For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পয়সার জন্য মানুষ যা খুশি সমালোচনা করে! বুমরাহের প্রসঙ্গে শামির এই মন্তব্যের কারণে কী

পয়সার জন্য মানুষ যা খুশি সমালোচনা করে! বুমরাহের প্রসঙ্গে শামির এই মন্তব্যের কারণে কী

  • |
Google Oneindia Bengali News

'পয়সার জন্য এখন সবাই সমালোচক। যে কেউ যা খুশি মন্তব্য করতে পারেন।' নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনের শেষে এমনটাই বললেন মহম্মদ শামি।

শামির এই মন্তব্য কেন

শামির এই মন্তব্য কেন

চলতি সফরে বল হাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে একেবারেই ছন্দে নেই জসপ্রীত বুমরাহ। ওডিআইয়ে তিন ম্যাচে উইকেটহীন ছিলেন। যারপর জসপ্রীতকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে।

বুমরাহের সমালোচকদের শামির খোঁচা

বুমরাহের সমালোচকদের শামির খোঁচা

মহম্মদ শামি সেই সমালোচকদেরই একহাত নিয়ে বললেন, 'বাইরে থেকে মন্তব্য বা সমালোচনা করা সবচেয়ে সহজ। কঠিন সময়ে প্রত্যাবর্তন করা কঠিন। এখন সবাই পয়সার জন্য সমালোচনা করতে পছন্দ করেন। ' এখানেই না থেমে শামি জুড়েছেন, 'এই কয়েক বছরে নিজের বোলিংকে অন্য উচ্চতায় নিয়ে গিয়ে বুমরাহ যা অর্জন করেছেন, তারপর কয়েক ম্যাচে তাঁর পারফর্ম্যান্সের গ্রাফ পড়তেই কাটাছেঁড়া করার অর্থহীন।'

বুমরাহের পারফর্ম্যান্স

ওডিআই সিরিজে সাফল্য না পাওয়ার কারণে আইসিসির ওডিআই বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান হারিয়েছেন জসপ্রীত। এক থেকে এখন জসপ্রীত দ্বিতীয় স্থানে নেমে এসেছেন। যারপর ২১ ফেব্রুয়ারি থেকে সামনে এবার টেস্ট সিরিজ। সেই সিরিজের আগে প্রস্ততি ম্যাচে এদিন ২টি উইকেট পেলেন বুমরাহ।

উইকেটের ছন্দে জসপ্রীত বুমরাহ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে হাতখুলে রান খরচ করলেও একটিও উইকেট পাননি জসপ্রীত। লাল বলের ক্রিকেটে ফিরেই উইকেটের ছন্দে বুম বুম বুমরাহ।নিউজিল্যান্ড একদশ দলের বিরুদ্ধে ভারত প্রস্তুতি ম্যাচ খেলছে। যেখানে ভারতীয় দল ২৬৩ রান তোলে। যার জবাবে কিউয়ি একাদশ ব্যাট করতে নামলে জসপ্রীত বুমরাহ ২টি উইকেট পেয়েছেন। ভারতীয় দলের হয়ে প্রথম উইকেটটিই বুরমাহ তুলে নেন। নিউজিল্যান্ড একাদশ দলের ওপেনার উইল ইয়ংকে কিপার পন্থের হাতে ২ রানে বন্দি করান বুমরাহ। এছাড়া মিডল অর্ডারে ফিন অ্যালেনকে বোল্ড করেন।

১১ ওভারে খরচ মাত্র ১৮ রান!

নিউজিল্যান্ড একাদশ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ১১ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৮ রান খরচ করেছেন বুমরাহ।

শামির উইকেট শিকার

শামির উইকেট শিকার

ম্যাচে ১০ ওভারে ১৭ রান খরচ করে শামি ৩টি উইকেট নিয়েছেন। নভদীপ সাইনি ও উমেশ ২টি করে উইকেট নেন। রবিচন্দ্রন অশ্বিন ১টি উইকেট নিয়েছেন।

English summary
Mohammed Shami backs Jasprit Bumrah: people makes money by criticising cricketers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X