For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণ আফ্রিকা বধের পর টাইগার্সদের শান্ত থাকতে বলছেন মাশরাফি

বিশ্বকাপে তাদের উপর বাজি ধরেনি কোনও প্রাক্তন। সেই বাংলাদেশই এবার রানির দেশে বিশ্বকাপ শুরু করেছে দক্ষিণ আফ্রিকার মতো হেভিওয়েটদের হারিয়ে।

  • |
Google Oneindia Bengali News

লন্ডন: বিশ্বকাপে তাদের উপর বাজি ধরেনি কোনও প্রাক্তন। সেই বাংলাদেশই এবার রানির দেশে বিশ্বকাপ শুরু করেছে দক্ষিণ আফ্রিকার মতো হেভিওয়েটদের হারিয়ে। ডুপ্লেসিদের বিরুদ্ধে ৩৩০ রানের পাহাড় গড়ে ২১ রানে ম্যাচ জিতে নিয়েছে টাইগার্সরা। দুপুটে ক্রিকেট খেলিয়ে হিসেবে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকার সুনাম দীর্ঘদিনের। সেই তিনের এক দলকে হারিয়ে এবার ফ্য়ানেদের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছেন শাকিবরা। প্রোটিয়াদের বিরুদ্ধে এই জয়ের পর দল খুশির আবহে ভাসলেও এখনই মাতামাতি করতে নারাজ বাংলাদেশ কাপ্তান মাশরাফি মোর্তাজা।

দক্ষিণ আফ্রিকা বধের পর টাইগার্সদের শান্ত থাকতে বলছেন মাশরাফি

বরং প্রোটিয়াদের হারিয়ে আরও বেশি সতর্ক তিনি। প্রথম ম্য়াচ জয়ের পর সতীর্থদের এখন আরও বেশি দায়িত্ব নিতে বলছেন বঙ্গ কাপ্তান। টুর্নামেন্টে অনেকটা পথ চলার কথা মনে করিয়ে দিয়ে দলের উদ্দেশে মাশরাফির বার্তা, " দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এখনই উল্লাস করার কিছু নেই। লম্বা টুর্নামেন্টে ধারাবাহিকতা ধরে রাখাটাই আসল লক্ষ্য়। অভিযানের এক ম্য়াচ জয় টুর্নামেন্টে দলকে আসল লক্ষ্য়ে পৌঁছে দেবে না। তাই মনসংযোগ ধরে রেখে সামনের দিকে তাকানো উচিত।'

বাংলাদেশকে নিয়ে কেউ বাজি না ধরলে মাশরাফি অবশ্য় দলকে সেমিফাইনালের দৌড়ে দেখছেন। শেষবার অস্ট্রেলিয়া- নিউজিল্য়ান্ডের মাটিতে বিশ্বকাপে গ্রুপের ম্য়াচে ইংল্য়ান্ডকে হারিয়ে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল খেলেছিল টাইগার্সরা। সেবার ভারতের বিরুদ্ধে কোয়ার্টার হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় বাংলাদেশ। এবার রাউন্ড-রবিন ফর্ম্য়াটে প্রতিটি দলকে ৯টি করে ম্য়াচ খেলতে হবে। লম্বা লিগে ধারাবাহিকতা দেখাতে পারলে বাংলাদেশকে শেষ চারে দেখছেন কাপ্তান। স্বপ্ন সত্য়ি করতে মাশরাফির ফোকাস তাই পরের ম্য়াচ।

৫ জুন ওভালে গত বিশ্বকাপের রানার্স দল নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ম্য়াচ খেলবে টাইগার্সরা। এরপর ৮ জুন মুশফিকুরদের সামনে আয়োজক ইংল্য়ান্ড। ফলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আত্মবিশ্বাসী হলেও সামনে কঠিন প্রতিপক্ষদের কথা মাথায় রেখেই দলকে শান্ত ধারায় বার্তা কাপ্তান মাশরাফির।

প্রসঙ্গত রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্য়াট হাতে শাকিবের ৭৫ ও মুশফিকুরের ৭৮ রানের দুরন্ত ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্কোরবোর্ডে ৩৩০ রান তোলে বাংলাদেশ।

English summary
Mortaza wants his team to calm after win over South Africa in World Cup 2019 opener
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X