For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাঁর চোখে ধোনিই সেরা, বললেন প্রাক্তন অস্ট্রেলিয় তথা সিএসকে তরকা

তাঁর চোখে ধোনিই সেরা, বললেন প্রাক্তন অস্ট্রেলিয় তথা সিএসকে তরকা

  • |
Google Oneindia Bengali News

মহেন্দ্র সিং ধোনি আরও এক-দুই বছর আন্তর্জাতিক ক্রিকেট অনায়াসে খেলতে পারেন বলে মনে করেন প্রাক্তন অস্ট্রেলিয় তথা সিএসকে তারকা মাইকেল হাসি। আইপিএলে তিনি কাঁর সঙ্গে ব্যাট করতে সবচেয়ে বেশি পছন্দ করতেন, তাও জানালেন হাসি।

ধোনির প্রত্যাবর্তন

ধোনির প্রত্যাবর্তন

গত জুলাইতে ভারতীয় দলের জার্সিতে শেষবার ২২ গজে নামেন মহেন্দ্র সিং ধোনি। এরপরের ৯ মাস তাঁকে আর ক্রিকেটে দেখা যায়নি। চলতি বছরের আইপিএলে ফের ব্যাট-গ্লাভস হাতে তোলার কথা ছিল এমএস ধোনির। করোনা ভাইরাসের জন্য টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায়, সে গুড়েও বালি পড়ে গিয়েছে। এই অবস্থায় দেশের সর্বকালের সেরা অধিনায়কের কামব্যাক আদৌ সম্ভব কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

ধোনির মধ্যে উপাদান রয়েছে

ধোনির মধ্যে উপাদান রয়েছে

মহেন্দ্র সিং ধোনি এখনও হেসে-খেলে আরও এক-দুই বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেন বলে বিশ্বাস করেন অস্ট্রেলিয়া ও চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ব্যাটসম্যান মাইকেল হাসি। তবে ধোনি আর কতদিন খেলতে চান, সেটা তাঁর ওপর নির্ভর করছে বলেও জানিয়েছেন মাইক।

ধোনিই সেরা

ধোনিই সেরা

নিজের ক্রিকেট কেরিয়ারে মহেন্দ্র সিং ধোনির মতো কাউকে দেখেননি চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান ব্যাটিং কোচ মাইকেল হাসি। তাঁর কথায়, ধোনির মস্তিষ্ক তুখোড়। একই সঙ্গে মাহি অবিশ্বাস্য শক্তির অধিকারি বলেও জানিয়েছেন হাসি। প্রাক্তন অজির কথায়, ধোনি জানেন যে কখন তিনি ছক্কা হাঁকাতে পারবেন।

বিজয় সেরা পার্টনার

বিজয় সেরা পার্টনার

চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলার সময় মুরলী বিজয়ের সঙ্গে ইনিংস শুরু করতেন মাইকেল হাসি। ওই পার্টনারশিপ তিনি পছন্দ করতেন বলে জানিয়েছেন হাসি।

পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে

পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে

করোনা ভাইরাসের জেরে স্তব্ধ হয়ে পড়ে রয়েছে ক্রিকেট। পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও সময় লাগবে বলে মনে করেন হাসি। ততদিন ক্রিকেট বিশ্বকে অপেক্ষা করতে হবে বলে মনে করেন মাইকেল হাসি।

English summary
MS Dhoni still have the power to play international cricket, says Michael Hussey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X