For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দলীপ ট্রফি থেকেই ভারতীয় ক্রিকেটারদের ডোপ পরীক্ষা শুরু করবে নাডা, মানল বিসিসিআই-র দাবি

ভারতের উঠতি তরুণ ক্রিকেটার পৃথ্বী শ-র বিরুদ্ধে ডোপিং-র অভিযোগ উঠতেই নড়েচড়ে বসেছে বিসিসিআই।

  • |
Google Oneindia Bengali News

ভারতের উঠতি তরুণ ক্রিকেটার পৃথ্বী শ-র বিরুদ্ধে ডোপিং-র অভিযোগ উঠতেই নড়েচড়ে বসেছে বিসিসিআই। ইচ্ছে না থাকলেও এক কথায় বাধ্য হয়ে এবং কেন্দ্রের চাপে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি না নাডায় নিজেদের অন্তর্ভূক্ত করে ভারতীয় ক্রিকেট বোর্ড। নাডা জানায়, তারা তাদের সুবিধা মতো যখন খুশি ভারতীয় ক্রিকেটারদের ডোপ পরীক্ষা নিতে পারে। সেই মতো নির্ধারিত দিন ঘোষণা করল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি।

দলীপ থেকে শুরু

দলীপ থেকে শুরু

রবিবার থেকে বেঙ্গালুরুতে শুরু হয়েছে দলীপ ট্রফি। টুর্নামেন্ট চলাকালীন ভারতীয় ক্রিকেট বোর্ডে নথিভূক্ত ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে নাডা। তা বলে ইন্ডিয়া ব্লু ও গ্রিনের মধ্যে টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই ক্রিকেটারদের কাছ থেকে স্য়াম্পেল সংগ্রহ করা হবে না বলে আশ্বস্ত করেছে নাডা। ২৩ এপ্রিল থেকে শুরু হতে চলা দলীপ ট্রফির দ্বিতীয় ম্যাচ থেকে কাজ শুরু হবে বলে জানিয়েছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি।

বিসিসিআই-র আবেদন

বিসিসিআই-র আবেদন

ভারতীয় ক্রিকেটারদের ডোপ পরীক্ষা দলীপ ট্রফি থেকে শুরু হোক, তা নিয়ে কোনও আপত্তি নেই বিসিসিআই-র। কেবল তাদের আবেদন, যাঁদের উপর এই পরীক্ষার ভার, সেই ডোপ কন্ট্রোল অফিসাররা যেন মেডিক্যাল প্র্যাকটিশনার বা ডাক্তার হন। ভারতীয় ক্রিকেট বোর্ডের জেনারেল ম্যানেজার (ক্রিকেট অপারেশন) সাবা করিম ও অ্যান্টি ডোপিং ইউনিটের হেড অভিজিৎ সালভি এ ব্যাপারে নিশ্চয়তা পেতে নাডার ডিরেক্টর জেনারেল নবীন আগরওয়ালের দ্বারস্থ হয়েছিলেন।

নাডার সম্মতি

নাডার সম্মতি

বিসিসিআই-র আবেদনে সাড়া দিয়েছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি। জানিয়েছে, ডোপ পরীক্ষার জন্য এই মুহূর্তে তাদের সংস্থায় ১১১ জন নথিভূক্ত চুক্তিবদ্ধ আধিকারিক আছেন। তাঁদের মধ্যে লিড ডোপ কন্ট্রোল অফিসার, ডোপ কন্ট্রোল অফিসার, ব্লাড কালেকশন অফিসাররা রয়েছেন বলে বিসিসিআই-কে জানিয়েছে নাডা। এই তালিকায় ১৬ জন নথিভূক্ত চিকিৎসক বলেও ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়েছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি।

English summary
NADA to start testing Indian cricketers during Duleep Trophy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X