For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেঁচো খুঁড়তে কেউটে! শুধু মিতালী নয়, প্রশাসনিক কমিটির খাঁড়া নেমে এসেছিল ধোনির উপরেও

দল নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিসিসিআইকে মিতালি রাজের পত্রাঘাতের পর এক রিপোর্টে প্রকাশিত হয়েছে ক্রিকেট প্রশাসনিক কমিটি এমএস ধোনিকেও অধিনায়কত্বের ভার দিতে অস্বীকার করেছিলেন।

  • |
Google Oneindia Bengali News

একটা মিতালী রাজ বিতর্কে একের পর এক কেউটে বেরিয়ে আসছে। জানা যাচ্ছে পর্দার পিছনের বহু কালো অধ্যায়। মিতালি রাজ বিতর্কে প্রথমে ক্রিকেট বিসিসিআই-এর ক্রিকেট প্রশাসনিক কমিটির সদস্য ডায়া এডুলজি দাবি করেছিলেন তাঁরা দলের নির্বাচনের বিষয়ে হস্তক্ষেপ করতে চান না।

এরপরেই বিসিসিআইকে লেখা মিতালীর বিস্ফোরক ইমেলে মিতালী অভিযোগ করেছেন ডায়না এডুলজি দল নির্বাচনে শুধু হস্তক্ষেপ নয়, রীতিমতো পক্ষপাতিত্বও করেছেন। এবার সেই সূত্র ধরেই জানা গেল শুধু মিতালী নয়, এমএস ধোনির উপরও নেমে এসেছিল সিওএ-এর খাঁড়া। তাঁকে অধিনায়ক করা নিয়ে ঘোর আপত্তি জানিয়েছিলেন তাঁরা।

হ্যালো ম্যাগাজিনের কভারে

হ্যালো ম্যাগাজিনের কভারে

হ্যালো ম্যাগাজিনের কভারে এভাবেই ধরা দিয়েছেন ঐশ্বর্য।

অধিনায়ক হিসাবে আরও একবার ধোনি

অধিনায়ক হিসাবে আরও একবার ধোনি

গত সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ ২০১৮-এর সুপার ফোর পর্যায়ে আগদেই ফাইনালে উঠে যাওয়ায়, আফগানিস্তান ম্যাচে বিশ্রাম দেওযা হয়েছিল দলের অধিনাক রোহিত শর্মা ও সহঅধিনায়ক শিখর ধাওয়ানকে। ফলে সেই ম্যাচে অধিনায়কত্বের ভার তুলে দেওয়া হয় ধোনির হাতে। অধিনায়ক হিসাবে ধোনির অভিজ্ঞতা নিয়ে কোনও প্রশ্নই নেই, সেই সঙ্গে তাঁকে সম্মান প্রদর্শনের জন্যই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যার ফলে ২০০টি ম্যাচে ভারতের হয়ে অধিনায়কত্ব করার রেকর্ড করেছিলেন তিনি।

শো-স্টপার ঐশ্বর্য

শো-স্টপার ঐশ্বর্য

ডিজাইনার মনীশ মালহোত্রার তৈরি পোশাকে সকলকে মাত করছেন ঐশ্বর্য।

সিওএ-এর আপত্তি

সিওএ-এর আপত্তি

এশিয়া কাপের পরই শোনা গিয়েছিল ধোনিকে অধিনায়ক করাটা বিসিসিআই-এর কর্তাদের কারোর কারোর পছন্দ হয়নি। কিন্তু মিতালী বিতর্কের পর, কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসার মতোই জানা গিয়েছে, শুধু অপছন্দ করাই নয়, বিসিসিআই-এর ক্রিকেট প্রশাসনিক কমিটির একজন রীতিমতো ধোনিকে অধিনায়ক না করার জন্য টিম ম্যানেজমেন্টের উপর চাপও দিযেছিলেন। সিবিসিআই-এর এক সূত্র জানিয়েছে, তাঁর মত ছিল ধোনির বদলে দলের তারপরে যিনি সিনির তাঁকে অধিনায়ক করা হোক। ধোনিকে ক্যাপ্টেন করাটা পিছিয়ে যাওয়ার সামিল।

মনীশের সঙ্গে

মনীশের সঙ্গে

অভিনেত্রী অদিতি, সোফি ও ডিজাইনার মনীশের সঙ্গে ঐশ্বর্য।

হাস্যকর দাবি

হাস্যকর দাবি

ওই সূত্র জানিয়েছে, ডায়না এডুলজি যে সংবাদমাধ্যমের কাছে দাবি করেছিলেন তাঁরা দল নির্বাচনে নাক গলান না, সেই দাবি হাস্যকর। কারণ, শুধু মেয়েদের ক্রিকেটেই নয়, ধোনির ঘটনায় প্রমাণিত পুরুষদের ক্রিকেটেও দল নির্বাচনের বিষয়ে নিয়মিত হস্তক্ষেপ করে থাকে সিওএ।

হার্পার বাজার ম্যাগাজিনে

হার্পার বাজার ম্যাগাজিনে

সম্প্রতি হার্পার বাজার ম্যাগাজিনের কভারের জন্য তোলা মোহময়ী ঐশ্বর্যের ঝলক।

মিতালীর অভিযোগ

মিতালীর অভিযোগ

ক্রিকেট প্রশাসনিক কমিটির সদস্য তথা ভারতের প্রাক্তন মহিলা ক্যাপ্টেন ডায়না এডুলজির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন মিতালী রাজ। তিনি জানান ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরার পরই, রমেশ পাওয়ার তাঁকে কিভাবে নাকাল করেছেন, তা বিস্তারিত ভাবে ডায়নাকে জানিয়েছিলেন তিনি। সব জেনেশুনেই রমেশকে কার্যত সমর্থন জানিয়েছেন ডায়না, বলে অভিযোগ মিতালীর। জানান আসলে ডায়নারও দলের কারোর কারোর প্রতি পক্ষপাত রয়েছে।

ফ্যাশন শোয়ে

ফ্যাশন শোয়ে

ডিজাইনার মনীশ মালহোত্রার আমন্ত্রণে ফ্যাশন শোয়ে তাঁর সঙ্গে পোজ।

হ্যালো ম্যাগাজিন

হ্যালো ম্যাগাজিন

পুরনো হ্যালো ম্যাগাজিনের কভারে ঐশ্বর্য রাই বচ্চন।

ফ্যাশন শোয়ে

ফ্যাশন শোয়ে

ডিজাইনার মনীশ মালহোত্রার আমন্ত্রণে ফ্যাশন শোয়ে তাঁর সঙ্গে পোজ।

English summary
After Mithali Raj's scathing letter to the BCCI on team selection issues, a report claims that MS Dhoni was refused captaincy by CoA.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X