For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে ভারতে-সেরা অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে কে! পরিসংখ্যান কার দিকে ঝুঁকছে

কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর মাঝে মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই বিশ্ব ক্রিকেটের মাহারণ শুরু হতে চলেছে ব্রিটিশ রাজের দেশ ইংল্যান্ডে।

  • |
Google Oneindia Bengali News

কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর মাঝে মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই বিশ্ব ক্রিকেটের মাহারণ শুরু হতে চলেছে ব্রিটিশ রাজের দেশ ইংল্যান্ডে। তবে বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উস্কে যাচ্ছে কাপ ঘিরে বিভিন্ন নস্টালজিয়া। ভারতীয় ক্রিকেট ঘিরেও নস্টালজিয়ার শেষ নেই। একনজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় অধিনায়কদের মধ্য়ে এগিয়ে কে?

মাহি ভে..!

মাহি ভে..!

বিশ্বকাপ ক্রিকেট পরিসংখ্যান বলছে, ভারতীয় অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপ জিতে নেওয়ার পর তিনি রাতারাতি দেশের অন্যতম সেরার তালিকায় উঠে আসেন। পাশাপাশি পরিসংখ্যান বলছেন, ২০১১ সালের হিসাব বলছে ধোনি ১৭ টির মধ্যে ১৪ টি জিতেছেন। আর ২০১৫ সালের হিসাব বলছে সেই বছরে ৮ টি ম্যাচে ৭ টিতেই জিতে নেয় ধোনির নেতৃত্বাধিন ভারত।সেরা অধিনায়কের দৌড়ে অন্যদের ছাপিয়ে এগিয়ে রয়েছেন ধোনি।

বাপি বাড়ি যা!

বাপি বাড়ি যা!

পরিসংখ্যান ২০০৩ সালের। যে সময় ভারতীয় ক্রিকেট নতুন করে সাবালক হতে শেখে। দেশের নেতৃত্বে বঙ্গ সন্তান সৌরভ। আর তাঁর অধিনায়কত্বে দেশ ১১ টির মধ্যে ৯ টি ম্যাচ পকেটে পুরে ফেলে। কাপ হাতে না উঠলেও, সেই বছরের রানার আপ ছিল ভারত। আর পরিসংখ্যান বলছে বিশ্বকাপে সর্বকালের সেরার দৌড়ে দ্বিতীয় স্থানে সৌরভ।

হারিয়ানা হ্যারিকেন

হারিয়ানা হ্যারিকেন

তৃতীয় স্থানে রয়েছেন দেশের অন্যতম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। তাঁর অধিনায়কত্বে ১৯৮৩ সালের বিশ্বকাপে ভারত জিতে নিয়েছিল ১৫ টির মধ্যে ১১টি ম্যাচ।

হায়দরাবাদী রকস্টার

হায়দরাবাদী রকস্টার

১৯৯২সালের বিশ্বকাপে ২৩টির মধ্যে ১০ টি ম্যাচ জিতে যায় ভারত। আর সেই সময় দেশকে নেতৃত্ব দিচ্ছিলেন হায়দরাবাদের তুখোর অলরাউন্ডার মহম্মদন আজহারউদ্দিন। তিনি দেশের বিশ্বকাপ যুদ্ধে চতুর্থস্থানে রয়েছে সর্বকালের সেরা অধিনায়কের তালিকায়।

মিস্টার ডিপেন্ডেবল

মিস্টার ডিপেন্ডেবল

২০০৭ বিশ্বকারে ভারত ৩ টির মধ্যে মাত্র ১ টিতে জয়লাভ করেছিল মিস্টার ডিপেন্ডেবল রাহুল দ্রাবিড়ের অধিনায়কত্বে। পরিসংখ্যান বলছে বিশ্বকাপে সর্বকালের সেরার দৌড়ে পঞ্চম স্থানে সৌরভ।

বেঙ্কটরাঘবন

বেঙ্কটরাঘবন

এই পরিসংখ্যান ১৯৭৫ থেকে ১৯৭৯ সালের। সেই সময় বিশ্বকাপে দুটি ম্যাচে ভারতকে নেতৃত্ব দেন বেঙ্কটরাঘবন। তাতে ভারত জিতেছিল ১ টি।

English summary
MS Dhoni is one of the most successful Indian skippers at the World Cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X