For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পজিটিভ, নেগেটিভ! করোনা রিপোর্ট নিয়ে নাটকের পর হাফিজ কি ইংল্যান্ড যাচ্ছেন?

পজিটিভ, নেগেটিভ! করোনা রিপোর্ট নিয়ে নাটকের পর হাফিজ কি ইংল্যান্ড যাচ্ছেন?

  • |
Google Oneindia Bengali News

করোনা রিপোর্ট ঘিরে পাকিস্তান ক্রিকেটে নাটকীয় পরিস্থিতি। ৩০ জুলাই থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে সফর শুরু করছে পাকিস্তান। ইতিমধ্যে সেকারণে ইংল্যান্ডে দল পাঠানোর আগে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়েছিল। সেই রিপোর্টের ফল নিয়ে বিতর্ক তৈরি হয়।

মহম্মদ হাফিজের রিপোর্ট ঘিরে নাটক

মহম্মদ হাফিজের রিপোর্ট ঘিরে নাটক

প্রথমে পিসিবিতে মহম্মদ হাফিজের করোনা রিপোর্ট পজিটিভ আসে। শরীরে সংক্রমণের কোনও উপসর্গ না থাকার কারণে হাফিজ ব্য়ক্তিগতভাবে আলাদা করোনা পরীক্ষা করান। সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।

পিসিবিতে হাফিজের দ্বিতীয়বার করোনা পরীক্ষার রিপোর্ট

পিসিবিতে হাফিজের দ্বিতীয়বার করোনা পরীক্ষার রিপোর্ট

হাফিজের ব্য়ক্তিগত করোনা রিপোর্টে করোনা নেগেটিভ আসার পর, পিসিবি হাফিজের আলাদা করে করোনা পরীক্ষা করানো নিয়ে সমালোচনা করে। এরপর প্রথবার রিপোর্ট পজিটিভ আসা ক্রিকেটারদের পিসিবি ফের করোনা পরীক্ষা করিয়েছে। সেই রিপোর্ট সম্প্রতি হাতে আসার পর মহম্মদ হাফিজের রিপোর্ট নেগেটিভ এসেছে। তিন দিনের ব্যবধানে হাফিজের দুবার করোনা পরীক্ষা হল। দুই রিপোর্টেই তার করোনা নেগেটিভ এসেছে।

হাফিজ কি ইংল্যান্ড যাচ্ছেন?

হাফিজ কি ইংল্যান্ড যাচ্ছেন?

ফরহর জামান, মহম্মদ হাসনাইন, মহম্মদ হাফিজ, মহম্মদ রিজওয়ান, শাবাদ খান, ওয়াহাব রিয়াদ এই ছয় ক্রিকেটারের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। ফলে আগামী দিনে তারা ইংল্যান্ড সফরে যোগ দিতে পারবেন বলে পিসিবি'র পক্ষ থেকে জানানো হয়েছে।

ইংল্যান্ড পৌঁছেছে পাকিস্তান দল

ইংল্যান্ড পৌঁছেছে পাকিস্তান দল

রবিবার উড়ান ধরে সোমবার পাকিস্তান দল ইংল্যান্ডে পৌঁছেছে। ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার পর পাক দল প্রস্তুতি শুরু করবে। ইংল্যান্ড সফরে ৩টি টেস্ট ও ৩টি টি-২০ খেলবে পাকিস্তান।

চ্যাপেল নয়, ইরফানকে শুরুতে ব্যাট করতে পাঠানোর ভাবনা ছিল এই ভারতীয় কিংবদন্তিরচ্যাপেল নয়, ইরফানকে শুরুতে ব্যাট করতে পাঠানোর ভাবনা ছিল এই ভারতীয় কিংবদন্তির

English summary
Mohammad Hafeez and 5 others Pakistan players cleared for England tour
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X