For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের কাছে সৌরভই ছিলেন সবচেয়ে অপছন্দের পাত্র!

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের কাছে সৌরভই ছিলেন সবচেয়ে অপছন্দের পাত্র!

  • |
Google Oneindia Bengali News

মাঠে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যে তাঁর সম্পর্ক কোনওদিনই ভালো ছিল না, তা আগেই স্বীকার করেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। তার প্রধান কারণ কী, তা এবার খোলসা করলেন ভারতীয় বংশোদ্ভুত প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার। তা বলে ভারতীয় ক্রিকেটের নবজাগরণে বিসিসিআই সভাপতির অবদানের কথা স্মরণ করাতে ভোলেননি নাসের।

টসের জন্য দেরি

টসের জন্য দেরি

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন জানিয়েছেন, টসের জন্য প্রতিপক্ষ দলের অধিনায়ককে অপেক্ষা করিয়ে রাখাটা অভ্যাসে পরিণত করেছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁকে তো বটেই, স্টিভ ওয়াকেও টস করতে গিয়ে মহারাজের জন্য অপেক্ষা করতে হয়েছে বলে জানিয়েছেন নাসের। সৌরভ এমন কাজ ইচ্ছা করে করতেন বলে মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। তাঁর কথায়, মাঠে আগ্রাসন দেখানোর মতোই দেরিতে টস করতে আসাটাও মহারাজের রণনীতির মধ্যে পড়ত।

শত্রু হলেও বন্ধু

শত্রু হলেও বন্ধু

ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকারের ভূমিকায় একসঙ্গে দেখা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং নাসের হুসেনকে। একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে নাসের জানিয়েছেন, মাঠের বাইরের সৌরভ অত্যন্ত ভদ্র, নম্র এবং বন্ধুসুলভ। তবে মহারাজের দেরিত আসার স্বভাব কমেন্ট্রি বক্সেও বজায় ছিল বল মজার ছলেই বলেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

সৌরভের আগেও ভালো দল ছিল

সৌরভের আগেও ভালো দল ছিল

চেন্নাই-জাত ভারতীয় বংশোদ্ভুত প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেনের কথায়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আগে ভারতীয় দলে মহান ক্রিকেটারের অভাব ছিল না। মহম্মদ আজহারউদ্দিন, জাভাগাল শ্রীনাথ, সচিন তেন্ডুলকরদের মতো গ্রেটরা ভারতীয় দলকে একাধিক ম্যাচ জিতেয়েছেন। কিন্তু ওই দলে সেই লড়াকু মানসিকতা ছিল না বলে মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

শক্ত করেছিলেন সৌরভ

শক্ত করেছিলেন সৌরভ

অধিনায়কত্ব হাতে নেওয়ার ভারতীয় দলে তরুণ প্রতিভা আমদানি করতে শুরু করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে তাতে লড়াকু মানসিকতা সঞ্চার করেছিলেন যে সৌরভ, তা এক কথায় মেনে নিয়েছেন নাসের। তাঁর কথায়, ভারতীয় ক্রিকেট এখন যে উচ্চতায় পৌঁছেছে, তার শ্রেয় সৌরভের সুনিপুণ ক্রিকেট মস্তিষ্ককে দিতেই হবে।

জুভেন্তাসে মেসি-রোনাল্ডো জুটি? নাকি গুয়ার্দিওয়ালার কোচিংয়ে লিও? কী বললেন বিশ্বকাপার ব্রাজিলিয়ানজুভেন্তাসে মেসি-রোনাল্ডো জুটি? নাকি গুয়ার্দিওয়ালার কোচিংয়ে লিও? কী বললেন বিশ্বকাপার ব্রাজিলিয়ান

English summary
Nasser Hussain hated Sourav Ganguly on field but has respect also
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X