For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বোলারদের স্বস্তি দিয়ে ওয়ান ডে টি-২০-তে চারটি নিয়ম পরিবর্তন আইসিসির

  • |
Google Oneindia Bengali News

ব্রিজটাউন, ২৭ মে : আগামী দিনে হতে চলা একদিনের আন্তর্জাতিক বা টি-২০ ম্যাচে কয়েকটি পরিবর্তন আনল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। শুক্রবার বার্বাডোজে আইসিসির বার্ষিক সভার সমাপ্তির দিনে এই ঘোষণা করেছে আইসিসি।

কিছুদিন আগে শেষ হওয়া বিশ্বকাপে ব্যাটসম্যানদের একেরপর এক রেকর্ডের পর নড়েচড়ে বসে আইসিসি। বোলারদের কীভাবে বাঁচিয়ে খেলাটিকে আরও আকর্ষণীয় করে তোলা যায় সে ভাবনা শুরু হয়। আইসিসির ক্রিকেট কমিটির প্রধান অনিল কুম্বলের নেতৃত্বে থাকা কমিটি গতমাসে কয়েকটি পরিকল্পনার কথা জানায়। সূত্রে খবর, সেগুলি মেনে নিয়েই একদিনের ম্যাচ ও টি-২০-তে নতুন নিয়ম আনতে চলেছে আইসিসি।

বোলারদের স্বস্তি দিয়ে ওয়ান ডে টি-২০-তে চারটি নিয়ম পরিবর্তন


এব্যাপারে আইসিসির প্রধান কার্যনির্বাহী অধিকর্তা ডেভ রিচার্ডসন বলেন, "আমরা খেলাটির জনপ্রিয়তা কথা মাথায় রেখে আকাশ-পাতাল কিছু পরিবর্তন করছি না। তবে ব্যাট-বলের যুদ্ধে সমতা বজায় রাখাই আমাদের লক্ষ্য।"

আসুন দেখে নেওয়া যাক, কোন কোন পরিবর্তন আসতে চলেছে ব্যাট-বলের যুদ্ধে

  • একদিনের ম্যাচে ১৫-৪০ ওভারের মধ্য়ে কোনও ব্যাটিং পাওয়ার-প্লে থাকছে না।
  • ওয়ান ডে ম্যাচে ৪১-৫০ ওভারের মধ্যে ৩০ গজ বৃত্তের বাইরে ৫ জন ফিল্ডার রাখা যাবে।
  • ওয়ান ডে ও টি-২০ ম্যাচে সব নো বলেই এবার থেকে ফ্রি হিট মারা যাবে।
  • দুই দলের ক্রিকেট বোর্ডের সম্মতিতেই ডিআরএস সিস্টেম ম্যাচে ব্যবহার করা যাবে।
English summary
New ODI rules from July 5; Here are the 4 changes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X