For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রাইস্টচার্চে বিরাট কোহলির কোন দুর্বল জায়গায় আঘাত করতে বদ্ধপরিকর নিউজিল্যান্ড

ক্রাইস্টচার্চে বিরাট কোহলির কোন দুর্বল জায়গায় আঘাত করতে বদ্ধপরিকর নিউজিল্যান্ড

  • |
Google Oneindia Bengali News

ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে শোচনীয় হার হজম করতে হয় ভারতকে। ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা টেস্ট সিরিজে সমতা ফেরাতে পরের ম্য়াচ জিততেই হবে টিম ইন্ডিয়াকে। এর জন্য দলের অধিনায়ক বিরাট কোহলিকে দায়িত্ব নিতে হবে। খোলস ছেড়ে বেরিয়ে নিজের ও দেশের জন্য তাঁকে রান করতে হবে। কিন্তু টিম ইন্ডিয়ার অধিনায়ককে সেটাই করতে দিতে চায় না নিউজিল্য়ান্ড। বিরাটকে আউট করার জন্য আলাদা পরিকল্পনা রয়েছে কিউয়ি-দের।

ওয়েলিংটন টেস্ট

ওয়েলিংটন টেস্ট

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। ব্যর্থ হন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিও। যার জন্য ওই ম্যাচ ১০ উইকেটে হেরে যায় ভারতীয় ক্রিকেট দল। দুর্দান্ত পারফরম্যান্স করেন নিউজিল্য়ান্ডের ফাস্ট বোলাররা।

ক্রাইস্টচার্চে কবে ম্য়াচ

ক্রাইস্টচার্চে কবে ম্য়াচ

আগামী শনিবার অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চের হাগলে ওভালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ভারত। ওই ম্যাচ ভারতকে জিততে হলে বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানেকে বড় রান করতে হবে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। একই সঙ্গে ভারতীয় পেসার মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ-র থেকেও সেরা পারফরম্যান্স আশা করছেন ক্রিকেট প্রেমীরা।

বিরাটের চিন্তা

বিরাটের চিন্তা

আইসিসি-র টেস্ট ক্রম তালিকার শীর্ষ স্থান হারানো বিরাট কোহলিকে যে নিউজিল্যান্ডের বোলাররা ক্রাইস্টচার্চে ছেড়ে কথা বলবেন না, তারই আভাস দিলেন কিউয়ি উইকেটরক্ষক টম লাথাম। তাঁর কথায়, সাইডওয়েজ সুইং-এ একাধিকবার খোঁচা লাগিয়ে আউট হয়েছেন বিরাট। ক্রাইস্টচার্চেও টিম ইন্ডিয়ার অধিনায়ককে পিচের কোণা থেকে ফেলা আড়াআড়ি সুইং খেলতে বাধ্য করা হবে বলে জানিয়েছেন লাথাম।

টার্গেট কোহলি

টার্গেট কোহলি

ক্রাইস্টচার্চ টেস্টে ভারতকে হারাতে দলের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে টার্গেট করতে চান নিউজিল্যান্ডের বাঁ-হাতি ফাস্ট বোলার নেইল ওয়াগনার। দ্বিতীয় টেস্ট নিউজিল্যান্ডের ওভারকাস্ট পরিবেশে ভারতীয় ব্যাটসম্যানদের পরীক্ষা নেবেন বলে জানিয়েছেন ওয়াগনার।

বোল্টকে জবাব!

বোল্টকে জবাব!

ওয়েলিংটন টেস্ট শুরু হওয়ার আগে বিরাট কোহলির উইকেট নেবেন বলে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন কিউয়ি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। ম্যাচের প্রথম ইনিংসে না হলেও দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার অধিনায়ককে সাজঘরের রাস্তা দেখিয়ে কথা রেখেছিলেন বোল্ট। ক্রাইস্টচার্চে বিরাট এর জবাব দিতে পারবেন কিনা, সেদিকে তাকিয়ে বিশ্ব।

চিন্তিত নন বিরাট

চিন্তিত নন বিরাট

ওয়েলিংটন টেস্টের প্রথম ও দ্বিতীয় ইনিংসে যথাক্রমে ২ ও ১৯ রান করা বিরাট কোহলিকে নিয়ে সমালোচনা চলছে। তবে তাতে তিনি বিচলিত নন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। বলেছেন, তিনি খারাপ ব্যাটিং করছেন না। কোথাও হয়তো পরিকল্পনায় সমস্যা হচ্ছে। সেই সমস্যা অচিরেই দূর হবে বলে আশ্বাসও দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

English summary
New Zealand will target Virat Kohli by sideways movement in second test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X