For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিকেটার খুঁজতে বছরের ২২০-২৪০ দিন ঘুরেই কাটিয়েছেন এমএসকে প্রসাদ!

সমালোচনায় তিনি ক্লান্ত হন না। কারণ ভারতীয় ক্রিকেটের উন্নতিই তাঁর কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে বলে দাবি করেছেন বিসিসিআই-র বিদায়ী প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ।

  • |
Google Oneindia Bengali News

সমালোচনায় তিনি ক্লান্ত হন না। কারণ ভারতীয় ক্রিকেটের উন্নতিই তাঁর কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে বলে দাবি করেছেন বিসিসিআই-র বিদায়ী প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। তিনি ও তাঁর দল যে পরিশ্রম করেছেন, তাতেই তাঁরা সফল হয়েছেন বলেও দাবি প্রসাদের।

সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন

সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন

কোনও ক্ষেত্রে বড় সফলতা পেতে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন বিসিসিআই-র বিদায়ী প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। তাঁর কথায়, দেশের জাতীয় দলের নির্বাচকের চেয়ারে বসে প্রথমেই তাঁরা একটি রূপরেখা তৈরি করে ফেলেছিলেন। সেই পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়েছে বলেই ভারতীয় ক্রিকেট দল এই উচ্চতায় পৌঁছেছে বলে দাবি এমএসকে প্রসাদের।

ক্রিকেটার খুঁজতে ঘুরে বেড়িয়েছেন

ক্রিকেটার খুঁজতে ঘুরে বেড়িয়েছেন

বিসিসিআই-র বিদায়ী প্রধান নির্বাচক এমএসকে প্রসাদের কথায়, এই চার বছরে মাঠে বসে প্রচুর ঘরোয়া ক্রিকেট দেখেছেন তাঁরা। যোগ্য ও প্রতিভাবান ক্রিকেটার খুঁজতে বছরের ২২০ থেকে ২৪০ দিন তাঁরা দেশের বিভিন্ন রাজ্য ঘুরে বেড়িয়েছেন বলে দাবি এমএসকে প্রসাদের।

দুর্দান্ত স্পিন আক্রমণ

দুর্দান্ত স্পিন আক্রমণ

বিসিসিআই-র বিদায়ী প্রধান নির্বাচক এমএসকে প্রসাদের দাবি, জাতীয় দলের প্রথম একাদশ বাদ দিলে রিজার্ভ বেঞ্চে বসে থাকা স্পিনারদের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার কোনও অবকাশ নেই। সমালোচনা ও চাপের সামনে মাথানত করলে এই সাফল্য পাওয়া সম্ভব ছিল না বলে জানিয়েছেন প্রসাদ।

বিদেশে সাফল্যে গর্বিত

বিদেশে সাফল্যে গর্বিত

টেস্টের ক্রম তালিকায় ভারতের শীর্ষ স্থান দখল, নির্বাচক হিসেবে তাঁর সেরা সাফল্য বলে জানিয়েছেন এমএসকে প্রসাদ। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো দলগুলিকে তাদেরই মাটিতে ধরাশায়ী করার ফলে এই সফলতা এসেছে বলে দাবি প্রসাদের।

English summary
MSK Prasad never felt burden by criticism in 4 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X