For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের বাকি সাত ম্যাচে নয়া পদ্ধতি চালু করল আইসিসি

  • |
Google Oneindia Bengali News

অ্যাডিলেড, ১৭ মার্চ : রেকর্ড হোক বা অভিনবত্ব, এবারের বিশ্বকাপ সব দিক থেকেই অন্যরকম। সেই মুকুটেই আর একটা পালক যোগ হল এদিন।

বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার তৃতীয় আম্পায়ারের সঙ্গে কী কথোপকথন হচ্ছে মাঠের আম্পায়ারের তা টিভির সামনে বসা দর্শকরা সরাসরি শুনতে পাবেন।

বিশ্বকাপের বাকি সাত ম্যাচে নয়া পদ্ধতি চালু করল আইসিসি


আগামিকাল থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের ধুন্ধুমার লড়াই। ৮ টি দলের মধ্যে যে জিতবে তারা চলে যাবে সেমিফাইনালে। আইসিসি-র তরফে এক মিডিয়া বিবৃতিতে বলা হয়েছে, প্রধান সম্প্রচার সংস্থা স্টার স্পোর্টস আম্পায়ারদের কথোপকথনের রেকর্ড পাবে এবং ১৮-২৯ তারিখ পর্যন্ত চলা খেলাগুলির ক্ষেত্রে তা সম্প্রচার করবে।

এর আগে গত নভেম্বরে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে একদিনের আন্তর্জাতিক ম্যাচে সফলভাবেই এই বিষয়টি পরীক্ষা করা হয় এবং তা জনপ্রিয়তাও পায়। সেই কথা মাথায় রেখেই বিশ্বকাপের বাকি ৭ টি ম্যাচে এই বিষয়টি ফের একবার চালু করা হবে।

ডিআরএস, রান-আউট, স্ট্যাম্পিং, বিতর্কিত ক্যাচ বা বাউন্ডারি লাইনের কাছে কোনও প্রয়োজন পড়লে মাঠের মধ্যে থাকা আম্পায়াররা স্টেডিয়ামে বসা তৃতীয় আম্পায়ারের সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধান করেন। সেই কাজগুলিই করার সময় আম্পায়ারদের মধ্যেকার কথোপকথন টিভি দর্শকরা শুনতে পাবেন বলে এদিন জানিয়েছে আইসিসি।

প্রসঙ্গত, আগামিকাল থেকেই কোয়ার্টার ফাইনালের লড়াই শুরু হবে। প্রথম ম্যাচে সিডনিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

English summary
New at World Cup: Listen to TV umpire communications during knockout games
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X