For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে ভারতকে এগিয়ে রাখছেন নাসির, কিন্তু কেন?

বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ফর্ম নিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাকি দলগুলিকে সতর্ক করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হুসেন।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ফর্ম নিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাকি দলগুলিকে সতর্ক করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হুসেন। বিরাটের সৌজন্যেই টিম ইন্ডিয়াকে ইংল্যান্ড বিশ্বকাপের অন্যতম ফেভারিট ধরছেন নাসির। কোহলির অধিনায়ত্বের প্রশংসাতেও পঞ্চমুখ ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন।

বিশ্বকাপে ভারতকে এগিয়ে রাখছেন নাসির, কিন্তু কেন?

বিরাট কোহলির ফর্ম ছাড়াও ভারতীয় দলের ব্যালেন্সকে সমীহ করছেন নাসির হুসেন। তাঁর কথায়, বিরাট ছাড়াও টিম ইন্ডিয়ায় রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনির মতো ব্যাটসম্যান রয়েছেন, যাঁরা যেকোনো সময় যেকোনো ম্যাচের অভিমুখ পরিবর্তন করে দিতে পারে। অল-রাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার ফর্মও এই বিশ্বকাপে ভারতের হয়ে পার্থক্য গড়ে দিতে পারে বলে মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন। তাছাড়া ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরা, মহম্মদ সামি সম্বলিত টিম ইন্ডিয়ার পেস অ্যাটাকও প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের ভোগাবে বলে ধারণা নাসির হুসেনের। স্পিনার কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহলের ফর্মও এই বিশ্বকাপে ভারতকে এগিয়ে রাখবে বলে মত নাসিরের।

প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের কথায়, গত দুই মরশুমে টিম ইন্ডিয়ার প্রদর্শন চমকপ্রদ। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে হারানোর পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজকে নিজেদের মাঠে ওয়াশ আউট করেছে বিরাট কোহলির ভারত। আইপিএল খেলে টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের ধার আরো বেড়েছে বলেই মনে করেন নাসির হুসেন। ভারত ছাড়াও ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকেও বিশ্বকাপের অন্যতম ফেভারিট ধরছেন নাসির।

English summary
Nasser Hussain warns teams to be wary of Virat Kohli’s India in World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X