For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিত ধামাকায় বেলাইন চেন্নাই এক্সপ্রেস

এখনও তাঁর দল মুম্বই ইডিয়ান্স ভাল মতো লড়াইয়ে রয়েছে চলতি আইপিএলে, জানিয়ে দিলেন ম্যাচের সেরা রোহিত শর্মা। শনিবার চেন্নাইয়ের বিরুদ্ধে ৮ উইকেটে ম্য়াচ জিতে নেয় মুম্বই। গোটা দলের পারফরম্য়ান্সে খুশি রোহিত।

  • By Koushik Chakraborty
  • |
Google Oneindia Bengali News

মাস্ট উইন ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে জয় এনে দিয়ে ম্যাচের সেরা রোহিত শর্মা ফের এক বার প্রমাণ করে দিলেন, তিনি বেশ ভাল মতোই বোঝেন নিজের কাজ। চলতি আইপিএলে একে বারেই ভাল ছন্দে পাওয়া যাচ্ছিল না গত বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে।

রোহিত ধামাকায় বেলাইন চেন্নাই এক্সপ্রেস

অধিনায়ক হিসেবে দলের ব্যর্থতার সব দায়ই এসে পড়ছিল তাঁর কাঁধে। মুম্বই অধিনায়কের সমালোচনাও হচ্ছিল বিভিন্ন জায়গায়। এর পাশাপাশি রোহিতের উপর চাপ বাড়িয়ে দিয়েছিল গৌতম গম্ভীরের দিল্লি অধিনায়কের পদ থেকে পদত্যাগ।

প্রশ্ন উঠে গিয়েছিল তবে কী এবার গম্ভীরের পথই অনুসরণ করবেন রোহিত?
অবশেষে নিজের খেলা দিয়ে সব বিতর্ক এবং সমালোচনাকে গ্যালারির বাইরে নিয়ে ফেললেন রোহিত। লিগ টেবিলের শীর্ষ স্থানে থাকা চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩৩ বলে ৫৬ রানের ইনিংস খেলে জেতালেন নিজের দলকে। এটিই তাঁর চলতি মরসুমে দ্বিতীয় সর্বোচ্চ রান।

চেন্নাইয়ের বিরুদ্ধে খেলা রোহিতের ইনিংসটি সাজানো ছিল ছ'টি চার এবং দু'টি ছয় দিয়ে। দলকে ম্য়াচ জিতিয়ে তিনি যখন মাঠ ছাড়েন তখন তাঁর স্ট্রাইক রেট ১৬৯.৭০।

এ দিন ম্যাচ শেষে ম্যাচের সেরার পুরস্কার হাতে মুম্বই অধিনায়ক বলেন, 'এখনও ভাল মতো লড়াইয়ে আছি আমরা। এই ম্যাচটা জেতার জন্য গোটা দল মরিয়া ছিল। তবে, মরিয়া থাকলেও নিজেদের মাথা ঠান্ডা রেখেছি। কারণ উত্তেজনায় ভুল সিদ্ধান্ত নিলে সেটা দলের বিপক্ষেই যেত। গোটা টুর্নামেন্টেই আমরা ভাল খেলছি। কিন্তু গত ম্যাচগুলিতে শেষটা ভাল হচ্ছিল না। আজ ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং প্রতিটি বিভাগেই দল ভাল পারফর্ম করেছে। এই জয় পরবর্তী ম্যাচগুলিতে ভাল খেলতে আত্মবিশ্বাস জোগাবে।'

এ দিন প্রথম দলে পোলার্ডকে না খেলানো নিয়েও নিজের মত জানান রোহিত । তিনি বলেন, 'অধিনায়ক হিসেবে আমার পক্ষে এটা বোঝা সব থেকে জরুরি দলের জন্য কোন কম্বিনেশনটা জরুরি। পোলার্ডকে এই ম্যাচে প্রথম একাদশের বাইরে রাখার সিদ্ধান্তটা সত্যিই খুব কঠিন ছিল। দলকে বহু ম্যাচ জিতিয়েছে ও। এখনও পোলার্ড আমাদের ম্যাচ উইনার।'

এখনও পর্যন্ত এই আইপিএলে দু'টি ম্যাচ জিতেছে মুম্বই। আর সেই দু'টি ম্যাচেরই সেরা রোহিত।

English summary
MI skipper Rohit Sharma says his team is still very much alive in IPL 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X