For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিরিজের আগে করোনা পরীক্ষা নিয়ে ভারতীয় ক্রিকেটারের কী মত

সিরিজের আগে করোনা পরীক্ষা নিয়ে ভারতীয় ক্রিকেটারের কী মত

  • |
Google Oneindia Bengali News

আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে ভারতে করোনা সংক্রমিতের সংখ্যা ১ লক্ষ ৩৮ হাজার ছাড়িয়েছে। যে পরিস্থিতিতে করোনা নিয়ে প্রতিদিনই নতুন করে উদ্বেগ বাড়ছে। বিশ্বের একাধিক দেশ এখন ভারতের মতোই করোনা পরিস্থিতি নিয়ে ধুঁকছে। আর এই পরিস্থিতিতে করোনা পরবর্তী ক্রিকেটে নতুন নিয়ম আনা নিয়ে ১৬ পাতার গাইডলাইন জানিয়েছে আইসিসি। যার মধ্যে অন্যতম ছিল সিরিজ শুরুর আগে করোনা পরীক্ষা। এবার সেই নিয়ে নিজের মত দিলেন ভারতীয় পেসার মহম্মদ শামি।

থুতু বা লালা নিষিদ্ধের প্রস্তাব নিয়ে শামির মত

থুতু বা লালা নিষিদ্ধের প্রস্তাব নিয়ে শামির মত

শামি বলেছেন, 'করোনা ভাইরাসের জীবাণু যাতে ছড়িয়ে না পড়ে সেকারণে ইতিমধ্যেই বলের পালিশ তৈরিতে লালার ব্যবহার নিষিদ্ধ করা নিয়ে আলোচনা হচ্ছে। আগামীদিনে এই নিয়ম আবশ্যিক হতে চলেছে। বোলার হিসেবে আগামী দিনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বুঝতে পারছি। কিন্তু ভাইরাস থেকে বাঁচতে এটাই মানিয়ে নিতে হবে। '

সিরিজ শুরুর আগে করোনা পরীক্ষা নিয়ে শামির মত

সিরিজ শুরুর আগে করোনা পরীক্ষা নিয়ে শামির মত

সেই সঙ্গে শামি জুড়েছেন, 'এর পাশাপাশি আইসিসি প্রতিটি সিরিজ শুরুর আগে দলের প্রত্যেকের করোনা পরীক্ষার কথা ভাবছে। আমার মতে এটা একেবারে সঠিক সিদ্ধান্ত। মাঠে ভারতীয় দলের ক্রিকেটাররা একটা পরিবারের মতো দল বেঁধে ঐক্যবদ্ধভাবে ম্যাচ খেলে। প্রত্যেক সিরিজের আগে আমাদের করোনা টেস্ট হলে সকলে ক্লিন চিট পেয়ে নিশ্চিন্তে খেলায় মন বসাতে পারব। এতে ক্রিকেটারদের মধ্যে কোনও ভয় কাজ করবে না। দলের মধ্যে ঝুঁকি অনেক কম থাকবে। '

১৬ পাতায় গাইডলাইন

১৬ পাতায় গাইডলাইন

ক্রিকেটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আইসিসি ১৬ পাতার ক্রিকেট গাইডলাইন এনেছে। যা আগামী দিনে আইসিসির বৈঠকে আলোচনা করে নিয়মগুলিতে শিলমোহর দেওয়া হবে।

আম্পায়ারদের জন্যেও নিয়ম

আম্পায়ারদের জন্যেও নিয়ম

ক্রিকেটার পাশাপাশি আম্পায়ারদের সুরক্ষার কথা ভেবে ম্যাচের সময় কোনও ক্রিকেটার তাদের টুপি-সানগ্লাস আম্পায়ারের হাতে দেবে না বলে আইসিসি ক্রিকেট গাইডলাইনে নিয়ম করেছে।

English summary
mohammed shami ready to follow coronavirus precautions says better to tested before beginning of series
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X