For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার আইপিএলে 'নো বল আম্পায়ার'! 'পাওয়ার প্লেয়ার'-র ভাবনা স্থগিত

২০২০ আইপিএলে 'নো বল আম্পায়ার' অন্তর্ভূক্ত হতে চলেছে। তবে 'পাওয়ার প্লেয়ার' বা টিম লিস্টে নাম থাকা সত্ত্বেও ডাগআউটে বসে থাকা ক্রিকেটারকে দলের বিপদে ব্যাটিং ও বোলিং করানোর ভাবনা আগামী মরশুমের আইপিএলে অন

  • |
Google Oneindia Bengali News

২০২০ আইপিএলে 'নো বল আম্পায়ার' অন্তর্ভূক্ত হতে চলেছে। তবে 'পাওয়ার প্লেয়ার' বা টিম লিস্টে নাম থাকা সত্ত্বেও ডাগআউটে বসে থাকা ক্রিকেটারকে দলের বিপদে ব্যাটিং ও বোলিং করানোর ভাবনা আগামী মরশুমের আইপিএলে অন্তর্ভূক্ত করা হবে না বলেই সূত্রের খবর।

এবার আইপিএলে নো বল আম্পায়ার! পাওয়ার প্লেয়ার-র ভাবনা স্থগিত

মুম্বইয়ে বৈঠক
মঙ্গলবার মুম্বইয়ে ব্রিজেশ প্যাটেলের নেতৃত্বে বৈঠকে বসে আইপিএলের গভর্নিং কাউন্সিল। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় যে ২০২০ আইপিএলে অন্তর্ভূক্ত হবে 'নো বল আম্পায়ার'।

নো বল আম্পায়ারের কাজ
অনেক সময় কোমরের ওপরে ফুলটস কিংবা বাউন্সারে নো বল ডাকা নিয়ে আপত্তি তোলেন ক্রিকেটাররা। অনেক সময় মাঠে থাকা আম্পায়াররা নো ডাকার ক্ষেত্রে হয়তো সত্যিই ভুল করে ফেলেন। ম্যাচ সঠিক ও নিশ্চিত ভাবে নো বল কল করাই এই নতুন আম্পায়ারের কাজ হবে বলে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর।

প্রযুক্তির ব্যবহার
আইপিএলের মতো হাই-ভোল্টেজ ক্রিকেট টুর্নামেন্টে ভুল-ত্রুটি রুখতে প্রযুক্তিকে যথাযথভাবে ব্যবহার করতে বদ্ধপরিকর টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল। 'নো বল আম্পায়ার' সেই ভাবনারই ফসল বলে মনে করা হচ্ছে।

জল্পনা উঠেছিল, ডাগআউটে থাকা ক্রিকেটারও এবার দলের বিপদের সময় ব্যাটিং বা বোলিং করতে পারবেন। প্রতিটি দল এবার প্রয়োজনে উইকেটের পতনের পর বা ওভারের শেষে ক্রিকেটার পরিবর্তন করতে পারবে। এই পরিবর্তন ম্যাচের যেকোনও সময় করা যাবে। যদিও সেই নিয়ম এবারের আইপিএলে চালু হচ্ছে না বলেই সূত্রের খবর।

English summary
'No Ball Umpire' will introduce in IPL, 'Power Player' is not a concern for now
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X