For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

#MeToo: ক্রমশ তলিয়ে যাচ্ছেন সিবিসিআই সিইও, আবারও যৌন হেনস্থার অভিযোগ রাহুলের বিরুদ্ধে

বিসিসিআই-এর সিইও রাহুল জোহরির বিরুদ্ধে আরও একটি যৌন হয়রানির অভিযোগ উঠলো।

  • |
Google Oneindia Bengali News

যৌন নিগ্রহের মামলায় আরও সমস্যায় ডুবে গেলেন বিসিসিআই সিইও রাহুল জোহরি। এবার মুম্বইয়ের প্রাক্তন রঞ্জি অধিনায়ক শিশির হাত্তাঙ্গাদি অভিযোগ করলেন তাঁর নামে। হাত্তাঙ্গাদি জানিয়েছেন, তাঁর এক বান্ধবীও বিসিসিআই-এর সিইও-এর যৌন নিগ্রহের শিকার হয়েছেন।

হাত্তাঙ্গাদি জানিয়েছেন তিনি ওই বান্ধবীকে সুপ্রিম কোর্ট নিযুক্ত ক্রিকেট প্রশাসনিক কমিটির কাছে বিষয়টি জানাবার পরামর্শ দিয়েছেন।

বোমা উদ্ধার

বোমা উদ্ধার

বিহারের পাটনা জেলার কঙ্করবাগ এলাকার একটি লজ থেকে পুলিস ১২ টি বোমা ও বিস্ফোরক উদ্ধার করেছে।

হাত্তাঙ্গাদির অভিযোগ

হাত্তাঙ্গাদির অভিযোগ

হাত্তাঙ্গাদি জানিয়েছএন, তাঁকে ফোন করে ওই নিগ্রহের বিষয়ে জানিয়েছিলেন তাঁর বান্ধবী। তাঁর পরামর্শ মতো বিসিসিআইয়ের ক্রিকেট প্রশাসনিক কমিটির কাছে ইতিমধ্যেই ইমেল করেছএন ওই মহিলা। তিনি আরও বলেছেন ঘটনার বিষয়ে প্রশাসনিক কমিটি যদি তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায়, তাহলে তিনি সাগ্রহে সাহায্য করবেন।

ইফতার

ইফতার

মধ্যপ্রদেশের রাজ্যপাল রাম নরেশ যাদব ভোপালে ইফতার পার্টির আয়োজন করেছেন।

এর আগের অভিযোগ

এর আগের অভিযোগ

দিন কয়েক আগেই প্রথমবার যৌন নিগ্রহের অভিযোগ উঠেছিল রাহুল জোহরির বিরুদ্ধে। পরিচয় গোপন রেখে এক মহিলা সাংবাদিক জানিয়েছিলেন কাজ দেওয়ার অছিলায় তাঁকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে তাঁকে হেনস্থা কহরেছিলেন রাহুল।

জওয়ানের প্রয়ান

জওয়ানের প্রয়ান

বারামুল্লায় পাক সেনাদের যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে হামলায় এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে। জামশেদপুরে পরিবারে শোকের ছায়া।

রাহুল জোহরি এখন কোথায়

রাহুল জোহরি এখন কোথায়

প্রথম অভিযোগ ওঠার পরই রাহুল জোহরি অনির্দিষ্টকালের জন্য ছুটিতে গিয়েছেন। এই বিষয়ে এখনও পর্যন্ত তিনি বা তাঁর পক্ষে কেউ কোনও মন্তব্য করেননি।

ইসরো

ইসরো

আজ ৫টি ব্রিটিশ ক্ষেপণাত্র উৎক্ষেপণ করবে ইসরো। উৎক্ষেপণের আগে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার দৃশ্য।

ডায়না এডুলোজির মত

ডায়না এডুলোজির মত

সুপ্রীম কোর্ট যে তিন সদস্যের ক্রিকেট প্রশাসনিক কমিটি গঠন করেছেন, তাঁর একজন হলেন ভারতের প্রাক্তন মহিলা জাতীয় দলের অধিনায়ক ডায়না এডুলোজি। জানা গিয়েছে বিসিসিআই সিইও-এর উপর এই রকম গুরুতর অভিযোগ ওঠার পর সঙ্গে সঙ্গেই তাঁকে বরখাস্ত করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁর সঙ্গে একমত হননি ক্রিকেট প্রশাসনিক কমিটির প্রধান বিনোদ রাই।

জলমগ্ন কলকাতা

জলমগ্ন কলকাতা

রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহরের বিভিন্ন এলাকা। আমহার্স্ট্র স্ট্রিট, কলেজ স্কোয়ার, এমজি রোড, পার্ক সার্কাস, যাদবপুর, হরিদেবপুর জলের তলায়। পুরসভার পরিষেবায় ক্ষুব্ধ নগরবাসী।

বিসিসিআই-এর পদক্ষেপ

বিসিসিআই-এর পদক্ষেপ

বিনোদ রাই রাহুলকে বরখাস্ত না করে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের জন্য তিন সদস্যের এক প্যানেল গঠন করেছেন। তাতে রয়েছেন এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রাকেশ শর্মা (চেয়ারম্যান), দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন বরখা সিং ও সিবিআই-এর প্রাক্তন ডিরেক্টর পি সি শর্মা। প্যানেলকে ১৫ দিনের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শিশুর মৃত্যু

শিশুর মৃত্যু

বৃষ্টির জলে ভেসে শিশুর মৃত্যু । ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটে। মায়ের সঙ্গে শুয়েছিল শিশুটি। পরে বিধানসরণীতে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় তাকে। মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

ছবিটি প্রতীকী।

মোদী-শরিফ বৈঠক

মোদী-শরিফ বৈঠক

ব্রিকস সম্মেলনের মাঝে ঘণ্টাখানেক বৈঠক সারলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

বাংলাদেশে মৃত ২২

বাংলাদেশে মৃত ২২

রমজানের মাঝেই জাকাতের কাপড় দেওয়াকে কেন্দ্র করে একটি মর্মান্তিক ঘটনায় পদদলিত হয়ে মৃত্যু হল ২২ জনের। এর মধ্যে ২১ জন মহিলা ও ১ টি শিশু রয়েছে।

মমতাকে ইফতারে আমন্ত্রণ সনিয়ার

মমতাকে ইফতারে আমন্ত্রণ সনিয়ার

আগামী ১৩ তারিখ ইফতার উপলক্ষ্যে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। আমন্ত্রণ গ্রহণ মমতার।

বন্ধ অমরনাথ যাত্রা

বন্ধ অমরনাথ যাত্রা

প্রবল বৃষ্টি এবং ধসের জেরে আপাতত বন্ধ অমরনাথ যাত্রা। বৃহস্পতিবার কয়েক ঘণ্টার জন্য খুললেও রাতভর প্রবল বৃষ্টির জেরে এদিন বন্ধ রাখা হয়েছে যাত্রা।

পাকিস্তান যাবেন প্রধানমন্ত্রী

পাকিস্তান যাবেন প্রধানমন্ত্রী

আগামী বছর সার্ক সম্মেলনে যোগ দিতে পাকিস্তান যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সন্ত্রাসদমন ও শান্তি প্রক্রিয়া স্থাপন করতে দুই দেশের প্রধানমন্ত্রীর ঘণ্টাখানেক কথোপকথন হয়।

English summary
BCCI CEO Rahul Johri has been accused yet another sexual harassment case.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X