For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তান ক্রিকেট দলের কোচ ও প্রধান নির্বাচক মিসবা-উল-হক, বোলিং কোচ ওয়াকার ইউনুস

কার্যত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ইচ্ছাতেই মিসবা-উল-হককে সে দেশের ক্রিকেট দলের কোচ তথা প্রধান নির্বাচক করা হল।

  • |
Google Oneindia Bengali News

কার্যত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ইচ্ছাতেই মিসবা-উল-হককে সে দেশের ক্রিকেট দলের কোচ তথা প্রধান নির্বাচক করা হল। একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচ পদে দেশের প্রাক্তন অধিনায়ক তথা পেস ব্যাটারি ওয়াকার ইউনুসকেই বেছে নিয়েছে পিসিবি।

মিসবার নির্বাচন

মিসবার নির্বাচন

পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ পদে চাকরির জন্য দেশ-বিদেশ থেকে আবেদন জমা পড়ে। কিন্তু দীর্ঘদিনের জল্পনা সত্যি করে মিসবাকেই সরফরাজ আহমেদদের প্রধান কোচ ও নির্বাচক বেছেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইন্তিখাব আলম, প্রাক্তন ক্রিকেটার বাজিদ খান, বোর্ড অফ গভর্নরস আসাদ আলি খান, পিসিবি-র চিফ এগজিকিউটিভ ওয়াসিম খান, পিসিবি-র ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট ডিরেক্টর জাকির খান ছিলেন নির্বাচকদের প্যানেলে।

মিসবার চুক্তি

মিসবার চুক্তি

তিন বছরের জন্য পাকিস্তান ক্রিকেট দলের দায়িত্ব দেওয়া হয়েছে মিসবা-উল-হকের হাতে। ঘরের মাঠে ২৭ সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হতে চলা ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়েই সরফরাজ আহমেদদের কোচ হিসেবে অভিযান শুরু করবেন মিসবা।

কেন মিসবা

কেন মিসবা

২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত সব ফর্ম্যাটে পাকিস্তান ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন মিসবা। তাঁর অধিনায়কত্বে পাক দল সবচেয়ে সফল হয়েছে বলে জানাচ্ছেন পরিসংখ্যানবিদরা। কোচ হিসেবেও মিসবা পাকিস্তান দলকে গর্ত থেকে টেনে তুলবেন বলে বিশ্বাস করে পিসিবি। ২০১৬ সালে মিসবার নেতৃত্বেই টেস্টে এক নম্বর দেশ হয় পাকিস্তান।

ইমরানের সমর্থন

ইমরানের সমর্থন

একটা সূত্রের দাবি, পাকিস্তানের প্রধানমন্ত্রী তথা পিসিবি-র পাটরোন-ইন-চিফ ইমরান খানের হাত রয়েছে মিসবা উল হকের মাথায়। মিসবার মাধ্যমে বকলমে তিনি পাকিস্তান ক্রিকেট দলের উপর প্রাধান্য বিস্তার করতে চাইছেন বলে একটা সূত্রের তরফে দাবি করা হয়েছে।

বোলিং কোচ ওয়াকার

বোলিং কোচ ওয়াকার

তিন বছরের চুক্তিতে পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচ নির্বাচিত হয়েছেন সে দেশের প্রাক্তন অধিনায়ক তথা পেস ব্যাটারি ওয়াকার ইউনুস। ২০১৪-র মে থেকে ২০১৬-র এপ্রিল পর্যন্ত পাক ক্রিকেট দলের প্রধান কোচ ছিলেন ওয়াকার। সেই সময় দলের অধিনায়ক ছিলেন মিসবা-উল-হক। আরও একবার দু-জনের জুটি পাকিস্তান ক্রিকেট দলকে গর্ত থেকে বের করতে পারে কিনা, তা দেখার।

 মিসবার প্রতিক্রিয়া

মিসবার প্রতিক্রিয়া

মিসবা-উল-হক জানেন যে তাঁর ওপর প্রত্যাশার চাপ অনেক বেশি। তা সত্ত্বেও এই নতুন চ্যালেঞ্জ নিতে তিনি তৈরি বলেই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। পাকিস্তানে বহু তরুণ ও প্রতিভাধর ক্রিকেটার আছেন। তাঁদের আলোয় এনে পাকিস্তান ক্রিকেটের উন্নতি ঘটানোই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন মিসবা। আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্য পেতে দলের সাজঘরের পরিবেশে বদল ঘটানো প্রয়োজন বলেও মনে করেন পাকিস্তানের নতুন কোচ ও প্রধান নির্বাচক। একই সঙ্গে লেজেন্ড ওয়াকার ইউনুসের সঙ্গে কাজ করতে তিনি মুখিয়ে আছেন বলেও জানিয়েছেন মিসবা।

English summary
Misbah-ul-Haq appionted as head coach and chief selector of Pakistan Cricket Team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X