For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ড্র করে সিরিজ জয় নিউজিল্যান্ডের, সমালোচিত রুট

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ড্র করে সিরিজ জিতল নিউজিল্যান্ড, সমালোচিত রুট

  • |
Google Oneindia Bengali News

হ্যামিলটনের সেডন পার্কে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ড্র করে ঘরের মাঠে সিরিজ জিতল নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক কেন উইলিয়ামসন ও অভিজ্ঞ রস টেলরের শতরানের সৌজন্যে ইংল্যান্ডের বিরুদ্ধে এগিয়ে থেকেই ম্যাচ শেষ করে কিউয়ি-রা।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ড্র করে সিরিজ জয় নিউজিল্যান্ডের, সমালোচিত রুট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথম ইনিংসে ওপেনার টম লাথামের ১০৫ ও ড্যারেল মিচেলের ৭৩ রানের সৌজন্যে ৩৭৫ রান করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নামা ইংল্যান্ডের ওপেনার ররি বার্নস ১০১ রান করেন। ২২৬ রান করেন ব্রিটিশ অধিনায়ক জো রুট। প্রথম ইনিংসে ৪৭৬ রান তোলে ইংল্যান্ড।

পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই দ্রুত দলের ওপেনার টম লাথাম ও জিত রাভালকে হারায় নিউজিল্যান্ড। সেখান থেকেই খেলা ধরেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন ও অভিজ্ঞ রস টেলর। প্রথম জন ২৩৪ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় জন ১৮৬ বলে ১০৫ রান করে শেষ পর্যন্ত ক্রিজ আঁকড়ে পড়ে থাকেন। পরে বৃষ্টির জেরে খেলা ভেস্তে গেলে ম্যাচ ড্র হয়।

ম্যাচে ইংল্যান্ডের হয়ে চারটি করে উইকেট নেন স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস। নিউজিল্যান্ডের হয়ে পাঁচ উইকেট নেন নেইল ওয়াগনের। দেশের মাটিতে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল নিউজল্যান্ড। সেই সুবাদে দ্বিতীয় ম্যাচ ড্র করে সিরিজ জেতে কিউয়ি-রা।

সমালোচিত রুট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৪৪১ বলে ২২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। যদিও মন্থর ব্যাটিং-র জন্য তাঁকে সমালোচনায় বিদ্ধ করতে ছাড়েননি ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ফাস্ট বোলার ফিডেল এডওয়ার্ডস। তাঁর কথায়, মাস্ট উইন ম্যাচে ইংল্যান্ডের আরও তাড়াতাড়ি রান তোলা উচিত ছিল। চলতি বছরে ১১টি টেস্ট ম্যাচে ৩৬.৮৫-র গড়ে ৭৭৪ রান করেছেন ইংল্যান্ডের অধিনায়ক।

English summary
New Zealand win series as second test against England finish with draw
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X