For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিতালি রাজ বিতর্ক: একনজরে দেখে নিন কোথাকার জল কোথায় গড়ালো

আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপে মিতালি রাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যে বিতর্ক তা এখন আর ড্রেসিংরুমের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ নেই। এই বিতর্কে এখন ক্রীড়াজগতে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

  • |
Google Oneindia Bengali News

আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপে মিতালি রাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যে বিতর্ক তা এখন আর ড্রেসিংরুমের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ নেই। এই বিতর্কে এখন ক্রীড়াজগতে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। ২২ নভেম্বর ঘটনার সূত্রপাত তারপর থেকে ক্রমেই এই বিতর্কের ঝড়ের গতি বেড়েছে।

হারের পরেও ওই সিদ্ধান্তকে হরমনপ্রিতের সমর্থন দিয়ে শুরু হয়েছিল এই নাটকের। এরপর ইমেল ফাঁস, দোষারোপ, পাল্টা দোষারোপ, এমনকী ঘটনায় জড়িয়ে গিয়েছে বিসিসিআই-এর ক্রিকেট প্রশাসনিক কমিটির সদস্য ডায়না এডুলজির নাম পর্যন্ত। একনজরে দেখে নেওয়া যাক কার্যত থ্রিলারে পরিণত হওয়া এই বিতর্কের ঘটনাক্রম।

বীরভূম

বীরভূম

বীরভূমের মীরাটি গ্রাম জলমগ্ন। জল ভেঙেই যাতায়াত করতে হচ্ছে শিশু থেকে বৃদ্ধকে।

নভেম্বর ২২

নভেম্বর ২২

এইদিনই এই বিতর্কের সূত্রপাত। মিতালিকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপের ম্যাচে জয়ী হওয়ার পর সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেও প্রথম একাদশ অপরিবর্তিত রাখে ভারত। ম্যাচে ৮৯/২ থেকে ব্যাটিং ব্যর্থতায় ১১২ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত। শেষ পর্যন্ত ৮ উইকেটে হারতে হয় হরমনপ্রিত-বাহিনীকে। ম্যাচের পর অধিনায়িকা এই প্রসঙ্গে বলে বসেন, 'সব সিদ্ধান্তই দলের স্বার্থে নেওয়া হয়েছিল। তার কিছু কাজ করেছে, কিছু করেনি। এনিয়ে কোনও আক্ষেপ নেই।'

নদিয়া

নদিয়া

মায়াপুরের ইস্কন মন্দিরের সামনে জলে থৈ থৈ। নৌকা করে বিদেশী ভক্তদের পারাপার করানো হচ্ছে।

নভেম্বর ২৩

নভেম্বর ২৩

এরপরদিনই সোশ্যাল মিডিয়ায় মিতালির ম্যানেজার অন্নিশা গুপ্তার পোস্টে ঘটনা অলাদা মাত্রা পেতে শুরু করে। তিনি অভিযোগ করেন, ভারতের মহিলা দল রাজনীতিতে বিশ্বাস করে, খেলায় নয়। তিনি জানান, মিতালি রাজের অভিজ্ঞতা কী করতে পারে, ভারত বনাম আয়ারল্যান্ড ম্যাচেই তা দেখা গিয়েছিল। কিন্তু তারপরও মিতালিকে বাদ দেওয়া হয় স্রেফ হরমনপ্রিতকে খুশি করার জন্যই। ভারতের টি২০ অধিনায়িকাকে তিনি, 'ম্যানুপুলেটিভ, মিথ্যাবাদি, অপরিপক্ক, অযোগ্য অধিনায়ক' বলেন।

কলকাতা

কলকাতা

কলকাতার জলমগ্ন রাস্তায় এক মহিলার গায়ে ভর দিয়ে রাস্তা পার করছে একটি রাস্তার কুকুর।

নভেম্বর ২৫

নভেম্বর ২৫

বিতর্ক নিয়ে প্রথমবার মুখ খোলেন বিসিসিআই ক্রিকেট প্রশাসনিক কমিটির প্রধান বিনোদ রাই। তিনি জানান এই নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলবেন তিনি ও ডায়না এডুলজি। এই বিষয়ে মিডিয়ার সামনে বিবৃতি না দেওয়ার আর্জিও জানান তিনি।

কলকাতা

কলকাতা

কলকাতার একটি দোকানে জল ঢুকে গিয়েছে। দোকানের মালিক জল ঝাঁটার সাহায়্যে দোকান থেকে বের করছেন।

নভেম্বর ২৬

নভেম্বর ২৬

এর পরদিনই অবশ্য বিনোদ রাই-এর কথা উড়িয়ে দিয়ে সিওএ-এর অপর সদস্য এডুলজি জানান, এই বিষয়টি দল নির্বাচনের বিষয় কাজই তা ক্রিকেট প্রশাসনিক কমিটির এক্তিয়ারের বাইরের বিষয়। এই বিষয়ে কমিটি নাক গলাবে না।

হাওড়া

হাওড়া

হাওড়া জগৎবল্লভপুরের হাওড়া-আমতা হাইওয়ে রোডও জলের তলায়।

নভেম্বর ২৭

নভেম্বর ২৭

এই বিতর্ক নিয়ে বিসিসিআই সিইও রাহুল জোহরি ও ক্রিকেট অপারেশনস-এর জেনারেল ম্যানেজার সাবা করিমকে পাঠানো মিতালি রাজের ইমেল ফাঁস হয়ে যায়। সেখানে মিতালি ডায়না এডুলজির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তিনি এবং কোচ রমেশ পাওয়ার টি২০ বিশ্বকাপ চলাকালীন কীভাবে তাঁকে লাগাতার অপমান করে গিয়েছেন তার সবিস্তার বিবরণ দেন।

বর্ধমান

বর্ধমান

বর্ধমানের একটি বাড়ির ভিতরে বৃষ্টির জেরে জল জমেছে। মহিলা ওই জল বাড়ি থেকে বের করার চেষ্টা করছেন।

নভেম্বর ২৮

নভেম্বর ২৮

এশিয়া কাপের পর ভারতীয় মহিলা দলের কোচের পদ থেকে সরতে হয়েছিল তুষাড় আরোথে। তিনিও এই বিতর্কে মুখ খুলে মিতালির সঙ্গে হরমনপ্রিত ও ডায়না এডুলজির আচরণের তীব্র নিন্দা করেছেন।

পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানা জলে ডুবে গিয়েছে। থানার সামনে এক কোমর জল।

হাওড়া

হাওড়া

হাওড়ায় রাস্তার জল পেরিয়েই কাজে যাচ্ছেন অনেকে, কলেজের উদ্দেশ্যে পড়ুয়ারা।

কলকাতা

কলকাতা

রবিবার ছুটির দিনের রাস্তার জলা জমেই পাড়ার ছেলেদের উদ্দম উচ্ছ্বাস। ছুটির দিনে জমা জলেই দাপিয়ে চলছে খেলাধূলা।

কলকাতা

কলকাতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা কালীঘাটও ছা়ড় পায়নি। জলে ডুবে রয়েছে বিস্তীর্ণ এলাকা।

মুর্শিদাবাদ

মুর্শিদাবাদ

রান্নার বড় বড় কড়াই এখন ছোট শিশুদের ভেলা। মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতিতে সে চিত্রই ধরা পড়ল।

হাওড়া

হাওড়া

জলে ভেসে গিয়েছে এলাকা, তাই ভেলায় চেপে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন বাসিন্দারা।

পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর

শালবনীর কাছে ৬০ নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত বন্যার জেরে।

English summary
Mithali Raj controversy: A timeline of events that unfolded
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X