For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই, অরুণ জেটলি স্টেডিয়ামই পরিযায়ী শ্রমিকদের আস্তানা

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই, অরুণ জেটলি স্টেডিয়ামই পরিযায়ী শ্রমিকদের আস্তানা

  • |
Google Oneindia Bengali News

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোয়ারেন্টাইন সেন্টার তৈরির কাজ বন্ধ হয়ে গেলেও, দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের আস্তানা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এক কথায় ঐহিত্যবাহী এই স্টেডিয়াম কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করছে দিল্লি সরকার।

করোনা ভাইরাস

করোনা ভাইরাস

বিশ্বব্যাপী ৫০ লক্ষেরও মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৩ লক্ষ ২৫ হাজারেরও বেশি মানুষ। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লক্ষ পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে তিন হাজারেরও বেশি মানুষের। কেবল দিল্লিতে দশ হাজারেরও বেশি মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে প্রায় এক হাজার মানুষের।

লকডাউনে স্থগিত ক্রিকেট

লকডাউনে স্থগিত ক্রিকেট

গত মার্চেই দিল্লিতে সব ধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিত করে দেওয়ার নির্দেশ দিয়েছিল অরবিন্দ কেজরিওয়াল সরকার। এই কঠিন পরিস্থিতে রাজধানীতে আইপিএলের ম্যাচ আয়োজন করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করছিল দিল্লি সরকার। সেই নির্দেশ এখনও বলবত রয়েছে। দিল্লিতে ফের কবে শুরু হবে ক্রিকেট, তা হলফ করে কেউ বলে দিতে পারছে না।

পরিযায়ী শ্রমিকদের আস্তানা

পরিযায়ী শ্রমিকদের আস্তানা

করোনা ভাইরাসের জেরে কাজ হারিয়ে দিল্লিতে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে অরবিন্দ কেজরিওয়াল সরকার ও দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন। রাজধানীতে আটকে থাকা বিহার, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের শ্রমিকদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে।

২৫০০ শ্রমিক ছিলেন

২৫০০ শ্রমিক ছিলেন

দিল্লি সরকার ও ডিডিসিএ-র মিলিত হিসেব অনুযায়ী, মঙ্গলবার প্রায় ২৫০০ পরিযায়ী শ্রমিক অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে আস্তানা গেড়েছিলেন। বুধবার সকালে প্রশাসনের ঠিক করে দেওয়া বাসে তাঁদের নিজ নিজ রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। শ্রমিকদের একটি ব্যাচ চলে যাওয়ার পর পুরো স্টেডিয়াম স্যানিটাইজড করে সেখানে আরও এক দলকে নিয়ে আসা হয়েছে বলে জানানো হয়েছে।

English summary
New Delhi's Arun Jaitely Stadium being used as quarantine centre amid coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X