For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যাসেজ সিরিজে শুনতে হয়েছিল 'ওসামা' ডাক! গুরুতর অভিযোগ ইংরেজ ক্রিকেটারর মঈন আলির

মঈন আলি তাঁর আত্মজীবনীতে জানিয়েছেন যে ২০১৫ সালের অ্যাশেজ সিরিজের সময় এক অস্ট্রেলিয় ক্রিকেটার তাঁকে 'ওসামা' বলে ডেকেছিলেন। 

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয় ক্রিকেটারদের বিরুদ্ধে তাঁকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্য করার গুরুতর অভিযোগ করলেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি। সদ্য সমাপ্ত ইংল্যান্ড-ভারত সিরিজে দলে ফিরে এসেই দারুন পারফর্ম করেছেন মঈন। 'দ্য টাইমস' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত আত্মজীবনিতে মঈন জানিয়েছেন ২০১৫ অ্যাসেজ সিরিজ চলাকালীন এক অস্ট্রেলিয় ক্রিকেটার তাঁকে 'ওসামা' বলে ডেকেছিলেন।

অ্যাসেজ সিরিজে শুনতে হয়েছিল ওসামা ডাক!

৩১ বছরের ইংরেজ অরাউন্ডার জানিয়েছেন, ব্যক্তিগত পারফরম্যান্সের নিরিখে ২০১৫ সালে ইংল্য়ান্ডের মাটিতে হওয়া ওই অ্যাশেজ সিরিজ তাঁর জন্য খুবই ভাল গিয়েছিল। কিন্তু একটি দুঃখনক ঘটনা তাঁকে ওই সিরিজে অত্যন্ত রাগিয়ে দিয়েছিল। ক্রিকেট মাঠে তিনি কোনওদিন অতটা রেগে যাননি বলে জানিয়েছেন তিনি।

ওই অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট হয়েছিল কার্ডিফে। সেখানে তিনি আট নম্বরে নেমে ব্যাটে গুরুত্বপূর্ণ ৭৭ রান যোগ করেছিলেন। সেই সঙ্গে বল করে তুলে নিয়েছিলেন ৫টি উইকেট। কিন্তু ওই ম্যাচেই তাঁকে ওসামা বিন লাদেনের নাম ধরে ডেকেছিলেন এক অস্ট্রেলিয় ক্রিকেটার বলে দাবি করেছেন মঈন।

তিনি জানিয়েছেন ওই ক্রিকেটারের মুখে ওই কথা শুনে তিনি রাগে লাল হয়ে গিয়েছিলেন। তিনি পরে দলের এক দুজনকে বিষয়টা জানিয়েওছিলেন। সেই কথা পৌঁছেছিল ইংল্যান্ডের কোচ ট্রেভর বেলিসের কানেও। বেলিস তা জানিয়েছিলেন অস্ট্রেলিয় কোচ ডারেল লেম্য়ানকে।

লেম্যান ওই অস্ট্রেলিয় ক্রিকেটারকে ডেকে ওই বিষয়ে জিজ্ঞাসাবাদও করেছিলেন। কিন্তু সে নাকি তখন তা অস্বীকার করে জালিয়েছিল, 'ওসামা' নয়, মঈনকে মাঠে তিনি 'পার্টটাইমার' বলেছিলেন। আত্মজীবনিতে মঈন জানিয়েছেন সেই কথা মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না। কিন্তু 'পার্টটাইমার' আর 'ওসামা' এই কথাদুটি এতটাই আলাদা যে তাদের মধ্যে গুলিয়ে যাওয়াটা অসম্ভব।

অস্ট্রেলিয় ক্রিকেট দলের বিরুদ্ধেই তিনি পছন্দ করেন না বলে জানিয়েছেন তিনি। কারণ অস্ট্রেলিয়া দল অন্য খেলোয়াড়দের সম্মান করে না। তিনি আরও জানিয়েছেন সেই কারনেই বল বিকৃতির দায়ে প্রাক্তন অস্ট্রেলিয় অধিনায়ক স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট নির্বাসিত হলেও তাঁদের প্রতি কোনও রকম সহানুভূতি নেই তাঁর মনে।

English summary
Moeen Ali has revealed in his autobiography that he was called 'Osama' by an Australian cricketer during Ashes 2015.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X