For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বন্ধুর গলায় কিশোর কুমারের গান শুনে বাথরুমেই আড্ডা দিতে বসে পড়লেন ধোনি!

বন্ধুর গলায় কিশোর কুমারের গান শুনে বাথরুমেই আড্ডা দিতে বসে পড়লেন ধোনি!

  • |
Google Oneindia Bengali News

দেশের জার্সিতে ক্রিকেট থেকে সাত মাস দূরে। সামনে এবার মার্চের পয়লা তারিখ থেকে মাঠে ফিরছেন। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আইপিএল প্রস্তুতিতে নেমে পড়তে চলেছেন ধোনি। মাঝের কয়েকটা দিন এখন নিজের মতো সময় উপভোগ করছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক। যার মধ্য়ে এবার এক ভিডিওতে সতীর্থের গানে ধোনিকে গলা মিলিয়ে তাল ঠুকতে দেখা গেল।

গান গাওয়ার অনুরোধ করলে ফেরান না ধোনি

ধোনিকে গান গাওয়ার জন্য অনুরোধ জুড়লে কোনওদিন তিনি তা প্রত্যাখ্যান করেননি। কেরিয়ারের শুরু থেকে একাধিক শোয়েতে অনুরোধ রাখতে খালি গলায় সাধ্য মতো গান গেয়েছেন মাহি।

যার মধ্যে সোশ্যাল মিডিয়ায় ধোনির সবচেয়ে জনপ্রিয় সেনার অনুরোধে গান গাওয়া। এক সেনা অনুষ্ঠানে গিয়ে ধোনি পছন্দের, অমিতাভ বচ্চন ও রেখা অভিনীত কাভি কাভি সিনেমার 'ম্যায় পল দো পল কা শায়ার হু' গেয়েছিলেন।

এবার বাথরুমের মধ্যে শ্রোতা ধোনি

এবার ভাইরাল হওয়ার ভিডিতিতে অবশ্য গায়কের ভূমিকাতে নয়, ধোনিকে শ্রোতার ভূমিকায় পাওয়া গিয়েছে। যেখানে ধোনির বন্ধুরা বাথরুমের ফ্লোরে বসেই গান ধরেন।

মেরে মেহবুব কায়ামাত হোগি

মেরে মেহবুব কায়ামাত হোগি

বন্ধু 'মেরে মেহবুব কায়ামাত হোগি' গান ধরলে ফ্লোরেই গান শুনতে বসে যান ধোনি। এরপর পীযুষ চাওলা, ও পার্থিব প্যাটেল সেই গানে গলা মেলান। এই ভিডিও দেখে অনেকেই লিখেছেন ,'মেহফিল- এ-বাথরুম!'

 স্বেচ্ছানির্বাসন কাটিয়ে প্রায় আট মাস পর বাইশ গজে ফিরছেন ধোনি

স্বেচ্ছানির্বাসন কাটিয়ে প্রায় আট মাস পর বাইশ গজে ফিরছেন ধোনি

উল্লেখ্য ধোনি শেষবার ২০১৯ সালে জুলাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছিলেন। কিউয়িদের বিরুদ্ধে সেমিতে ৫০ রান ধোনি রান আউট হন। সেই ম্যাচের পর ভারতীয় ক্রিকেট থেকে ধোনি নিজেকে সরিয়ে নিয়েছেন।

স্বেচ্ছায় নির্বাসন নিয়ে দেশের সেনাবাহিনীতে যোগ দিয়ে ধোনি কাশ্মীরে পোস্টিং নেন। তারপর সেনার দায়িত্ব থেকে ফিরলেও আর ক্রিকেটে ফেরেননি। শেষ পর্যন্ত আইপিএল দিয়ে বাইশ গজে ফিরতে চলেছেন মাহি।

English summary
MS Dhoni, Piyush Chawla and Parthiv Patel enjoy Kishore Kumar’s 'Mere Mehboob' in restroom
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X