For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিসিসিআইয়ের তদন্তে আস্থা শামির, দ্রুত ফিরতে চান ক্রিকেটে

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উড়িয়ে দিলেন মহম্মদ শামি। ক্রিকেটে ফেরার বিষয়ে আশাবাদী পেসার।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

স্পট ফিক্সিং ইস্যু নিয়েও মুখ খুললেন মহম্মদ শামি। জানালেন একেবারেই তাঁকে কালিমা লিপ্ত করতে হাসিন জাহান একের পর এক তোপ দেগে চলেছেন।

বিসিসিআইয়ের তদন্তে আস্থা শামির

হাসিন জাহান জানিয়েছিলেন মহম্মদ ভাই নামে ইংল্যান্ড নিবাসী ব্যবসায়ীর টাকা আলিশবা নামে এক মহিলার হাত দিয়ে মহম্মদ শামির কাছে পৌঁছেছিল। যা নিয়ে আলাদা করে তদন্ত করছে বিসিসিআইয়ের দুর্নীতিদমন শাখা।

শামি জানিয়েছেন, 'আমি শুধু বিসিসিআইয়ের একটা সমর্থন চাই, এই বিষয়ে একটা পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা উচিত। সব বিষয়ে খতিয়ে দেখতে হবে। । '

বিসিসিআইয়ের তদন্তে আস্থা শামির

হাসিন জাহান ফেসবুক পোস্টে শামির বহুগামিতার বহু নিদর্শন দিয়েছিলেন। পারিবারিক হিংসা, ধর্ষণের একাধিক মারাত্মক অভিযোগ এনেছিলেন। তবে শামির কেরিয়ারকে সবচেয়ে বেশি আঘাত করেছে পাকিস্তানি মহিলার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ।

বিসিসিআইয়ের তদন্তে আস্থা শামির

শামি জানিয়েছেন, 'পাকিস্তানি মহিলার থেকে টাকা নেওয়ার বিষয় ও দুবাই যাওয়া এত খারাপ ভাবে জুড়ে দেওয়া হয়েছে। আমি কখনও কিছু অন্যায় করিনি। আর ভবিষ্যতেও কখনও করব না। আমার চরিত্রকে পুরোপুরি কালিমালিপ্ত করতে এই চেষ্টা। আমি চাই এই বিষয়টি পুরো তদন্ত করে দেখা হোক। '

শামির মতে পারিবারিক বিবাদকেই হাসিন এইভাবে জনসমক্ষে নিয়ে এসেছেন পাশাপাশি তাতে কদর্যতা ভরে দিয়েছেন।শামি এও জানিয়েছন তাঁর সঙ্গে তাঁর দলের সতীর্থরা রয়েছেন। যাঁরা জানেন শামি কেমন চরিত্রের মানুষ সেটা নিয়ে তাঁরা প্রকাশ্যেও মত জানিয়েছেন।

শামি নাকি তাঁর মেয়েকেও ভালোবাসেন না বলে জানিয়েছেন তাঁর স্ত্রী হাসিন। হাসিনের এই অভিযোগ উড়িয়ে দিয়ে মহম্মদ শামি বলেছেন, 'আমার মেয়ের সামনে পুরো জীবন পড়ে রয়েছে, ওর ভবিষ্যত আমি সুনিশ্চিত করতে চাই। আমি চাই ওর জীবনে সেরা জিনিস হোক। '

বিসিসিআইয়ের তদন্তে আস্থা শামির

মহম্মদ শামি আইপিএলের এই মরশুমে দিল্লি ডেয়ারডেভিলসে রয়েছেন। তবে তাঁর আইপিএল ভবিষ্যতও অন্ধকারে। কারণ বিসিসিআইয়ের তদন্ত রিপোর্ট যতক্ষণ না আসছে ততক্ষণ আইপিএলে খেলার ছাড়পত্রও নেই মহম্মদ শামির।

তবে ভারতীয় স্পিডস্টার আশাবাদী নিজের সব গ্লানি মুখে ফের ক্রিকেটে ফিরবেন তিনি।

English summary
Mohammed Shami rubishesh match fixing allegation and confident of returning to cricket.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X