For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কপিলকে টপকেছেন, বাংলাদেশের বিরুদ্ধে আজ কুম্বলেকে টপকানোর দোরগোড়ায় শামি

বিশ্বকাপ বল হাতে আগুন ঝরাচ্ছেন মহম্মদ শামি। পাকিস্তান ম্যাচে ভুবনেশ্বর কুমার চোট পেতে আফগান ম্যাচ থেকে বিশ্বকাপে সুযোগ পেয়েছেন। এরপর তিন ম্যাচ খেলে একটি হ্য়াটট্রিক সহ ১৩ টি উইকেট তুলে নিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপ বল হাতে আগুন ঝরাচ্ছেন মহম্মদ শামি। পাকিস্তান ম্যাচে ভুবনেশ্বর কুমার চোট পেতে আফগান ম্যাচ থেকে বিশ্বকাপে সুযোগ পেয়েছেন। এরপর তিন ম্যাচ খেলে একটি হ্য়াটট্রিক সহ ১৩ টি উইকেট তুলে নিয়েছেন। এদিন এবার ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় দুনম্বরে উঠে আসার দোরগোড়ায় বঙ্গপেসার।

অনিল কুম্বলের রেকর্ড ভাঙার দোরগোডা়য় শামি

অনিল কুম্বলের রেকর্ড ভাঙার দোরগোডা়য় শামি

বিশ্বকাপে এখনও পর্যন্ত ৩০টি উইকেট তুলে নিয়েছেন শামি। বাংলাদেশের বিরুদ্ধে এদিন আর মাত্র ২টি উইকেট তুলে নিলেই কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলের, বিশ্বকাপে ৩১ উইকেটের কীর্তি টপকে যাবেন শামি।

বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সবার্ধিক উইকেটশিকারীর তালিকায় দুনম্বরে উঠে আসতে পারেন শামি

বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সবার্ধিক উইকেটশিকারীর তালিকায় দুনম্বরে উঠে আসতে পারেন শামি

বিশ্বকাপের ইতিহাসে ভারতীয় বোলারদের মধ্যে সবেচেয়ে বেশি উইকেট পেয়েছেন জাহির খান ও জভগল শ্রীনাথ।দুই পেসারই নীল জার্সিতে বিশ্বকাপের ম্যাচে মোট ৪৪টি উইকেট পেয়েছেন। বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে উইকেটশিকারী হিসেবে যৌথভাবে শীর্ষস্থানে রয়েছেন দুজন।

এদিন কুম্বলকে টপকে গেলে দুনম্বরে উঠে আসতে পারেন শামি।

একনজরে বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন যারা

একনজরে বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন যারা

১)জাহির খান-৪৪টি উইকেট-২৩ ম্যাচে
১) জভগল শ্রীনাথ- ৪৪টি উইকেট-৩৪ টি ম্যাচে
২) অনিল কুম্বলে-৩১ উইকেট-১৮ ম্যাচে
৩) মহম্মদ শামি- ৩০ উইকেট-১০ ম্যাচে
৪) কপিল দেব- ২৮উইকেট- ম্যাচ সংখ্যা ২৬

উনিশের বিশ্বকাপে শামির উইকেট সংখ্যা

উনিশের বিশ্বকাপে শামির উইকেট সংখ্যা

১) আফগান ম্যাচে ৪টি উইকেট
২) ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ৪টি উইকেট
৩) ইংল্যান্ড ম্যাচে ৫টি উইকেট পেয়েছেন শামি

English summary
Mohammed Shami needs two wickets to surpass Anil Kumble in terms of career World Cup wickets
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X