For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাল্টি কয় যাহারে, ধোনি প্রসঙ্গে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন প্রসাদ

একদিনের ক্রিকেটে ধামাকা, টি-টোয়েন্টি ক্রিকেটে তুখোড় পারফরম্যান্স মহেন্দ্র সিং ধোনি -র। তাই এখন সকলের নেক নজরে মাহি। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

মাস কয়েক আগেই এম এস কে প্রসাদের মন্তব্য নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট দুনিয়া। ধোনি-র নাম করেও নির্বাচক কমিটির প্রধান জানিয়েছিলেন ভারতীয় দলে কারোর জায়গাই পাকা নয়। যা নিয়ে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া।

পাল্টি কয় যাহারে, ধোনি প্রসঙ্গে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন প্রসাদ

এবার কিন্তু একেবারে পালটি খেলেন সেই নির্বাচক প্রধান এমএসকে প্রসাদই। তিনি জানিয়ে দিয়েছেন ২০১৯ -র বিশ্বকাপের জন্য দলে জায়গা পাকা মহেন্দ্র সিং ধোনির। এমএসকে প্রসাদ বলেছেন, 'আমরা মোটামুটিভাবে নিজেদের মানসিকতা স্থির করে করে ফেলেছি। বিশ্বকাপ অবধি একটা ভাবনা আছে. বিশ্বকাপের পরে। বিশ্বকাপের পরে কিছু উইকেটরক্ষকে আমরা তৈরি করব, যাঁদের আমরা ভারতীয় এ দলে খেলিয়ে তৈরি করব। ' এমএসকে প্রসাদ জানিয়ে দিয়েছেন তিনি ও তাঁর কমিটি যা স্থির করেছেন তাতে বিশ্বকাপ অবধি ধোনি-র নিজের জায়গা নিয়ে কোনও প্রতিযোগিতা নেই। '

প্রসাদ এও বলেছেন, 'আমার মনে হয় ও পৃথিবীর সেরা উইকেটরক্ষক। আমরা রোজ দিন দেখতে পাচ্ছি ও রোজ কী করে, এমনকি টি-টোয়েন্টি সিরিজেও দেখেছি ও কত দক্ষতার সঙ্গে স্টাম্পিং করে। কিম্বা পিছনে ক্যাচ ধরা, যেভাবে ও করে সেটা অবিশ্বাস্য। ভারতীয় ক্রিকেটে ভুলে যান আমার মনে হয় না বিশ্ব ক্রিকেটে ওঁর মতো তো দূর, ওঁর কাছাকাছিও কেউ আছে। '

আসলে পারফরম্যান্স দিয়ে কী করে মুখ বন্ধ করতে হয় মহেন্দ্র সিং ধোনি জানেন। আর তাই এই সব সমালোচকরা তখন নিজেদের স্টান্স বদল করতে বাধ্য হন। এমএসকে প্রসাদকে তাই কথা নিজেকেই গিলতে হল।

English summary
MSK Prasad's 180 degree turn about Dhoni's future, says he is indispensible for India's World Cup mission
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X