For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিত শর্মাকে হারিয়ে আইপিএলের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

রোহিত শর্মাকে হারিয়ে আইপিএলের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

  • |
Google Oneindia Bengali News

রোহিত শর্মাকে হারিয়ে আইপিএলের সর্বকালের সেরা অধিনায়ক নির্বাচিত হলেন লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের জয়ের শতাংশ এমএস-কে স্বীকৃতি অর্জন করতে সাহায্য করেছে বলে জানিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ব্রডকাস্টারদের প্যানেল

ব্রডকাস্টারদের প্যানেল

ভারতের প্রাক্তন ফাস্ট বোলার আশিষ নেহরা, প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান সঞ্জয় মঞ্জরেকর, ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন গাঙ্গা, নিউজিল্যান্ডের স্কট স্টাইরিশ, মাইক হেসন, ডিন জোন্স, শ্রীলঙ্কার রাসেল আর্নোল্ড, দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ ও সাইমন ডুল সম্বৃদ্ধ ব্রডকাস্টারদের বিচারক প্যানেল এমএস ধোনিকেই সেরা বলে বেছে নিয়েছে।

এমএস ধোনি বনাম রোহিত শর্মা

এমএস ধোনি বনাম রোহিত শর্মা

চেন্নাই সুপার কিংস-কে তিন বার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন মহেন্দ্র সিং ধোনি। অন্যদিকে রোহিত শর্মার নেতৃত্বে চার বার আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে দুর্নীতির দায়ে ২০১৬ ও ২০১৭ সালে চেন্নাই সুপার কিংসের আইপিএল খেলতে না পারাটাও হিসেবে ধরেছেন বিচারকরা। তাছাড়া এমএস ধোনির নেতৃত্বে একবার চ্যাম্পিয়ন্স লিগের খেতাবও জিতেছে চেন্নাই সুপার কিংস।

দুর্দান্ত সিএসকে

দুর্দান্ত সিএসকে

এমএস ধোনির নেতৃত্বে আইপিএলে ৬০.১১ শতাংশ ম্যাচ জিতেছে চেন্নাই সুপার কিংস। তিন বার চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও আট বার টুর্নামেন্টের ফাইনালে উঠেছে সিএসকে। এমন রেকর্ড অন্য কোনও দলের নেই। একমাত্র দল হিসেবে আইপিএল ট্রফি ধরে রাখার (২০১০, ২০১১) রেকর্ডও রয়েছে চেন্নাই সুপার কিংসের ঝুলিতে। সৌজন্যে মহেন্দ্র সিং ধোনি।

লড়াইকে আর কে

লড়াইকে আর কে

মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা ছাড়াও আইপিএলের সর্বকালের সেরা অধিনায়ক হওয়ার লড়াইয়ে ছিলেন কলকাতা নাইট রাইডার্সকে দুই বার ট্রফি জেতোনা গৌতম গম্ভীর। ২০০৮ ও ২০০৯-র আইপিএল জয়ী রাজস্থান রয়্যালস ও ডেকান চার্জাস দলের অধিনায়ক যথাক্রমে শেন ওয়ার্ন এবং অ্যাডাম গিলক্রিস্টও ছিলেন লড়াইয়ে।

করোনায় স্থগিত আইপিএল, টাইমমেশিনে ফিরে দেখা, ৭ বছর আগে গেইলের বিধ্বংসী ১৭৫ রানকরোনায় স্থগিত আইপিএল, টাইমমেশিনে ফিরে দেখা, ৭ বছর আগে গেইলের বিধ্বংসী ১৭৫ রান

English summary
MS Dhoni has been selected greatest captain of all time in IPL
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X