For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হারের সরণীতে হাঁটতে থাকা মুম্বইকে পেপটক রোহিতের


 রঞ্জিতে টানা দুই ম্যাচে হার। হারের সরণীতে হাঁটছে মুম্বই। যা দেখে এবার মুম্বই দলকে পেপটক দিতে এগিয়ে এলেন রোহিত শর্মা। দেশের হয়ে এই মুহূর্তে ক্রিকেট খেলা থেকে রোহিত দূরে রয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

রঞ্জিতে টানা দুই ম্যাচে হার। হারের সরণীতে হাঁটছে মুম্বই। যা দেখে এবার মুম্বই দলকে পেপটক দিতে এগিয়ে এলেন রোহিত শর্মা। দেশের হয়ে এই মুহূর্তে ক্রিকেট খেলা থেকে রোহিত দূরে রয়েছেন। এইমুহূর্তে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত টি-টোয়েন্টি সিরিজ খেলছে। সেই সিরিজে সীমিত ওভারের সহঅধিনায়ক রোহিত বিশ্রামে রয়েছেন।

টানা দুই ম্যাচে হার মুম্বইয়ের

টানা দুই ম্যাচে হার মুম্বইয়ের

এবছর রঞ্জিতে হোম ম্যাচে শেষ দুই ডুয়েলে রেলওয়েস ও কর্ণাটকের কাছে হেরে বসেছে মুম্বই। যারপর দলের পারফর্ম্যান্স নিয়ে কাটাছেঁড়া চলছে। সূর্যকুমার যাদব অ্যান্ড কোম্পানির পারফর্ম্যান্স নিয়ে মুম্বই ক্রিকেট সার্টিকেও তীব্র সমালোচনা শুরু হয়েছে।

রোহিতের পেপটক

রোহিতের পেপটক

মুম্বই দলের সূত্রে জানা গিয়েছে রোহিত দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন। মূলত এমন কঠিন পরিস্থিতিতে কীভাবে ঘুরে দাঁড়াতে হবে রোহিত সেটাই বলেন। বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে ব্যাটিং প্রস্তুতির জন্য এসেছিলেন হিটম্যান। সেখানেই তিনি মুম্বই দলের ক্রিকেটারদের রঞ্জিতে ঘুরে দাঁড়ানোর জন্য পেপটক দিয়েছেন। রবিবার ব্যাটিং প্র্যাকটিসে এসেছিলেন হিটম্যান। এর আগে মুম্বই-কর্ণাটক ম্যাচের দ্বিতীয় দিনের খেলা দেখে যান রোহিত।

একনজরে রেলওয়েসের বিরুদ্ধে মুম্বইয়ের হার

একনজরে রেলওয়েসের বিরুদ্ধে মুম্বইয়ের হার

ওয়াংখেড়েতে মুম্বই ,রেলওয়েসের বিরুদ্ধে ১০ উইকেটে ম্যাচ হারে। প্রথম ইনিংসে ১১৪ ও দ্বিতীয় ইনিংসে মুম্বই ১৯৮ রান তুলেছিল।

একনজরে কর্ণাটকের বিরুদ্ধে মুম্বইয়ের হার

একনজরে কর্ণাটকের বিরুদ্ধে মুম্বইয়ের হার

বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের মাঠে মুম্বইকে ৫ উইকেটে হারিয়ে কর্ণাটক ম্যাচ জিতেছে। এবারও দুই ইনিংসে একবারের জন্য মুম্বই ২০০ রানের গণ্ডি পার করতে পারেনি।প্রথম ইনিংসে ১৯৪ ও দ্বিতীয় ইনিংসে মুম্বই ১৪৯ রান করে।

মুম্বইয়ের সামনের প্রতিপক্ষ

মুম্বইয়ের সামনের প্রতিপক্ষ

১১ জানুয়ারি থেকে অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বই ম্যাচ খেলবে। চিপকে এই ম্যাচে মুম্বই সূর্যকুমার যাদবকে পাচ্ছে না। নিউজিল্যান্ডে এ দলের বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে ম্যাচ থাকার কারণে রঞ্জিতে থাকবেন না সূর্য।

English summary
Mumbai ranji team Lost 2 match in a row: Rohit Sharma gives pep talk to team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X