্রী দত্ত নানা পাটেকরের বিরুদ্ধে মুখ খোলার পরই রোজই ভারতের নামজাদা একের পর এক ব্যক্তি কুকীর্তি সামনে আসছে। তবে সমাজের বিভিন্ন স্তরের মহিলারা বলছেন, এখনও অনেক বেড়াল ঝুলি থেকে বের হওয়া বাকি।

English summary
BCCI CEO Rahul Johri has been accused of sexual harassment by a journalist.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X