For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নভদীপকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত বললেন অধিনায়ক বিরাট

স্বপ্নের অভিষেক নভদীপ সাইনির, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চার ওভার হাত ঘুরিয়ে খরচ মাত্র ১৭ রান, সংগ্রহ ৩ উইকেট।

  • |
Google Oneindia Bengali News

স্বপ্নের অভিষেক, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চার ওভার হাত ঘুরিয়ে খরচ মাত্র ১৭ রান, সংগ্রহ ৩ উইকেট। এখানেই শেষ নয়, টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের মতো বিধ্বংসী ব্যাটিং সাইডে গতিতে (ঘন্টার ১৫০কিমি বোলিং) পরাস্ত করা, নিয়ন্ত্রিত বোলিং। সঙ্গে ডেথ বোলিংয়ে ২০ তম ওভারে উইকেট মেডেন। অভিষেকে এটাই নভদীপ সাইনির বোলিং পরিসংখ্যান।

বুকে ব্যথা নিয়ে এইমস হাসপাতালে ভর্তি সুষমা স্বরাজ

বুকে ব্যথা নিয়ে এইমস হাসপাতালে ভর্তি সুষমা স্বরাজ

বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তবে এখন তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বোলিংয়ে ভর করেই ম্যাচ জিতল ভারত

বোলিংয়ে ভর করেই ম্যাচ জিতল ভারত

ভারতীয় স্পিডস্টারের এই বোলিং নিদর্শন দেখে তাঁকে নীল জার্সির ভবিষ্যত তারকা বললেন বিরাট কোহলি। সাইনির দুরন্ত বোলিংয়ের সুবাদে ওয়েস্ট ইন্ডিজকে নির্ধারিত ২০ ওভার ৯৫ রানে বেঁধে রাখে ভারত। জবাবে ১৭.২ ওভারে প্রেয়োজনীয় রান তুলে ম্যাচ জিতে নেয় নীলজার্সিধারীরা। ফলে ৩ ম্যাচের টি-টিয়োন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।

ন্যাচরাল হিস্ট্রি মিউজিয়ামে আগুন নিয়ন্ত্রণে

ন্যাচরাল হিস্ট্রি মিউজিয়ামে আগুন নিয়ন্ত্রণে

দিল্লিতে ন্যাচরাল হিস্ট্রি মিউজিয়ামে আগুন লাগার ঘটনা আপাতত নিয়ন্ত্রণে এসেছে বলে জানাল প্রশাসন।

নভদীপকে ভারতীয় বোলিংয়ের ভবিষ্যত বললেন কোহলি

ম্যাচ জিতে নভদীপের প্রশংসা করে কোহলি বলেন, 'নভদীপ একেবারে খাঁটি প্রতিভা।ঘষামাজা করলে ভারতের অন্যতম সেরা স্পিডস্টার হতে পারে। অনেকটা পথে পেরিয়ে, সংগ্রাম করে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখল। পরিশ্রমী ছেলে, ক্রমাগত ঘন্টায় ১৫০ কিমি গতিতে বল করে যাওয়া মুখের কথা নয়। বোলিং নিয়ে প্রতিদিন ভাবনা চিন্তা করে, ক্রিকেট নিয়ে সেই পাগলামিটা রয়েছে। ভারতীয় বোলিংয়ের ভবিষ্যত তারকা হওয়ার সবরকম উপাদান ওর মধ্যে রয়েছে।'

ভারত-পাক সচিব পর্যায়ের আলোচনা

ভারত-পাক সচিব পর্যায়ের আলোচনা

'হার্ট অব এশিয়া' সম্মেলনে যোগ দিতে ভারতে এলেন পাকিস্তানের বিদেশ সচিব। দুই দেশের মধ্যে সচিব পর্যায়ের আলোচনা হতে পারে বলেও জানা গিয়েছে।

আইপিএলের স্বপ্নে ফর্ম ধরে রেখেই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেন

আইপিএলের স্বপ্নে ফর্ম ধরে রেখেই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেন

প্রসঙ্গত দেশের হয়ে অভিষেকের আগে আইপিএলে বিরাটের আরসিবি'তে খেলেছেন সাইনি। বেঙ্গালুরুর হয়ে প্রথম মরসুমে ১৩ ম্যাচে ১১টি উইকেট তুলে নেন সাইনি। এরপর বিশ্বকাপে ভারতীয় দলের নেট বোলার ছিলেন। সেখান থেকেই আজ দেশের জার্সিতে স্বপ্নের অভিষেক।

জাদেজার বিয়েতে ফায়ারিং, এফআইআর

জাদেজার বিয়েতে ফায়ারিং, এফআইআর

গত ১৭ এপ্রিল ক্রিকেটার রবীন্দ্র জাদেজার বিয়ে চলাকালীন উৎসবের মেজাজে ফায়ারিং করা হয়। সেই ঘটনায় এক আত্মীয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ।

ভোট মিটতেই হামলার অভিযোগ

ভোট মিটতেই হামলার অভিযোগ

ভোট মিটতেই উত্তর ২৪ পরগনার পানিহাটি কেন্দ্রের বিভিন্ন এলাকায় সিপিএমের অন্তত তিনটি দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে। অন্যদিকে দেগঙ্গায় কংগ্রেস নেতার দোকানে আগুন লাগানো ও নিউ ব্যারাকপুরে সিপিএম প্রার্থীর এজেন্টের বাড়িতেও হামলার অভিযোগ উঠেছে।

ভারত-পাক সচিব পর্যায়ের বৈঠক

ভারত-পাক সচিব পর্যায়ের বৈঠক

পাকিস্তানের বিদেশ সচিব ইজাজ আহমেদ চৌধুরীর সঙ্গে ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্করের আলোচনা হয়েছে। কাশ্মীর ইস্যুকেই আলোচনায় সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে পাকিস্তান।

গান্ধীনগরে পুর নির্বাচন

গান্ধীনগরে পুর নির্বাচন

গুজরাতের গান্ধীনগরে পুর নির্বাচনে বিজেপি ও কংগ্রেস উভয়ই ১৬টি করে আসন পেয়েছে।

মোবাইলে আসছে প্যানিক বোতাম

মোবাইলে আসছে প্যানিক বোতাম

আগামী কিছুদিনের মধ্যেই মোবাইলে আসছে প্যানিক বোতাম। এই ঘটনায় তিনি অত্যন্ত খুশি বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী।

সোনিয়ার আক্রমণ

সোনিয়ার আক্রমণ

পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল। ২০১১ সালে ওদের ওপর ভরসা করেছিলাম, কিন্তু ওরা সব প্রতিশ্রুতিই ভুলে গিয়েছে। ক্যানিংয়ে বাম-কংগ্রেসের জোট প্রার্থীদের হয়ে প্রচারে এসে তৃণমূলকে আক্রমণ সোনিয়া গান্ধীর। একইসঙ্গে বিজেপিকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি।

মাসুদ আজহার নিয়ে চিনের বক্তব্য

মাসুদ আজহার নিয়ে চিনের বক্তব্য

ভারত-পাকিস্তানের উচিত মৌলানা মাসুদ আজহার ইস্যুতে সরাসরি কথা বলা। এমনই বক্তব্য রাখল চিন।

অসুস্থ মদন

অসুস্থ মদন

বুকের ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে ফের এসএসকেএম হাসপাতালে ভর্তি মদন মিত্র। আজ বিকেলে তাঁকে হাসপাতালে আনা হয়।

স্বস্তি

স্বস্তি

স্বস্তির খবর কলকাতাবাসীর জন্য। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ৪৮ ঘন্টায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

English summary
Navdeep Saini India debut: Raw talent Saini has bright future, says virat kohli
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X