For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কী ভাবে রক্ষা পেল বাংলাদেশ দল - আতঙ্কের সেই মুহূর্তের কথা জানালেন ভারতীয় ভিডিও অ্যানালিস্ট

নিউজিল্যান্ডের মসজিদে গুলিবর্ষণের সময় ঠিক কী ঘটেছিল - বাংলাদেশ ক্রিকেট দলের ভারতীয় সাপোর্ট স্টাফ সেই মুহুর্তের কথা জানিয়েছেন।
 

Google Oneindia Bengali News

আল নুর মসজিদে শুক্রবারের নামাজ সেড়ে সোজা অনুশীলনে যাবে - এইরকমই পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু সব পরিকল্পনা ঘেঁটে দিয়েছে সন্ত্রাসবাদ। সন্ত্রাসের কালোবায় বাতিল হয়ে গিয়েছে নিউজিল্যান্ড-বাংলাদেশ তৃতীয় টেস্ট।

ক্রাইস্টচার্চে দুই মসজিদে বন্দুকবাজের হামলার বলী হয়েছেন অন্তত ৪০ জন। বাংলাদেশী ক্রিকেটাররা অল্পের জন্য রক্ষা পেলেও ওই মুহূর্তে কিছুক্ষণের জন্য কারোর মাথা কাজ করছিল না। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন দলের ভারতীয় ভিডিও অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন।

লুটিয়ে পড়লেন মহিলা

লুটিয়ে পড়লেন মহিলা

তিনি জানিয়েছেন, নামাজ সেড়ে বাসে উঠতে যাওয়ার সময়ই তাঁরা প্রথম গুলির শব্দ শুনতে পান। প্রথমে অবশ্য গুলি চলেছে বলে বুঝতে পারেননি কেউই। কিন্তু একটা কিছু ঘটেছে বলে আঁচ করেন। শ্রীনিবাস জানিয়েছেন তাঁদের টিম বাস ছিল মসজিদ থেকে কয়েক মিটার দূরেই। গুলির শব্দ পাওয়ার পরই তাঁদের ঠিক সামনে মসজিদ থেকে এক মহিলা বাইরে বেরিয়ে এসেই মাটিতে লুটিয়ে পড়েন। বাংলাদেশ দলের সদস্যরা ভেবেছিলেন মহিলা বোধ সুস্থ হয়ে পড়েছেন। তাই তাঁকে সাহায্য় করার কথা ভেবেছিলেন তাঁরা।

কাজ করা বন্ধ করল মাথা

কাজ করা বন্ধ করল মাথা

কিন্তু এরপরই তাঁরা বোঝেন ঘটনাটা আরও গুরুতর কিছু। শ্রীনিবাস জানিয়েছেন হুড়মুড় করে আতঙ্কিত জনতা বেরিয়ে আসেন মসজিদ থেকে। তাদের কারোর কারোর শরীর রক্তে ভেসে যাচ্ছে। তখনই তাদের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। তিনি জানান তখনই কেউ একজন তাঁদের বাসের মেঝেতে শুয়ে পড়ার নির্দজেশ । তাঁরাও সেই মতো বাসের মেঝেতে শুয়ে পড়েন। এভাবে কত সময় কেটেছিল, তার ধারণা তাঁদের কারোর নেই।

*ছবি সৌ. -টুইটার ভিডিও

উদ্ধারকর্তা পুলিশ

উদ্ধারকর্তা পুলিশ

এরপর পুলিশ এসে তাঁদের এক এক করে বাসের পিছনের দরজা দিয়ে বাইরে বের করে আনেন। তবে এখনও পর্যন্ত দলের কারোর আতঙ্ক কাটেনি বলে জানিয়েছেন বাংলাদেশ দলের ভিডিও অ্যানালিস্ট। তিনি আরো জানান, বাংলাদেশি ক্রিকেটারদের দ্রুত দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তিনি অবশ্য ভারতেই ফিরবেন।

কে এই শ্রীনিবাসন?

শ্রীনিবাসন চন্দ্রশেখর মুম্বইয়ের এক সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। এর আগে আইপিএল-এ তিনি সানরাইজার্স হায়দরাবাদ দলের সঙ্গে কাজ করেছেন। ২০১৮ সালে তিনি বাংলাদেশ জাতীয় দলের ভিডিও অ্যানালিস্ট হিসেবে নিযুক্ত হন।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">All members of the Bangladesh Cricket Team in Christchurch, are safely back in the hotel following the incident of shooting in the city.<br><br>The Bangladesh Cricket Board is in constant contact with the players and team management.<a href="https://twitter.com/hashtag/ChristchurchMosqueAttack?src=hash&ref_src=twsrc%5Etfw">#ChristchurchMosqueAttack</a> <a href="https://t.co/TTpIFxLp05">pic.twitter.com/TTpIFxLp05</a></p>— Bangladesh Cricket (@BCBtigers) <a href="https://twitter.com/BCBtigers/status/1106400971481993216?ref_src=twsrc%5Etfw">March 15, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

English summary
What exactly happened during the New Zealand mosque shooting - Bangladesh cricket team's Indian support staff recalled the moment.&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X