For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিশহাম ও গ্রান্ডহোমের ব্যাটে পাকিস্তানের বিরুদ্ধে ২৩৭ তুলল নিউজিল্যান্ড

টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতা ঢাকলেন জেমস নিশহাম ও কলিন ডে গ্রান্ডহোম। প্রথম জনের ৯৭ ও দ্বিতীয় জনের ৬৪ রানের সুবাদে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের দলের বিরুদ্ধে ২৩৭ রান কিউইদের

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্য়ান্ডের টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতা ঢাকলেন জেমস নিশহাম ও কলিন ডে গ্রান্ডহোম। প্রথম জনের ৯৭ ও দ্বিতীয় জনের ৬৪ রানের সুবাদে বিশ্বকাপের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সরফরাজ আহমেদের দলের বিরুদ্ধে ২৩৭ রান তুললেন কিউই-রা।

নিশহাম ও গ্রান্ডহোমের ব্যাটে পাকিস্তানের বিরুদ্ধে ২৩৭ তুলল নিউজিল্যান্ড

তবে এই কম টোটালেও কাঁটায় কাঁটায় লড়াই দেওয়ার মতো ক্ষমতা নিউজিল্যান্ডের বোলিং বিভাগের আছে বলেই মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। লড়াই হাড্ডাহাড্ডি হবে বলেই তাঁদের আশা।

বৃষ্টির জেরে বুধবার এজবাস্টনে খেলা শুরু হয় ১ ঘণ্টা দেরিতে। মেঘাচ্ছন্ন পরিবেশে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে তাঁর দিকেই ফিরে আসে। দলগত ২৪ রানের মধ্যে ওপেনার মার্টিন গুপটিল (৫) ও কলিন মুনরোকে (১২) হারায় নিউজিল্যান্ড। অধিনায়ক উইলিয়ামসন ক্রিজ আঁকড়ে পড়ে থাকার মরিয়া চেষ্টা করলেও শাহিন আফ্রিদি, মহম্মদ আমির, শাদাব খানদের দাপটে উল্টো দিকে এক এক করে ফিরে যান অভিজ্ঞ রস টেলর (৩) ও টম লাথাম (১)।

ব্যক্তিগত ৪১ রানের মাথায় অধিনায়ক উইলিয়ামসন যখন আউট হন, তখন কিউইদের স্কোর মাত্র ৮৩। সেখান থেকেই নিউজিল্যান্ডকে ম্যাচে ফেরান জেমস নিশহাম ও কলিন ডে গ্রান্ডহোম। দুই ব্যাটসম্যানের মধ্যে ১৩২ রানের পার্টনারশিপ হয়।

নিশহাম ও গ্রান্ডহোমের ব্যাটে পাকিস্তানের বিরুদ্ধে ২৩৭ তুলল নিউজিল্যান্ড

ম্যাচ জিততে পাকিস্তানকে ৫০ ওভারে ২৩৮ রান তুলতে হবে। সরফরাজ আহমেদের দলের হয়ে সবচেয়ে বেশি ৩ উইকেট নেন বাঁ-হাতি পেসার শাহিন আফ্রিদি। ১টি করে উইকেট নেন মহম্মদ আমির ও শাদাব খান।

English summary
New Zealand face batting crisis against Pakistan, manage to score 237.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X