For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'থালা' শব্দে মজে এমএস ধোনি, আবেগপ্রবণ বার্তা দিলেন ভারতীয় লেজেন্ড

'থালা' শব্দে মজে এমএস ধোনি, আবেগপ্রবণ বার্তা দিলেন ভারতীয় লেজেন্ড

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের প্রস্তুতি উপলক্ষ্যে চেন্নাইতে রয়েছেন দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দক্ষিণ ভারতের মানুষের আবেগ, ভালোবাসায় তিনি এতটাই মুগ্ধ হয়েছেন যে নিজের আবেগ তিনি ধরে রাখতে পারেননি। চেন্নাই সুপার কিংস ও তার সমর্থকরা তাঁর জীবনের কতটা অংশ জুড়ে রয়েছেন, তা জানান দিয়েছেন 'থালা'।

চেন্নাইতে ধোনি

চেন্নাইতে ধোনি

ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ভারতীয় ক্রিকেট দল। সেটিই ছিল টিম ইন্ডিয়ার জার্সিতে মহেন্দ্র সিং ধোনির শেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর ব্যাট ও উইকেটরক্ষকের দস্তানা হাতে আর মাঠ কাঁপাতে দেখা যায়নি এমএস-কে। ২৯ মার্চ থেকে শুরু হতে চলা আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে এতদিন পর ফের মাঠে নামবেন মাহি। টুর্নামেন্টের প্রস্তুতি সারতে গত ২ মার্চ চেন্নাইতে পৌঁছে গিয়েছেন ভারতীয় কিংবদন্তি। তাঁকে ঘিরে উচ্ছ্বাস ও উন্মাদনা চোখে পড়েছে। চিপক স্টেডিয়ামের নেটে ধোনির হেলকপ্টার শট দেখতেও হাজির হয়েছিলেন বহু মানুষ।

স্মৃতিমেদুর ধোনি

স্মৃতিমেদুর ধোনি

চেন্নাই সুপার কিংসের সমর্থকদের শ্রদ্ধা, ভালোবাসা পেয়ে তিনি মুগ্ধ বলে জানালেন মহেন্দ্র সিং ধোনি। বিগত বছরগুলিতে যে ভূমিকায় তাঁকে দেখা যায়নি, সেই আবেগতাড়িত হয়ে স্মৃতি হাতড়ালেন মাহি। এক সাক্ষাৎকারে বললেন, ২০০৮ সাল থেকে চেন্নাই সুপার কিংসের সঙ্গে তাঁর যাত্রা শুরু হয়। ইতিমধ্যে তিন বার আইপিএল ও দুই বার চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জিতেছে মেন ইন ইয়েলো। সেই মুহূর্তগুলি স্মরণ করে এমএস বললেন, সিএসকে তাঁকে দক্ষ ক্রিকেটার ও মানুষ হতে বিশেষভাবে সাহায্য করেছে। আইপিএলে খেলার সৌজন্যে তিনি মাঠে ও মাঠের বাইরে চাপ সামলাতে নিখুঁত ভাবে শিখেছেন বলেও জানিয়েছেন ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক।

'থালা' নিয়ে ধোনি

'থালা' নিয়ে ধোনি

চেন্নাই তথা গোটা দক্ষিণ ভারতের মানুষ তাঁকে নাম ধরে ডাকেন না। সেখান থেকে পাওয়া 'থালা' পদবি ভীষণ আন্তরিক বলে মনে হয় মহেন্দ্র সিং ধোনির। তাঁর কথায়, 'থালা' শব্দের অর্থ বড় দাদা। এমন সম্মানে তিনি আপ্লুত বলেও জানিয়েছেন এমএস ধোনি।

ধোনির আইপিএল কেরিয়ার

ধোনির আইপিএল কেরিয়ার

আইপিএলের প্রথম এডিশন অর্থাৎ ২০০৮ সাল থেকেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। সিএসকে ও রাইজিং পুনে সুপারজায়েন্টসের হয়ে ১৯০টি আইপিএল ম্যাচ খেলেছেন মাহি। ৪৪৩২ রান এসেছে তাঁর ব্যাট থেকে। টুর্নামেন্টে ২৩টি অর্ধশতরানও রয়েছে ২০১১-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়কের।

English summary
MS Dhoni swims into emotions when CSK fans calls him 'Thala'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X