For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪ ফুটবলারের বকেয়া না মোটানোয় মোহনবাগানকে ৩ লক্ষ টাকা জরিমানা

৪ ফুটবলারের বকেয়া না মোটানোয় মোহনবাগানকে ৩ লক্ষ টাকা জরিমানা

  • |
Google Oneindia Bengali News

সামনে আই লিগ জয়ের হাতছানি। তার মাঝেই এবার বকেয়া বাকি থাকার কারণে বড় বিপাকে মোহনবাগান। সবুজ-মেরুন তরি যখন লিগ জয়ের জন্য তড়তড়িয়ে এগিয়ে চলেছে। তখন জোর ধাক্কা খেল ক্লাব।

ঠিক কী ঘটেছে?

ফুটবলার ও কোচের পাওনা মিটিয়ে না দেওয়ার কারণে বড় জরিমানার কোপে মোহনবাগান। শুধু জরিমানাতেই থেমে নেই, পাশাপাশি এক মাসের মধ্যে চার ফুটবলার এবং প্রাক্তন কোচ খালিদ জামিলের পাওনা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এআইএফএফের শৃঙ্খলারক্ষা কমিটির এক বৈঠকে মোহনবাগানকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

 কোন ফুটবলারদের বকেয়া না মেটানোর অভিযোগ

কোন ফুটবলারদের বকেয়া না মেটানোর অভিযোগ

গত মরসুমে ৪ জন ফুটবলারকে মোহনবাগান ক্লাব বকেয়া মেটায়নি বলে অভিযোগ। গত মরসুমে খেলে যাওয়া এই চার ফুটবলারের তালিকায় রয়েছেন রাজু গায়কোয়াড়, ড্যারেন ক্যাদিয়েরা, রিকার্ডো কার্ডোজ এবং অভিষেক আম্বেদকর। এই চার ফুটবলারের বকেয়া টাকা না দেওয়ার কারণেই শাস্তি স্বরূপ ১৫ দিনের মধ্যে ৩ লক্ষ টাকা অর্থ জরিমানা দিতে হবে। কোচ খালিদ জামিলেরও বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য ক্লাবকে নির্দেশ দেওয়া হয়েছে।

ফুটবলারদের বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ

ফুটবলারদের বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ

জরিমানার পাশাপাশি ফুটবলারদের বকেয়া টাকা ১ মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও চাপে মোহনবাগান

আরও চাপে মোহনবাগান

এই জরিমানা ও ফুটবলারদের বকেয়া টাকা নির্দিষ্ট সময়ের মধ্য়ে না দিতে পারলে আরও বড় চাপে পড়তে পারে মোহনবাগান। ১৫ দিনের মধ্যে ৩ লক্ষ টাকা জরিমানা না দিলে সেক্ষেত্রে পরের দুই ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান কোনও ফুটবলার কেনাবেচা করতে পারবে না।

English summary
Mohun bagan fined 3 lacks for not clearing 4 Ex-players due and Former Coach Khalid Jamil
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X