For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২২ গজে বিরাট নাকি সৌরভেরই মতো, ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের মত

বিরাটের নেতৃত্ব নাকি সৌরভেরই মতো, ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের মত

  • |
Google Oneindia Bengali News

২০০০ সালে ভাঙাচোরা টিম ইন্ডিয়াকে নিয়ে অন্ধকার থেকে আলোয় ফেরার যে লড়াই সৌরভ গঙ্গোপাধ্যায় শুরু করেছিলেন, তারই উত্তরাধিকার বহন করে চলেছেন বিরাট কোহলি। দুই কিংবদন্তির নেতৃ্ত্ব দানের ক্ষমতার মধ্যে অনেক মিল রয়েছে বলে মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। ঠিক কোথায় কোথায় নেতা বিরাটের কার্যকলাপ অধিনায়ক সৌরভের মতো, তা জানিয়েছেন নাসের।

অধিনায়ক সৌরভের রেকর্ড

অধিনায়ক সৌরভের রেকর্ড

সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই ভারতীয় ক্রিকেটে বৈপ্লবিক পরিবর্তন এসেছিল। টিম ইন্ডিয়াকে ১৪৬টি ওয়ান ডে-তে নেতৃত্ব দিয়েছেন মহারাজ। ৭৬টি ম্যাচ জিতেছে ভারত। ৬৫টি ম্যাচে হার হজম করতে হয়েছে। অন্যদিকে সৌরভের নেতৃত্বে ৪৯টি টেস্ট খেলে ২১টি ম্যাচ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। তার মধ্যে ১১টি জয় এসেছে বিদেশের মাটিতে। মহারাজের নেতৃত্বেই টেস্ট ক্রম তালিকায় আট নম্বর স্থান থেকে দুই নম্বরে উঠে এসেছিল ভারত। অধিনায়ক হিসেবে দেশকে ২০০২-র চ্যাম্পিয়ন্স ট্রফি ও ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি উপহার দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তরুণ টিম ইন্ডিয়াকে ২০০৩ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েও দুর্ধর্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার হজম করতে হয়েছিল। সেই অস্ট্রেলিয়াকেই তাদের মাটিতে টেস্ট সিরিজ ড্র করিয়েছিল সৌরভ ব্রিগেড। ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজ হারানো প্রথম ভারতীয় অধিনায়কও ছিলেন মহারাজ। পাকিস্তানকেও তাদের মাটিতে টেস্ট ও ওয়ান ডে সিরিজ হারানো প্রথম ভারতীয় অধিনায়ক ছিলেন বিসিসিআই সভাপতি।

অধিনায়ক বিরাটের রেকর্ড

অধিনায়ক বিরাটের রেকর্ড

এখনও পর্যন্ত ভারতীয় দলকে ৫৫টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। ৩৩টি ম্যাচে জয় হাসিল হয়েছে। ১২টি ম্যাচ হেরেছে ভারত। বিরাটের নেতৃত্বে ৮৯টি ওয়ান ডে ম্যাচ খেলেছে ভারতীয় ক্রিকেট দল। জিতেছে ৬২টি ম্যাচ। কোহলির নেতৃত্বে টি-টোয়েন্টিতে ৩৭টির মধ্যে ২২টি ম্যাচ জিতেছে ভারত। তবে এখনও সেভাবে বড় কোনও টুর্নামেন্ট জিততে পারেনি বিরাট কোহলির টিম ইন্ডিয়া। ২০১৭-এর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ভারত। ২০১৯-র বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছিল বিরাটের দলকে।

ভয়ডরহীন সৌরভ

ভয়ডরহীন সৌরভ

চেন্নাই-জাত ভারতীয় বংশোদ্ভুত প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেনের কথায়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আগে ভারতীয় দলে মহান ক্রিকেটারের অভাব ছিল না। সুনীল গাভাসকর, মহম্মদ আজহারউদ্দিন, জাভাগাল শ্রীনাথ, সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলের মতো গ্রেটরা ভারতীয় দলকে একাধিক ম্যাচ জিতেয়েছেন। কিন্তু ওই দলে সেই লড়াকু মানসিকতা ছিল না বলে মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। সৌরভই দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে তাতে লড়াকু মানসিকতা সঞ্চার করেছিলেন, তা এক কথায় মেনে নিয়েছেন নাসের। বলেছেন, শত্রুর চোখে চোখ রেখে উত্তর দিতে শিখিয়েছিলেন মহারাজ। নাসেরের কথায়, ভারতীয় ক্রিকেট এখন যে উচ্চতায় পৌঁছেছে, তার শ্রেয় সৌরভের সুনিপুণ ক্রিকেট মস্তিষ্ককে দিতেই হবে।

সৌরভেরই মতো বিরাট

সৌরভেরই মতো বিরাট

মাঠে বিরাট কোহলির আগ্রাসী মনোভাব সৌরভ গঙ্গোপাধ্যায়কে স্মরণ করায় বলে জানিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। তাঁর কথায়, সৌরভেরই মতে বিরাট আগ্রাসী হলেও নিজেকে নিয়ন্ত্রণ করতে জানেন। এখানেই দুই তারকা অধিনায়ক হিসেবে সফল বলে মনে করেন নাসের।

করোনা মোকাবিলায় এবার আর্টিস্ট ফোরামকে অনুদান দিলদরিয়া সৌরভের, দিলেন কত টাকা?করোনা মোকাবিলায় এবার আর্টিস্ট ফোরামকে অনুদান দিলদরিয়া সৌরভের, দিলেন কত টাকা?

English summary
Nasser Hussain compares Virat Kohli's captaincy style with Sourav Ganguly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X