For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউজিল্যান্ডে কি সফল হবেন 'টেস্ট ওপেনার' রোহিত?, মত প্রকাশ মাইক হেসনের

Google Oneindia Bengali News

দুর্দান্ত ফর্মে আছেন ভারতের ভাইস ক্যাপ্টেন রোহিত শর্মা। আসন্ন নিউজিল্যান্ড সফরে শিখর না থাকায় ওপেনিংয়ে দলকে ভালো একটি সূচনা দেওয়ার গুরুদায়িত্ব এখন তাঁরই কাঁধে। হ্যাঁ, কেএল রাহুলও রয়েছেন। টেস্টে ময়ঙ্ক আগরওয়ালও রয়েছেন। দলে সুযোগ পেয়েছেন পৃথ্বী শ। তবে তাও রোহিতের উপর ভরসা আর প্রত্যাশার চাপ থাকবে অনেকটাই বেশি। আর সেই চাপ রোহিত কী ভাবে সামলান তাই দেখতে মুখিয়ে রয়েছে প্রাক্তন কিউয়ি কোচ মাইক হেসেন।

৪৫ বছর বয়সী হেসেন এই বিষয়ে একটি সর্ব ভারতীয় সংবাদপত্রকে জানান, নিউজিল্যান্ডে শুধুমাত্র প্রত্যাশার চাপ নয়, সফররত ব্যাটসম্যানের সামলাতে হয় সেখানকার পিচ, আবহাওয়া ও পরিস্থিতিও।

দেশের মাটিতে নিউজিল্যান্ডকে হারানো কঠিন

দেশের মাটিতে নিউজিল্যান্ডকে হারানো কঠিন

মাইক হেসনকে নিউজিল্যান্ড ও ভারত, দুই দলের মধ্যে তুলনা টানতে বলা হলে তিনি বলেন, 'দেশের মাটিতে নিউজিল্যান্ডকে হারানো এমনিতে খুব কঠিন কাজ। সাম্প্রতিক রেকর্ড দেখলেই তা জানা যায়। তবে নিউডিল্যান্ডের পরিস্থিতিতে ভালো খেলার জন্যে ভারতের কাছে প্রয়োজনীয় বোলিং আক্রমণ রয়েছে। ২০১৪ সালে ভারত যখন নিউজিল্যান্ডের সঙ্গে শেষ বারের মতো টেস্ট খেলে তার থেকে এখনকার বোলাররা নিউজিল্যান্ডে খেলার জন্যে বেশি তৈরি। তাই আমার মনে হয় সমানে সমানেই লড়াই হবে।'

ট্রেন্ট বোল্ট বনাম রোহিত শর্মার লড়াই হবে মুখরোচক

ট্রেন্ট বোল্ট বনাম রোহিত শর্মার লড়াই হবে মুখরোচক

এদিকে হেসনের মতে সিরিজে নির্ণায়ক ভূমিকা নেওয়ার মতো খেলোয়াড় হয়ে উঠতে পারেন ট্রেন্ট বোল্ট ও রোহিত শর্মা। তিনি বলেন, 'এক দিবসীয় ম্যাচগুলিতে ট্রেন্ট বোল্ট বনাম রোহিত শর্মার লড়াই খুবই মুখরোচক হতে চলেছে। এছাড়া নিউজিল্যান্ডের মিডল অর্ডারের লেগ স্পিনের প্রতি একটু দুর্বলতা রয়েছে। সেই ক্ষেত্রে কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চহ্বালকে মুখ্য ভূমিকায় দেখা যেতে পারে।'

নিউজিল্যান্ডে টেস্টেও ভয়ানক হয়ে উঠবেন রোহিত?

নিউজিল্যান্ডে টেস্টেও ভয়ানক হয়ে উঠবেন রোহিত?

ওডিআইতে বর্তমানে বিশ্বের সেরা খেলোয়াড়দের তালিকায় প্রথম সারিতে রয়েছেন রোহিত। সম্প্রতী একদিবসীয় ম্যাচের জন্যে আইসিসি-র তরফে বর্ষসেরা পুরস্কারও পান রোহিত। টেস্টেও ওপেন করতে নেমে সেই একই ফর্ম ধরে রেখে দলকে ভরসা যুগিয়েছেন হিটম্যান। তবে নিউজিল্যান্ডে টেস্টে ওপেন করে কতটা সাফল্য পাবেন রোহিত। রয়েছে কিছুটা সংশয়।

বল সুইং করলে সমস্যায় পড়বেন রোহিত

বল সুইং করলে সমস্যায় পড়বেন রোহিত

এই বিষয়ে মাইক বলেন, 'যদি বল সুইং করে তবে অবশ্যই রোহিত একটু সমস্যায় পড়বেন। রোহিতকে সেই সময় শুধু একটু নিজের শরীরের কাছাকাছি খেলতে হবে ও বাইরের বলগুলি ছাড়তে হবে। ও যেভাবে টাইমিং নির্ভর ব্যাট করে সেটাই ওকে করতে হবে। বেশি জোরে মারতে গেলে আউট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। যদি এই জিনিসগুলি ও করতে পারে তবে আমার মনে হয় নিউজিল্যান্ডে ও ব্যাট করে মজা পাবে ও সাফল্য ও পাবে।'

English summary
mike hesson keen to see rohit play in new zealand as a test opener
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X