For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউনে হার্দিকের জন্য বিশেষ মেনু রান্না করলেন বান্ধবী নাতাসা

করোনা লকডাউনে হার্দিকের জন্য বিশেষ মেনু রান্না করলেন বান্ধবী নাতাসা

  • |
Google Oneindia Bengali News

করোনা লকডাউনে গৃহবন্দি ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। ভাইরাসের সামাজিক সংক্রমণ বাড়তে থাকায় দেশ জুড়ে এখন ৫০০০ বেশি নাগরিক সংক্রমিত হয়েছেন। এই পরিস্থিতিতে দেশে এখন ২১ দিনের লকডাউন চলছে। ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন চলবে। ভাইরাসের সংক্রমণে মাত্রা বুঝে পরে লকডাউন বাড়ানোর ইঙ্গিত রয়েছে। করোনার কারণে আইপিএল স্থগিত হওয়ায় ক্রিকেটে ফেরা না হলেও লকডাউনের এই ছুটিতে বান্ধবীর সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন হার্দিক। এবার হার্দিকের জন্য বিশেষ মেনু রান্না করলেন বান্ধবী নাতাসা স্টানকোভিচ।

করোনা লকডাউনে হার্দিকের জন্য বিশেষ মেনু রান্না করলেন বান্ধবী নাতাসা

ইনস্টাগ্রাম স্টেটাসে হার্দিক বান্ধবী নাতাসা তাঁর জন্য রান্না করছেন,সেই ছবি শেয়ার করেছেন। ঘরে বন্দি থাকা অবস্থায় হার্দিকের জন্য পছন্দের প্যান কেক রান্না করেছেন নাতাসা।

প্রসঙ্গত চলতি বছরের প্রথম দিনে বান্ধবী নাতাসার সঙ্গে বাগদান পর্ব সেরে নিয়েছেন হার্দিক। ভারতীয় দলে হার্দিকের কাছের বন্ধুদের কাছেও অবশ্য এই নিয়ে কোনও আপডেট ছিল না। ১ জানুয়ারি, ২০২০ দুবাইয়ে বিশালবহুল মিনি জাহাজের মধ্য জমকালো পার্টিতে নাতাসাকে প্রোপেস করেন হার্দিক। সেদিন এই জুটির আংটি বদল হয়েছে। সম্প্রতি করোনা কোয়ারেন্টাইন হার্দিকের সঙ্গে প্রেমের মুহূর্তের ছবি পোস্ট করে ভারতীয় অলরাউন্ডারকে তাঁর জীবনের সবসময়ের কোয়ারেন্টাইন পার্টনার বলে নাতাসা উল্লেখ করেছেন। এবার নাতাসার কেক রান্না করার ছবি পোস্ট করে হার্দিক লিখলেন, 'ওর হাতের প্যান কেক খাওয়ার অপেক্ষায় সবুর সইছে না।'

করোনা লকডাউনে হার্দিকের জন্য বিশেষ মেনু রান্না করলেন বান্ধবী নাতাসা

উল্লেখ্য ২০২০ সালের আইপিএল নিয়ে হার্দিক পান্ডিয়ায় ক্রিকেটে ফেরার কথা ছিল। গত বছর সেপ্টেম্বর থেকে পিঠের চোটের কারণে বাইশ গজের বাইরে রয়েছেন পান্ডিয়া।

লন্ডনে গিয়ে পিঠের চোটের অস্ত্রপচারের পর হার্দিক এখন অবশ্য পুরোপুরি সুস্থ। করোনার কারণে স্থগিত হওয়া আইপিএল পরিবর্তিত নতুন সূচিতে শুরু হলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ভারতীয় অলরাউন্ডারকে ক্রিকেটে প্রত্যাবর্তন করতে দেখা যাবে।

English summary
Natasa stankovic make special cooking for Hardik pandya during Corona lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X