For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিছিয়ে গেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন ধোনি, #DhoniRetires নিয়ে প্রতিক্রিয়া আপনজনের

পিছিয়ে গেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন ধোনি, #DhoniRetires নিয়ে প্রতিক্রিয়া আপনজনের

  • |
Google Oneindia Bengali News

#DhoniRetires বনাম #DhoniNeverTires বিতর্কে এবার মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনির শৈশবের কোচ কেশব কেশব বন্দ্যোপাধ্যায়। যে বা যারা সোশ্যাল মিডিয়ায় ধোনির অবসরের জল্পনা তুলেছেন, তাঁদের বিশেষ বার্তাও দিয়েছেন রাঁচির এই বাঙালি কোচ। কী বললেন তিনি, দেখে নেওয়া যাক।

সোশ্যাল মিডিয়ায় জল্পনা

সোশ্যাল মিডিয়ায় জল্পনা

করোনা ভাইরাসের জেরে অচলাবস্থা মধ্যে দীর্ঘদিন ধরে এমএস ধোনিকে বাইশ গজে না দেখে যারপরনাই হতাশ হয়ে পড়েছিলেন কিছু ক্রিকেট প্রেমী। নতুন কিছু করার লক্ষ্যেই #DhoniRetires ট্যাগ তৈরি করে দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়কের অবসরের জল্পনা তুলে দেন তাঁরা। ওই জল্পনাতেই আবেগতাড়িত হয়ে পড়েছেন ধোনি-প্রেমী জনতা। কার্যত কান্নাকাটি শুরু করে দিয়েছেন তাঁরা। কেউ কেউ তো এখনই ধোনিকে চোখে হারাতে শুরু করেছেন।

জল্পনার পাল্টা

জল্পনার পাল্টা

ঘটনার তীব্র প্রতিবাদ করেন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি। কড়া ভাষায় লেখেন, তিনি বুঝতে পারছেন যে লকডাউন মানুষকে মানসিকভাবে অস্থিতিশীল করে তুলেছে। #DhoniRetires পাল্টা হিসেবে #DhoniNeverTires এবং #DhoniNeverRetired ট্যাগ তৈরি করেন ধোনি প্রেমীরা। ধোনি কবে অবসর নেবেন সেটা তিনিই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ গ্যারি কার্স্টেনও।

কী বললেন কেশব কেশব বন্দ্যোপাধ্যায়ের

কী বললেন কেশব কেশব বন্দ্যোপাধ্যায়ের

এমএস ধোনির অবসর নিয়ে মানুষের এত কৌতুহল দেখে অবাকই হয়েছেন তাঁর শৈশবের কোচ কেশব কেশব বন্দ্যোপাধ্যায়। বলেছেন, ঢাকঢোল পিটিয়ে লোক ডেকে অবসর করার মতো মানুষ নন মাহি। কখন, কীভাবে অবসর নিতে হয়, তা ধোনি বিলক্ষণ জানেন বলে বিশ্বাস করেন কেশব কেশব বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, এমএসের যখন অবসর নেওয়ার ইচ্ছা হবে, তখন তিনি বিসিসিআই-কে জানাবেন। তারপর সাংবাদিকদের ডেকে নিয়মমাফিক ধোনি অবসর ঘোষণা করবেন বলে জানিয়েছেন কেশব কেশব বন্দ্যোপাধ্যায়।

বিশ্বকাপ খেলবেন ধোনি

বিশ্বকাপ খেলবেন ধোনি

কেশব বন্দ্যোপাধ্যায়ের দাবি, আগের মতোই ফিট এবং ক্ষিপ্র এমএস ধোনি, আইপিএলে নিজের সেরাটা দেবেন। পারফরম্যান্সের নিরিখেই ধোনি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে ডাক পাবেন বলে মনে করেন তাঁর শৈশবের কোচ। করোনা ভাইরাসের জন্য বিশ্বকাপ পিছিয়ে গেলেও মাহি তাতে অংশ নেবেন বলে বিশ্বাস করেন কেশব বন্দ্যোপাধ্যায়।

'সাইকেল গার্ল' জ্যোতির পাশে সুপার ৩০! সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আনন্দ কুমার'সাইকেল গার্ল' জ্যোতির পাশে সুপার ৩০! সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আনন্দ কুমার

English summary
MS Dhoni's childhood coach says that he can play T20 World Cup if the event gets postponded
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X