For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুদুচেরির হয়ে রঞ্জি ট্রফি খেলতে চান ইংল্যান্ড ক্রিকেটে ব্রাত্য মন্টি পানেসার

ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার সেই দিনগুলো এখন অতীত। জাতীয় দল তো বটেই, কাউন্টি ক্রিকেটেও এখন ক্লাব পান না বাঁ-হাতি স্পিনার মন্টি পানেসার।

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার সেই দিনগুলো এখন অতীত। জাতীয় দল তো বটেই, কাউন্টি ক্রিকেটেও এখন ক্লাব পান না বাঁ-হাতি স্পিনার মন্টি পানেসার। তাই পুদুচেরির হয়ে রঞ্জি ট্রফি খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি।

মুষলধারায় বৃষ্টি

মুষলধারায় বৃষ্টি

এদিন সকাল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ মুষলধারায় বৃষ্টিতে সপ্তাহের প্রথম দিনেই কাজে বেরতে গিয়ে সমস্যায় আমজনতা।

কাউন্টি ক্রিকেটে অবজ্ঞা

কাউন্টি ক্রিকেটে অবজ্ঞা

৩৭ বছরের মন্টি পানেসারকে ইংল্যান্ডের কোনও কাউন্টি ক্লাব নিতে রাজি নয়। বিষয়টি নিয়ে হতাশ প্রাক্তন ইংরেজ স্পিনার। তবে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন মন্টি পানেসর। কারণ, তিনি হাল ছাড়তে রাজি নন।

নবি-কমলের উপরে দায়িত্ব

নবি-কমলের উপরে দায়িত্ব

আসন্ন উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনে ভালো ফল করতে মরিয়া কংগ্রেস। ফলে উত্তরপ্রদেশে গুলাম নবি আজাদ ও পাঞ্জাব-হরিয়ানায় কমলনাথের উপর দলের দায়িত্ব দিল হাইকম্যান্ড।

 রঞ্জিতে খেলবেন পানেসার

রঞ্জিতে খেলবেন পানেসার

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সুযোগ না পেলে তিনি ভারতের রঞ্জি ট্রফিতে পদুচেরির হয়ে খেলতে চান বলে জানিয়েছেন মন্টি পানেসার। তাঁর কথায়, তিনি শুনেছেন যে একমাত্র এই রাজ্যই বিদেশি খেলোয়াড়দের রঞ্জি ট্রফিতে খেলায়।

এখনও নিখোঁজ জুডিথ

এখনও নিখোঁজ জুডিথ

এখনও কোনও খোঁজ মেলেনি কাবুলে অপহৃত কলকাতার বাসিন্দা জুডিথ ডিসুজার।

মন্টির কেরিয়ার

মন্টির কেরিয়ার

ইংল্যান্ডের হয়ে ৫০টি টেস্টে ১৬৭ উইকেট নিয়েছেন মন্টি পানেসার। ২৬টি একদিনের ম্য়াচে ২৪টি উইকেট নিয়েছেন মন্টি। ২০১৩ সালে ইংল্যান্ডের জার্সিতে শেষবার মাঠে নামেন পানেসার।

দলের ভাবমূর্তি ধরে রাখতে নির্দেশ

দলের ভাবমূর্তি ধরে রাখতে নির্দেশ

আসন্ন বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ২০১৪ সালের মতোই দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ছাড়পত্র পেল উড়তা পাঞ্জাব

ছাড়পত্র পেল উড়তা পাঞ্জাব

আদালতের কড়া মন্তব্যের পরই ফিল্ম সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়ে গেল বলিউড সিনেমা উড়তা পাঞ্জাব। তবে ছবিতে কাটের সংখ্যা ৮৯ থেকে কমিয়ে ১৩টি করার কথা বলা হয়েছে।

কোপা থেকে ব্রাজিলের বিতর্কিত বিদায়

কোপা থেকে ব্রাজিলের বিতর্কিত বিদায়

কোপা আমেরিকা কাপ থেকে ছিটকে গেল ব্রাজিল। গ্রুপ লিগের শেষ ম্যাচে পেরু ১-০ গোলে হারিয়ে দিল ব্রাজিলকে। খেলার ৭৫ মিনিটে একমাত্র গোল করেন রুইদিয়াজ। যদিও এটি হ্যান্ডবল ছিল বলে বিতর্ক শুরু হয়েছে।

দলবীরের মত

দলবীরের মত

সকলেরই উচিত দেশের সীমান্তকে সুরক্ষিত করা। যাতে দেশ আরও এগিয়ে চলে এবং সমৃদ্ধি লাভ করে। সেনাবাহিনীর এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বাহিনীর সদ্য নিযুক্ত অফিসারদের লক্ষ্য করে এমনই মন্তব্য করেন সেনাপ্রধান দলবীর সিং সুহাগ।

আজিজের খেয়াল

আজিজের খেয়াল

যদি এনপিটি সই না করেও এনএসজি-তে ঢোকা যায়, তবে ভারতের থেকে পাকিস্তান এই বিষয়ে অনেক বেশি যোগ্য বলে দাবি করলেন পাক বিদেশসচিব সরতাজ আজিজ।

গুলবার্গ মামলায় সাজা ঘোষণা ১৭ জুন

গুলবার্গ মামলায় সাজা ঘোষণা ১৭ জুন

২০০২ সালের গুজরাতের গুলবার্গ আবাসনে হত্যা মামলায় আগামী ১৭ তারিখ দোষীদের সাজা ঘোষণা করবে আদালত। এমনটাই জানা গিয়েছে।

ভেঙে পড়ল যুদ্ধবিমান

ভেঙে পড়ল যুদ্ধবিমান

প্রশিক্ষণ চলাকালীন রাজস্থানের যোধপুরের জনবহুল এলাকায় ভেঙে পড়ল বিমানবাহিনীর যুদ্ধবিমান মিগ-২৭। মহাবীরনগরে একটি বাড়ির ওপর ভেঙে পড়ে বিমানটি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

English summary
Monty Panesar's eyes to play Ranji Trophy for Puducherry
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X