For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই

আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে উড়িয়ে দিয়ে তৃতীয়বারের জন্য ফাইনাল জিতে নিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে উড়িয়ে দিয়ে তৃতীয়বারের জন্য ফাইনাল জিতে নিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। হায়দরাবাদ ৬ উইকেটে ১৭৮ রান তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট খুইয়ে চেন্নাই ৯ বল বাকী থাকতে প্রয়োজনীয় রান তুলে নেয়।

তৃতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই

চেন্নাইয়ের হয়ে ফাইনালে অবিশ্বাস্য ব্যাটিং করলেন শ্যেন ওয়াটসন। মাত্র ৫৭ বলে ১১৭ রানে অপরাজিত রইলেন তিনি। একার হাতে দলকে ট্রফি পাইয়ে দিলেন এই অস্ট্রেলিয় ব্যাটসম্যান।

রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে-র ৬ ওভারে চেন্নাই ১ উইকেট হারিয়ে ৩৫ রান তুলেছিল। সেইসময়ে মনে হচ্ছিল হায়দরাবাদ বোলাররা ফের ম্যাচে জাঁকিয়ে বসছেন। তবে সপ্তম ওভার থেকেই শুরু হয় ওয়াটসনের তাণ্ডব। সিদ্ধার্থ কউলের ওভারে নেন ১৬ রান। ব্যস তারপরে একেরপর এক বোলার এসেছেন আর ওয়াটসনের হাতে ধোলাই খেয়ে ফেরত গিয়েছেন।

একমাত্র ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ১৭ রান দেন। রশিদ খানও ৪ ওভারে ২৫ রান দেন। তবে দুজনের কেউই কোনও উইকেট পাননি। বাকী সকলেই ওভার প্রতি দশের বেশি রান দিয়ে ম্যাচ চেন্নাইকে উপহার দেন।

ওয়াটসন বাদে চেন্নাইয়ের হয়ে ডু প্লেসি ১০, রায়না ৩২ ও রায়াডু ১৬ রান করেন।

শুরুতে টসে হেরে প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সম্মানজনক স্কোরে পৌঁছে যায় সানরাইজার্স হায়দরাবাদ। মিডল অর্ডারে নেমে ফাইনাল ম্যাচে ব্যাট হাতে জ্বলে ওঠেন ইউসুফ পাঠান। পাঠানের ব্যাটিং তাণ্ডবে প্রথমদিকে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ অবধি লড়াই করার মতো স্কোরে পৌঁছে যায় কেন উইলিয়ামসনের দল। ৬ উইকেট খুইয়ে হায়দরাবাদ করে ১৭৮ রান।

তবে শ্যেন ওয়াটসন যেভাবে ব্যাটিং করলেন তাতে যেকোনও স্কোরই ডিফেন্ড করা এদিন কঠিন ছিল। আর এভাবেই চেন্নাইকে তৃতীয় আইপিএল ফাইনা জিতিয়ে দিলেন তিনি।

২০১০ ও ২০১১ সালের পর ২০১৮ সালে ফের একবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস আইপিএল চ্যাম্পিয়ন হল।

English summary
MS Dhoni's Chennai Super Kings won the IPL title for the 3rd time
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X