For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলের প্রথম সংস্করণে ধোনিতে নাকি অনীহা ছিল এই দলের! তারপর ইতিহাস

আইপিএলের প্রথম সংস্করণে ধোনিতে অনীহা ছিল এই দলের!

  • |
Google Oneindia Bengali News

আর কার্যত এক মাস পরেই শুরু হচ্ছে আইপিএল। টুর্নামেন্ট ঘিরে বিশ্বজুড়ে উৎসাহ ও উন্মাদনার পারদ চড়ছে। সন্দেহ নেই যে এবারের আইপিএলে সব ক্রিকেট প্রেমীদের নজর আটকে থাকবে ভারতের ২০১১-র বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক তথা সিএসকে-র নেতা মহেন্দ্র সিং ধোনির দিকে। যাঁকে ২০১৯-র বিশ্বকাপের পর থেকে ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি। সেই এমএস সম্পর্কে নতুন তথ্য জানানো সিএসকে-র অন্দর থেকে। জানা গেল, শুরুতে নাকি ধোনিকে দলে নিতেই চাননি চেন্নাই দলের মালিক এন শ্রীনিবাসন।

কবে শুরু আইপিএল

কবে শুরু আইপিএল

আগামী ২৯ মার্চ শুরু হচ্ছে এবারের আইপিএল। মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে গত বারের রার্নাস চেন্নাই সুপার কিংস। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই-র আশা করছেন ক্রিকেট প্রেমীরা।

প্রথম আইপিএল

প্রথম আইপিএল

২০০৮ সালের ১৮ এপ্রিল ভারতে শুরু হয়েছিল ইন্ডিয়ান সুপার লিগ বা আইপিএলের প্রথম সংস্করণ। সেই টুর্নামেন্টে দুর্দান্ত খেলে ফাইনালে উঠেছিল মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। যদিও সেই ম্যাচে শেন ওয়ার্ন নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালসের কাছে হেরে যেতে হয়েছিল মেন ইন ইয়ালোকে। পরের আইপিএল অর্থাৎ ২০০৯ সালে টুর্নামেন্ট জেতে ডেকান চার্জার্স। দক্ষিণ আফ্রিকায় হওয়া ওই টুর্নামেন্টের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়েছিল অ্যাডাম গিলক্রিস্ট শিবির।

চ্যাম্পিয়ন চেন্নাই

চ্যাম্পিয়ন চেন্নাই

প্রথম দুই বার আইপিএল জিততে না পারলেও, টুর্নামেন্টে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের ধারাবাহিকতায় মুগ্ধ হয়েছিলেন ক্রিকেট প্রেমীরা। ২০১০ সালে অবশেষে সেই ধারাবাহিকতার পুরস্কার পায় সিএসকে। সেবারই প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হয় মেন ইন ইয়ালো। ২০১১ সালেও ট্রফি জেতে চেন্নাই। ২০১৮ নিজেদের তৃতীয় আইপিএল জেতে এমএস ধোনির দল।

ধোনিই প্রথম ক্রিকেটার

ধোনিই প্রথম ক্রিকেটার

২০০৮ অর্থাৎ আইপিএলের প্রথম সংস্করণের নিলামে ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেই প্রথমে কিনেছিল চেন্নাই সুপার কিংস। ধোনিকে ১.৫ মিলিয়ন অর্থে কিনেছিল প্রাক্তন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনের দল।

ধোনিকে নাকি নিতেই চাননি শ্রীনিবাসন

ধোনিকে নাকি নিতেই চাননি শ্রীনিবাসন

ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ২০০৮ সালে চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাচক ভিবি চন্দ্রশেখর জানিয়েছেন যে নিলাম শুরুর আগে খেলোয়াড় কেনা নিয়ে তাঁর সঙ্গে আলোচনায় বসেছিলেন এন শ্রীনিবাসন। কোন ক্রিকেটারের জন্য বিশেষ করে ঝাঁপাবে সিএসকে, সে প্রশ্নও করেছিলেন শ্রীনিবাসন। উত্তরে চন্দ্রশেখর মহেন্দ্র সিং ধোনির নাম বলেছিলেন। কিন্তু সেই সময় শ্রীনিবাসন এমএসের পরিবর্তে বীরেন্দ্র সেহওয়াগকে নেওয়ার পক্ষপাতি ছিলেন বলে জানিয়েছন ভিবি চন্দ্রশেখর।

কেন ধোনি

কেন ধোনি

কেন তিনি মহেন্দ্র সিং ধোনিকে নিতে চাইছেন, ২০০৮ সালে ভিবি চন্দ্রশেখরকে সেই প্রশ্ন করেছিলেন সিএসকের মালিক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন। উত্তরে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেছিলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে অধিনায়ক তথা উইকেটরক্ষক তথা হার্ড হিটার মহেন্দ্র সিং ধোনির কার্যকারিতা ও প্রভাব অনেক বেশি।

English summary
MS Dhoni was not the first choice of N Srinivasan for IPL
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X