For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাইনির স্বপ্নের অভিষেকে শুভেচ্ছা গম্ভীরের, সঙ্গে বিষেণ সিং বেদীকে ঠুকলেন গৌতম, কিন্তু কেন?

ভারতের হয়ে আন্তর্জাতিক অভিষেকে সাড়া ফেলে দিলেন তরুণ পেসার নভদীপ সাইনি। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক করেন নভদীপ। চার ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৭ রান খরচ করে তিনটি উইকে

  • |
Google Oneindia Bengali News

ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই সাড়া ফেলে দিলেন তরুণ পেসার নভদীপ সাইনি। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দেশের হয়ে অভিষেক করেন নভদীপ। আর অভিষেক ম্যাচেই বল হাতে আগুন ঝরালেন। চার ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৭ রান খরচ করে তিনটি উইকেট পেয়েছেন তিনি।

অভিষেকে সাইনির শিকার যাঁরা

অভিষেকে সাইনির শিকার যাঁরা

সাইনির শিকারের তালিকায় রয়েছেন শিমরন হেটমায়ের, নিকোলাস পুরান, কাইরন পোলার্ডদের মতো নাম। সেই সঙ্গে ডেথ বোলিংয়ে ২০ তম ওভারটি উইকেট মেডেন করেন ডানহাতি পেসার। স্বপ্নের অভিষেকে নভদীপকে শুভেচ্ছা জানাচ্ছে তামাম ক্রিকেটমহল। শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর।

গম্ভীর যা বললেন

একসময়ে সাইনিকে দিল্লির রঞ্জি দলে নেওয়ার জন্য প্রস্তাব রেখেছিলেন গম্ভীর। সেই সময় অবশ্য রাজ্য ক্রিকেট সংস্থার কর্তা বিষেণ সিং বেদী ও চেতন চৌহান সেই প্রস্তাব নাকোচ করেছিলেন। সেকারণেই নভদীপের স্বপ্নের অভিষেকের দিনে, দিল্লির সেই দুই কর্তাকে ঠুকে টুইটে গম্ভীর লেখেন, 'ভারতের হয়ে অভিষেক করে আজ তুমি বিষণ সিং ও চেতন চৌহানের স্টাম্প ছিটকে দিয়েছে। আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল।'

আইপিএল থেকে বিশ্বকাপের নেট বোলার হয়ে দেশের জার্সিতে অভিষেক

আইপিএল থেকে বিশ্বকাপের নেট বোলার হয়ে দেশের জার্সিতে অভিষেক

আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়ার আগে আইপিএলে বল হাতে নজর কেড়েছেন সাইনি। আইপিএলে আরসিবি ফ্র্যাঞ্চাইজির হয়ে দুরন্ত পারফর্ম্যান্স করে বিরাটের নজরে পড়ে যান। এরপর বিশ্বকাপে ভারতীয় দলের নেট বোলার হিসেবেও উড়ে গিয়েছিলেন সাইনি।

সাইনির কঠিন লড়াইয়ের কাহিনি

২৬ বছরের পেসারের উত্থানের পিছনে অবশ্য কঠিন পথ চলার লডা়ইয়ের কাহিনি রয়েছে। একসময় টেনিস বলে খেপ ক্রিকেট খেলে ম্যাচ প্রতি ২০০টাকা রোজগার করতেন তিনি। সেখান থেকে একদিন দিল্লির পেসার সুমিত নারওয়ালের নজরে এসে দিল্লির রঞ্জি দলের নেটে বোলিং করার সুযোগ পান। বল হাতে দিল্লির সেই সময়ের রঞ্জি অধিনায়ক গৌতম গম্ভীরকে চমকে দিয়েছিলেন। এরপর গম্ভীরের সৌজন্যেই দিল্লির রঞ্জি দলে ডাক পাওয়া। রঞ্জি খেলে আজ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই শিরোনামে সাইনি!

English summary
Navdeep Saini's India debut 17/3: Gautam Gambhir blasts Bishen Bedi-Chetan Chauhan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X